বিএনপি জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বিতর্কিত বক্তব্যের কারণে তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি লিখিত জবাব জমা দেবেন বলে নোটিসে বলা হয়েছে।
রোববার ঢাকার ঠিকানায় বিশেষ বার্তা প্রেরকের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থি বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে।’’
ফজলুর রহমান ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের বিষয়ে বিভিন্ন জায়গায় মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলো আন্দোলনের মূল পরিকল্পনাকারী। সম্প্রতি একটি টকশোতে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ‘‘আপনি গণঅভ্যুত্থানের আত্মদানকারী শহীদদের সম্মানহানি করছেন এবং জনমনে বিভ্রান্তি তৈরি করছেন। আপনার বক্তব্য দলের আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি।’’
নোটিসে ফজলুর রহমানকে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নোটিস পাঠানোর পর তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
রোববার, ২৪ আগস্ট ২০২৫
বিএনপি জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বিতর্কিত বক্তব্যের কারণে তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি লিখিত জবাব জমা দেবেন বলে নোটিসে বলা হয়েছে।
রোববার ঢাকার ঠিকানায় বিশেষ বার্তা প্রেরকের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থি বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে।’’
ফজলুর রহমান ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের বিষয়ে বিভিন্ন জায়গায় মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলো আন্দোলনের মূল পরিকল্পনাকারী। সম্প্রতি একটি টকশোতে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ‘‘আপনি গণঅভ্যুত্থানের আত্মদানকারী শহীদদের সম্মানহানি করছেন এবং জনমনে বিভ্রান্তি তৈরি করছেন। আপনার বক্তব্য দলের আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি।’’
নোটিসে ফজলুর রহমানকে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নোটিস পাঠানোর পর তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।