ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করা বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, “শপথ কেবল একটা ফরমালিটি।”
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করে। ওই রায়ের ভিত্তিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এরপর শপথ অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সম্প্রতি এক আইনজীবী ট্রাইব্যুনালের রায় ও গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে, বৃহস্পতিবার হাইকোর্ট তা খারিজ করে দেন।
এর পর কাকরাইলে অবস্থান কর্মসূচিতে গিয়ে ইশরাক বলেন, “আমরা পর্যবেক্ষণে থাকব—সরকার কী পদক্ষেপ নেয়। এরপর দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
শুক্রবারের ফেইসবুক পোস্টে ইশরাক আরও বলেন, “জনতার মেয়র হিসেবে দায়িত্ব আমার ওপর বর্তায় যে, ঈদের আগেই বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করি।” তিনি জানান, উত্তর সিটি করপোরেশনে এখনো মেয়র না থাকায় সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গেও তিনি সমন্বয় করে কাজ করবেন।
তিনি বলেন, ঈদের দিন থেকে ১৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ সিটিতে বর্জ্য অপসারণে জোনভিত্তিক মনিটরিং টিম গঠন করা হবে। এতে পুরোনো কাউন্সিলর ও প্রার্থীদের যুক্ত করা হবে এবং পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মাঠে তিনিও উপস্থিত থাকবেন বলে জানান।
শুক্রবার, ২৩ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করা বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, “শপথ কেবল একটা ফরমালিটি।”
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করে। ওই রায়ের ভিত্তিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এরপর শপথ অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সম্প্রতি এক আইনজীবী ট্রাইব্যুনালের রায় ও গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে, বৃহস্পতিবার হাইকোর্ট তা খারিজ করে দেন।
এর পর কাকরাইলে অবস্থান কর্মসূচিতে গিয়ে ইশরাক বলেন, “আমরা পর্যবেক্ষণে থাকব—সরকার কী পদক্ষেপ নেয়। এরপর দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
শুক্রবারের ফেইসবুক পোস্টে ইশরাক আরও বলেন, “জনতার মেয়র হিসেবে দায়িত্ব আমার ওপর বর্তায় যে, ঈদের আগেই বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করি।” তিনি জানান, উত্তর সিটি করপোরেশনে এখনো মেয়র না থাকায় সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গেও তিনি সমন্বয় করে কাজ করবেন।
তিনি বলেন, ঈদের দিন থেকে ১৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ সিটিতে বর্জ্য অপসারণে জোনভিত্তিক মনিটরিং টিম গঠন করা হবে। এতে পুরোনো কাউন্সিলর ও প্রার্থীদের যুক্ত করা হবে এবং পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মাঠে তিনিও উপস্থিত থাকবেন বলে জানান।