গণ–অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজমাঠে আয়োজিত উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ১৬-১৭ বছরে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। তিনি দাবি করেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের পক্ষের নন, বরং ভারতের লোক। তাঁর ভাষায়, আওয়ামী লীগ কোনোদিনই এ দেশের রাজনৈতিক দল ছিল না, বরং অন্য দেশের রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ছিল।
আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ছিল একটি মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে গণতন্ত্রের কোনো ছোঁয়া ছিল না। তাই সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে সঠিকভাবেই।
সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আরও বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ ভিন্নমত দমন করেছে, রাষ্ট্রদ্রোহীর তকমা দিয়েছে, সাইবার নিরাপত্তা আইনে বিরোধীদের গ্রেপ্তার করেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছে।
বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বহুমতের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি কখনো রাজনৈতিক বিরোধিতার কারণে কাউকে আক্রমণ করবে না। তাঁর ভাষায়, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাই গণতন্ত্রের সৌন্দর্য।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সেগুলো পরবর্তী জাতীয় সংসদে কার্যকর করা হবে।
চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হক। সঞ্চালনা করেন সদস্যসচিব মোবারক আলী। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।
রোববার, ২৪ আগস্ট ২০২৫
গণ–অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজমাঠে আয়োজিত উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ১৬-১৭ বছরে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। তিনি দাবি করেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের পক্ষের নন, বরং ভারতের লোক। তাঁর ভাষায়, আওয়ামী লীগ কোনোদিনই এ দেশের রাজনৈতিক দল ছিল না, বরং অন্য দেশের রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ছিল।
আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ছিল একটি মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে গণতন্ত্রের কোনো ছোঁয়া ছিল না। তাই সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে সঠিকভাবেই।
সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আরও বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ ভিন্নমত দমন করেছে, রাষ্ট্রদ্রোহীর তকমা দিয়েছে, সাইবার নিরাপত্তা আইনে বিরোধীদের গ্রেপ্তার করেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছে।
বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বহুমতের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি কখনো রাজনৈতিক বিরোধিতার কারণে কাউকে আক্রমণ করবে না। তাঁর ভাষায়, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাই গণতন্ত্রের সৌন্দর্য।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সেগুলো পরবর্তী জাতীয় সংসদে কার্যকর করা হবে।
চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হক। সঞ্চালনা করেন সদস্যসচিব মোবারক আলী। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।