বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "সংস্কার নিয়ে যেসব কথা হচ্ছে, তা ঠিক নয়। নির্বাচন ও জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে।"
আজ শুক্রবার চট্টগ্রাম নগরের চিটাগং ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “গণতন্ত্রে ফেরার সংগ্রাম এখনো শেষ হয়নি। জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সে সংগ্রাম শেষ হবে।”
আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনের পরবর্তী পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “যারা শেখ হাসিনার সুরে আবার কথা বলছেন, তাদের ভুলে যাওয়া উচিত, নির্বাচন ও সরকারের দায়িত্ব জনগণের প্রতিনিধিদের।”
এসময় আমীর খসরু দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, "ভোটাধিকার ফিরিয়ে দিন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করুন।"
তিনি বিএনপি ও যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "সংস্কার নিয়ে যেসব কথা হচ্ছে, তা ঠিক নয়। নির্বাচন ও জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে।"
আজ শুক্রবার চট্টগ্রাম নগরের চিটাগং ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “গণতন্ত্রে ফেরার সংগ্রাম এখনো শেষ হয়নি। জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সে সংগ্রাম শেষ হবে।”
আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনের পরবর্তী পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “যারা শেখ হাসিনার সুরে আবার কথা বলছেন, তাদের ভুলে যাওয়া উচিত, নির্বাচন ও সরকারের দায়িত্ব জনগণের প্রতিনিধিদের।”
এসময় আমীর খসরু দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, "ভোটাধিকার ফিরিয়ে দিন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করুন।"
তিনি বিএনপি ও যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে।