রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে তিনজনকে আটকের কথা বলছে পুলিশ।
শুক্রবার ইফতারের পর ওই মিছিল হয় বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দিন জানান। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাননি তিনি।
তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা একটি মিছিল বের করলে জনতার সহায়তায় আমরা তিনজনকে আটক করেছি।”
আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ বলে জানান মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শাহাদাত। তিনি বলেন, “তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।”
মোহাম্মদপুর থানার এসআই শামিম রেজা বলেন, “ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটা মিছিল বের হয়। তখন লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।”
আওয়ামী লীগ সরকার পতনের গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।
শনিবার, ২২ মার্চ ২০২৫
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে তিনজনকে আটকের কথা বলছে পুলিশ।
শুক্রবার ইফতারের পর ওই মিছিল হয় বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দিন জানান। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাননি তিনি।
তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা একটি মিছিল বের করলে জনতার সহায়তায় আমরা তিনজনকে আটক করেছি।”
আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ বলে জানান মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শাহাদাত। তিনি বলেন, “তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।”
মোহাম্মদপুর থানার এসআই শামিম রেজা বলেন, “ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটা মিছিল বের হয়। তখন লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।”
আওয়ামী লীগ সরকার পতনের গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।