হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় মধ্যরাতে ঢোকার চেষ্টার সময় আটক হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
প্রায় ১৩ ঘণ্টা আটক থাকার পর মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টার দিকে তারা মুক্তি পান।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু বলেন, “তাদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ আসেনি। তারা ছাত্র, ভবিষ্যতে আর এমন কিছু করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।”
তাদের সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
যাঁরা আটক ছিলেন, সাইফুল ইসলাম রাব্বী (২৬) – পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, মোহাম্মদপুর থানার আহ্বায়ক, ফারহান সরকার দীনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক, মোহাম্মাদউল্লাহ জিসান (২৪)** – মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী, সংগঠনের কর্মী (বর্তমানে পুলিশের ট্রাফিক বিভাগে সহায়ক)
---
ঘটনার পেছনের গল্প
হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে কয়েকজন তরুণ তার ধানমন্ডির বাসার সামনে ‘হইচই’ করে এবং জোর করে বাসায় ঢোকার চেষ্টা চালায়। তিনি **৯৯৯-এ ফোন** করলে পুলিশ এসে তিনজনকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বাকবিতণ্ডা হয়। তারা গোলাম মোস্তফাকে ‘আওয়ামী লীগ সরকারের দোসর’ বলে অভিযুক্ত করেন এবং তাকে গ্রেপ্তারের দাবিও তোলেন। তবে পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
হাক্কানী পাবলিশার্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশ করেছে ১৪ খণ্ডের গবেষণাগ্রন্থ ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন’। এছাড়া তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রভিত্তিক ১৫ খণ্ডের গ্রন্থমালাও প্রকাশ করেছে।
---
মঙ্গলবার, ২০ মে ২০২৫
হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় মধ্যরাতে ঢোকার চেষ্টার সময় আটক হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
প্রায় ১৩ ঘণ্টা আটক থাকার পর মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টার দিকে তারা মুক্তি পান।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু বলেন, “তাদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ আসেনি। তারা ছাত্র, ভবিষ্যতে আর এমন কিছু করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।”
তাদের সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
যাঁরা আটক ছিলেন, সাইফুল ইসলাম রাব্বী (২৬) – পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, মোহাম্মদপুর থানার আহ্বায়ক, ফারহান সরকার দীনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক, মোহাম্মাদউল্লাহ জিসান (২৪)** – মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী, সংগঠনের কর্মী (বর্তমানে পুলিশের ট্রাফিক বিভাগে সহায়ক)
---
ঘটনার পেছনের গল্প
হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে কয়েকজন তরুণ তার ধানমন্ডির বাসার সামনে ‘হইচই’ করে এবং জোর করে বাসায় ঢোকার চেষ্টা চালায়। তিনি **৯৯৯-এ ফোন** করলে পুলিশ এসে তিনজনকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বাকবিতণ্ডা হয়। তারা গোলাম মোস্তফাকে ‘আওয়ামী লীগ সরকারের দোসর’ বলে অভিযুক্ত করেন এবং তাকে গ্রেপ্তারের দাবিও তোলেন। তবে পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
হাক্কানী পাবলিশার্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশ করেছে ১৪ খণ্ডের গবেষণাগ্রন্থ ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন’। এছাড়া তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রভিত্তিক ১৫ খণ্ডের গ্রন্থমালাও প্রকাশ করেছে।
---