জাতীয় নির্বাচনের রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতানৈক্যের প্রেক্ষাপটে একই সঙ্গে বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে কেবল একটি নির্বাচন নয়, বরং জুলাই গণহত্যাসহ পূর্ববর্তী সরকারের অপরাধের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের দায়িত্বও রয়েছে।”
তিনি আরও বলেন, “এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ছিল তিনটি বিষয়—বিচার, সংস্কার ও নির্বাচন। তাই আমাদের স্পষ্ট দাবি, সরকার যেন নির্ধারিত সময়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করে এবং সেই সঙ্গে এই তিনটি বিষয়ে একটি সমন্বিত রোডম্যাপও প্রকাশ করে। এতে করে জনগণের মনে স্বস্তি আসবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও আস্থার জায়গা তৈরি হবে।”
শনিবার, ২৪ মে ২০২৫
জাতীয় নির্বাচনের রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতানৈক্যের প্রেক্ষাপটে একই সঙ্গে বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে কেবল একটি নির্বাচন নয়, বরং জুলাই গণহত্যাসহ পূর্ববর্তী সরকারের অপরাধের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের দায়িত্বও রয়েছে।”
তিনি আরও বলেন, “এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ছিল তিনটি বিষয়—বিচার, সংস্কার ও নির্বাচন। তাই আমাদের স্পষ্ট দাবি, সরকার যেন নির্ধারিত সময়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করে এবং সেই সঙ্গে এই তিনটি বিষয়ে একটি সমন্বিত রোডম্যাপও প্রকাশ করে। এতে করে জনগণের মনে স্বস্তি আসবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও আস্থার জায়গা তৈরি হবে।”