আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের ডাকা অবরোধ কর্মসূচি চলমান রয়েছে।
শনিবার দুপুর পর্যন্ত পুরো শাহবাগ এলাকা অবরুদ্ধ করে রাখা হয়েছে, যার ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলে বাধা নেই বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, বিকেল ৩টায় শাহবাগে এক গণজমায়েত অনুষ্ঠিত হবে।
বিক্ষোভকারীরা “একটা একটা লিগ ধর, ধইরা ধইরা জবাই কর”, “ব্যান ব্যান, আওয়ামী লীগ” ইত্যাদি স্লোগান দিচ্ছেন। তাঁদের হাতে রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন।
বৃহস্পতিবার রাতে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবরে উত্তেজনা ছড়ালে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যমুনা বাসভবনের সামনে অবস্থান নেন। ওই কর্মসূচিতে জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম ও অন্যান্য বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা সংহতি প্রকাশ করেন।
শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা মিন্টো রোডে একটি মঞ্চ তৈরি করে সমাবেশ করেন। সেখান থেকেই শাহবাগ অবরোধের ডাক দেওয়া হয়। বিকেল থেকে শাহবাগ অভিমুখে আন্দোলনকারীদের মিছিল শুরু হলে মোড়টিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের তিন দফা দাবিতে অবস্থান চলবে। আগামী নির্বাচন পর্যন্ত এই আন্দোলন থামবে না।”
তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, জুলাই ঘোষণাপত্র প্রকাশ,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে নতুন আইনি বিধান যোগ।
শনিবার, ১০ মে ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের ডাকা অবরোধ কর্মসূচি চলমান রয়েছে।
শনিবার দুপুর পর্যন্ত পুরো শাহবাগ এলাকা অবরুদ্ধ করে রাখা হয়েছে, যার ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলে বাধা নেই বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, বিকেল ৩টায় শাহবাগে এক গণজমায়েত অনুষ্ঠিত হবে।
বিক্ষোভকারীরা “একটা একটা লিগ ধর, ধইরা ধইরা জবাই কর”, “ব্যান ব্যান, আওয়ামী লীগ” ইত্যাদি স্লোগান দিচ্ছেন। তাঁদের হাতে রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন।
বৃহস্পতিবার রাতে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবরে উত্তেজনা ছড়ালে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যমুনা বাসভবনের সামনে অবস্থান নেন। ওই কর্মসূচিতে জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম ও অন্যান্য বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা সংহতি প্রকাশ করেন।
শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা মিন্টো রোডে একটি মঞ্চ তৈরি করে সমাবেশ করেন। সেখান থেকেই শাহবাগ অবরোধের ডাক দেওয়া হয়। বিকেল থেকে শাহবাগ অভিমুখে আন্দোলনকারীদের মিছিল শুরু হলে মোড়টিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের তিন দফা দাবিতে অবস্থান চলবে। আগামী নির্বাচন পর্যন্ত এই আন্দোলন থামবে না।”
তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, জুলাই ঘোষণাপত্র প্রকাশ,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে নতুন আইনি বিধান যোগ।