ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপদে শপথ নিতে না পারা বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি দায়িত্বে থেকে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত থাকা অনৈতিক।
বুধবার এক ফেইসবুক পোস্টে ইশরাক লিখেছেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।”
আদালতের রায়ে মেয়র হিসেবে তার জয় ঘোষণার পরও শপথ অনুষ্ঠান ঝুলে থাকায় ঢাকার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইশরাকের সমর্থকেরা। এতে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রমও প্রায় বন্ধ।
ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ইশরাকের সমর্থকদের ‘জনদুর্ভোগ’ সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করা হয়।
এ প্রেক্ষাপটে উপদেষ্টাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে ইশরাক লিখেছেন, “আপনারা যেহেতু রাজনৈতিক দলে যুক্ত, এমনকি ভবিষ্যতে নির্বাচন করারও সম্ভাবনা রয়েছে, তাহলে পদত্যাগই যুক্তিযুক্ত সিদ্ধান্ত। নাহলে আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্ক চলতেই থাকবে।”
তিনি আরও লেখেন, “আপনাদের পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের আস্থা বাড়বে। আর যদি দায়িত্বে থাকেন, তাহলে নিজেদের ঘনিষ্ঠদের বিশেষ সুবিধা দেওয়া থেকে বিরত থাকা অসম্ভব। ক্ষমতায় থেকে কেউ নিরপেক্ষ থাকতে পারে না—এই বাস্তবতা মেনে নেওয়াই ভালো।”
তিনি নজির হিসেবে সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের কথা তুলে ধরেন, যিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’ গঠন করেছেন।
মেয়র হিসেবে দায়িত্ব না পাওয়া নিয়ে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও আমাকে শপথ নিতে না দিয়ে যেভাবে ঠেকিয়ে রাখা হচ্ছে, তাতে জনগণের ধৈর্যচ্যুতি ঘটছে। এই অবস্থা আর চলতে পারে না।”
তিনি আরও বলেন, “আপনারা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) যদি সত্যিকার অর্থে জনগণের কথা ভাবেন, তাহলে এখনই পদত্যাগ করুন। আমি আশা করি, আপনারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবেন।”
বুধবার, ২১ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপদে শপথ নিতে না পারা বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি দায়িত্বে থেকে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত থাকা অনৈতিক।
বুধবার এক ফেইসবুক পোস্টে ইশরাক লিখেছেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।”
আদালতের রায়ে মেয়র হিসেবে তার জয় ঘোষণার পরও শপথ অনুষ্ঠান ঝুলে থাকায় ঢাকার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইশরাকের সমর্থকেরা। এতে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রমও প্রায় বন্ধ।
ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ইশরাকের সমর্থকদের ‘জনদুর্ভোগ’ সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করা হয়।
এ প্রেক্ষাপটে উপদেষ্টাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে ইশরাক লিখেছেন, “আপনারা যেহেতু রাজনৈতিক দলে যুক্ত, এমনকি ভবিষ্যতে নির্বাচন করারও সম্ভাবনা রয়েছে, তাহলে পদত্যাগই যুক্তিযুক্ত সিদ্ধান্ত। নাহলে আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্ক চলতেই থাকবে।”
তিনি আরও লেখেন, “আপনাদের পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের আস্থা বাড়বে। আর যদি দায়িত্বে থাকেন, তাহলে নিজেদের ঘনিষ্ঠদের বিশেষ সুবিধা দেওয়া থেকে বিরত থাকা অসম্ভব। ক্ষমতায় থেকে কেউ নিরপেক্ষ থাকতে পারে না—এই বাস্তবতা মেনে নেওয়াই ভালো।”
তিনি নজির হিসেবে সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের কথা তুলে ধরেন, যিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’ গঠন করেছেন।
মেয়র হিসেবে দায়িত্ব না পাওয়া নিয়ে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও আমাকে শপথ নিতে না দিয়ে যেভাবে ঠেকিয়ে রাখা হচ্ছে, তাতে জনগণের ধৈর্যচ্যুতি ঘটছে। এই অবস্থা আর চলতে পারে না।”
তিনি আরও বলেন, “আপনারা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) যদি সত্যিকার অর্থে জনগণের কথা ভাবেন, তাহলে এখনই পদত্যাগ করুন। আমি আশা করি, আপনারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবেন।”