গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহনের সুযোগ পেলে মাত্র ১৫ দশমিক ০২ শতাংশ ভোট পেতে পারে— এমনটাই উঠে এসেছে দেশের তরুণদের মতামতের ভিত্তিতে পরিচালিত এক সাম্প্রতিক জরিপে।
দেশীয় গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) গত মে মাসে এই জরিপ পরিচালনা করে। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে সোমবার জরিপের ফল প্রকাশ করা হয়।
জরিপে অংশগ্রহণকারী ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণের মতামতের ভিত্তিতে এই ফলাফল উপস্থাপন করা হয়।
২০২৫ সালের ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের ৮টি বিভাগের ১৬টি জেলা এবং ৩২টি উপজেলায় এই জরিপ পরিচালনা করা হয়।
কোন দল কত ভোট পাবে—তরুণদের অভিমত:
* বিএনপি:৩৮.৭৬%, জামায়াতে ইসলামী:২১.৪৫%, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি):১৫.৮৪%, আওয়ামী লীগ:১৫.০২%, অন্যান্য ইসলামপন্থী দল: ৪.৫৯%, জাতীয় পার্টি: ৩.৭৭%,অন্যান্য দল: ০.৫৭৮%।
নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০.৮৯% মনে করেন আগামী নির্বাচন মোটামুটি অবাধ ও সুষ্ঠু হবে,২৭.৯১% খুবই আশাবাদী ১১.৯৩%, সম্পূর্ণ আশাবাদী, ১৩.২৩%, আংশিক আশাবাদী, ৬.০৪% একেবারেই আশাবাদী নন।
ভোটদানে আগ্রহ
ভোট দিতে ইচ্ছুক ৭৬ দশমিক ৭৮ শতাংশ তরুণ।
সিদ্ধান্তহীন ৫ দশমিক ০৯ শতাংশ।
১৩ দশমিক ৯৮ শতাংশ এখনও ভোটার নন।
৪ দশমিক ১৪ শতাংশ ভোট দিতে আগ্রহী নন বলে জানিয়েছেন।
রাজনীতিতে জড়াতে চান না ৮২% তরুণ
জরিপে অংশ নেওয়া তরুণদের ৮২ দশমিক ৭ শতাংশই জানিয়েছেন, তারা রাজনীতিতে জড়াতে চান না।
মাত্র ১ দশমিক ৬ শতাংশ ইতিমধ্যে রাজনীতিতে সক্রিয়।
৮ দশমিক ৩ শতাংশ কিছুটা আগ্রহী এবং ৩ দশমিক ২ শতাংশ খুব আগ্রহী।
রাজনীতির প্রতি অনাগ্রহের প্রধান কারণ হিসেবে তারা রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও নীতির অভাব উল্লেখ করেছেন।
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান জানান, এই জরিপ রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি তরুণদের মনোভাব এবং ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক চিত্র বুঝতে সহায়ক হবে।
তিনি জানান, জরিপের পরবর্তী ধাপ ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বর মাসে পরিচালিত হবে।
---
সোমবার, ০৭ জুলাই ২০২৫
গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহনের সুযোগ পেলে মাত্র ১৫ দশমিক ০২ শতাংশ ভোট পেতে পারে— এমনটাই উঠে এসেছে দেশের তরুণদের মতামতের ভিত্তিতে পরিচালিত এক সাম্প্রতিক জরিপে।
দেশীয় গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) গত মে মাসে এই জরিপ পরিচালনা করে। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে সোমবার জরিপের ফল প্রকাশ করা হয়।
জরিপে অংশগ্রহণকারী ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণের মতামতের ভিত্তিতে এই ফলাফল উপস্থাপন করা হয়।
২০২৫ সালের ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের ৮টি বিভাগের ১৬টি জেলা এবং ৩২টি উপজেলায় এই জরিপ পরিচালনা করা হয়।
কোন দল কত ভোট পাবে—তরুণদের অভিমত:
* বিএনপি:৩৮.৭৬%, জামায়াতে ইসলামী:২১.৪৫%, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি):১৫.৮৪%, আওয়ামী লীগ:১৫.০২%, অন্যান্য ইসলামপন্থী দল: ৪.৫৯%, জাতীয় পার্টি: ৩.৭৭%,অন্যান্য দল: ০.৫৭৮%।
নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০.৮৯% মনে করেন আগামী নির্বাচন মোটামুটি অবাধ ও সুষ্ঠু হবে,২৭.৯১% খুবই আশাবাদী ১১.৯৩%, সম্পূর্ণ আশাবাদী, ১৩.২৩%, আংশিক আশাবাদী, ৬.০৪% একেবারেই আশাবাদী নন।
ভোটদানে আগ্রহ
ভোট দিতে ইচ্ছুক ৭৬ দশমিক ৭৮ শতাংশ তরুণ।
সিদ্ধান্তহীন ৫ দশমিক ০৯ শতাংশ।
১৩ দশমিক ৯৮ শতাংশ এখনও ভোটার নন।
৪ দশমিক ১৪ শতাংশ ভোট দিতে আগ্রহী নন বলে জানিয়েছেন।
রাজনীতিতে জড়াতে চান না ৮২% তরুণ
জরিপে অংশ নেওয়া তরুণদের ৮২ দশমিক ৭ শতাংশই জানিয়েছেন, তারা রাজনীতিতে জড়াতে চান না।
মাত্র ১ দশমিক ৬ শতাংশ ইতিমধ্যে রাজনীতিতে সক্রিয়।
৮ দশমিক ৩ শতাংশ কিছুটা আগ্রহী এবং ৩ দশমিক ২ শতাংশ খুব আগ্রহী।
রাজনীতির প্রতি অনাগ্রহের প্রধান কারণ হিসেবে তারা রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও নীতির অভাব উল্লেখ করেছেন।
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান জানান, এই জরিপ রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি তরুণদের মনোভাব এবং ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক চিত্র বুঝতে সহায়ক হবে।
তিনি জানান, জরিপের পরবর্তী ধাপ ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বর মাসে পরিচালিত হবে।
---