হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগার থেকে বের হয়ে ফারিয়া স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হন। কালো গ্লাসের একটি প্রাইভেট কারে করে তিনি কারাগারের ফটক দিয়ে বের হন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার জানান, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে তাঁকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই–বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয় এবং স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এর আগে দুপুর দুইটার দিকে ফারিয়ার স্বজনেরা কারাগারে প্রবেশ করেন। তাঁদের সঙ্গে দুটি প্রাইভেট কার ও একটি জিপ ছিল। ফারিয়ার চাচাতো বোন লামিয়া আক্তার বলেন, ‘তিনি (নুসরাত) কি হত্যা করেছেন? তিনি কি কোনো অপরাধ করেছেন? তাহলে কেন এক দিন জেল খাটবেন?’
গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। এরপর ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে মামলা করেন, যাতে ১৭ জন অভিনেতা–অভিনেত্রীর মধ্যে ফারিয়ার নামও রয়েছে। আদালতের নির্দেশে মামলাটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলার প্রায় দুই সপ্তাহ পর ফারিয়াকে গ্রেপ্তার করা হয় এবং আজ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগার থেকে বের হয়ে ফারিয়া স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হন। কালো গ্লাসের একটি প্রাইভেট কারে করে তিনি কারাগারের ফটক দিয়ে বের হন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার জানান, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে তাঁকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই–বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয় এবং স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এর আগে দুপুর দুইটার দিকে ফারিয়ার স্বজনেরা কারাগারে প্রবেশ করেন। তাঁদের সঙ্গে দুটি প্রাইভেট কার ও একটি জিপ ছিল। ফারিয়ার চাচাতো বোন লামিয়া আক্তার বলেন, ‘তিনি (নুসরাত) কি হত্যা করেছেন? তিনি কি কোনো অপরাধ করেছেন? তাহলে কেন এক দিন জেল খাটবেন?’
গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। এরপর ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে মামলা করেন, যাতে ১৭ জন অভিনেতা–অভিনেত্রীর মধ্যে ফারিয়ার নামও রয়েছে। আদালতের নির্দেশে মামলাটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলার প্রায় দুই সপ্তাহ পর ফারিয়াকে গ্রেপ্তার করা হয় এবং আজ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।