সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। দলের সম্মেলন ঘিরে নেতাদের মধ্যে উত্তেজনার মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন।
আজ সোমবার জাতীয় পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তাটি পাঠান জাপা চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী।
দলটির নেতৃত্ব নিয়ে জ্যেষ্ঠ নেতাদের দুটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। গত মাসে দলের সম্মেলনের ঘোষণাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব প্রকাশ্য হয়। এর মধ্যে জি এম কাদের শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব পদে নিয়োগ দেন।
গত ২৮ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পার্টির সম্মেলন হওয়ার কথা ছিল। তবে মিলনায়তন না পাওয়ার অজুহাত দেখিয়ে জি এম কাদের ১৬ জুন সম্মেলন স্থগিত করেন। কিন্তু দলের দুই কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ আগের ঘোষিত তারিখেই সম্মেলন করার ঘোষণা দেন। পরে অবশ্য তাঁরা সেই অবস্থান থেকে সরে আসেন।
মহাসচিব পদে নিয়োগ পাওয়া শামীম হায়দার পাটোয়ারী সুপ্রিম কোর্টের আইনজীবী। ২০১৮ সালের মার্চে গাইবান্ধা–১ আসনের উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে একই আসন থেকে আবারও সংসদ সদস্য হন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে পরাজিত হন।
শামীম হায়দার পাটোয়ারী একসময় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। তিনি অতিরিক্ত মহাসচিব এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ তিনি দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
এত দিন মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন মুজিবুল হক (চুন্নু)। ২০২১ সালের ২ অক্টোবর জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যাওয়ার পর ৯ অক্টোবর মুজিবুল হককে ওই পদে নিয়োগ দিয়েছিলেন জি এম কাদের।
সোমবার, ০৭ জুলাই ২০২৫
সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। দলের সম্মেলন ঘিরে নেতাদের মধ্যে উত্তেজনার মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন।
আজ সোমবার জাতীয় পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তাটি পাঠান জাপা চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী।
দলটির নেতৃত্ব নিয়ে জ্যেষ্ঠ নেতাদের দুটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। গত মাসে দলের সম্মেলনের ঘোষণাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব প্রকাশ্য হয়। এর মধ্যে জি এম কাদের শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব পদে নিয়োগ দেন।
গত ২৮ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পার্টির সম্মেলন হওয়ার কথা ছিল। তবে মিলনায়তন না পাওয়ার অজুহাত দেখিয়ে জি এম কাদের ১৬ জুন সম্মেলন স্থগিত করেন। কিন্তু দলের দুই কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ আগের ঘোষিত তারিখেই সম্মেলন করার ঘোষণা দেন। পরে অবশ্য তাঁরা সেই অবস্থান থেকে সরে আসেন।
মহাসচিব পদে নিয়োগ পাওয়া শামীম হায়দার পাটোয়ারী সুপ্রিম কোর্টের আইনজীবী। ২০১৮ সালের মার্চে গাইবান্ধা–১ আসনের উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে একই আসন থেকে আবারও সংসদ সদস্য হন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে পরাজিত হন।
শামীম হায়দার পাটোয়ারী একসময় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। তিনি অতিরিক্ত মহাসচিব এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ তিনি দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
এত দিন মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন মুজিবুল হক (চুন্নু)। ২০২১ সালের ২ অক্টোবর জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যাওয়ার পর ৯ অক্টোবর মুজিবুল হককে ওই পদে নিয়োগ দিয়েছিলেন জি এম কাদের।