সরকারের ঘোষিত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি–২০২৫’ নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির দাবি, এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা ‘তড়িঘড়ি করে’ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ গভীরভাবে প্রশ্নবিদ্ধ।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
তিনি বলেন, “আমরা এই মুহূর্তে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা গেছে, এতে কিছু গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে।”
মির্জা ফখরুলের মতে, এই নীতিমালা দেশের ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের— যেমন এসএমই, প্রযুক্তি বিশেষজ্ঞ, ভোক্তা সংগঠন—সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করতে হবে। সামনে জাতীয় নির্বাচনকে বিবেচনায় রেখে এই সময়ে একতরফাভাবে এমন একটি নীতিমালা প্রণয়ন করা সমীচীন নয়।”
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
সরকারের ঘোষিত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি–২০২৫’ নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির দাবি, এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা ‘তড়িঘড়ি করে’ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ গভীরভাবে প্রশ্নবিদ্ধ।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
তিনি বলেন, “আমরা এই মুহূর্তে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা গেছে, এতে কিছু গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে।”
মির্জা ফখরুলের মতে, এই নীতিমালা দেশের ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের— যেমন এসএমই, প্রযুক্তি বিশেষজ্ঞ, ভোক্তা সংগঠন—সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করতে হবে। সামনে জাতীয় নির্বাচনকে বিবেচনায় রেখে এই সময়ে একতরফাভাবে এমন একটি নীতিমালা প্রণয়ন করা সমীচীন নয়।”