দেশে মধ্যপন্থা ও উদারপন্থার রাজনীতিকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে বলে শঙ্কা তার। শুক্রবার,(২৯ আগস্ট ২০২৫) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটা ষড়যন্ত্র চলছে, সে ষড়যন্ত্রটা হচ্ছে, মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থার রাজনীতি, উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতি নিয়ে আসা। এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে।’ এ পরিস্থিতি মোকাবিলায় তিনি উদারপন্থী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নির্বাচন নিয়ে জনমনে কিছুটা শঙ্কা ও হতাশা রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি সব সময় যেটা বলি, নির্বাচন হবেই এবং যে সময়ের মধ্যে ঘোষণা দেয়া হয়েছে, সে সময়ের মধ্যেই হবে।’ নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যদি নির্বাচন বন্ধ করা হয় তাহলে এ জাতি প্রচণ্ডরূপে ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশের মানুষ একটি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য তারা বিএনপির দিকে তাকিয়ে আছে। যে ফ্যাসিবাদ দেশের অর্থনীতি, সমাজ, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে এগুলোর পরিবর্তন বিএনপি নিয়ে আসবে; এটা মানুষের আশা।’
এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, ‘আপনারা মনে করবেন না যে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন।’ দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্য ও ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে।’
যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তাদের সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে। বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে।’
আবদুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ড্যাবের সভাপতি জাহানারা লাইজু প্রমুখ।
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
দেশে মধ্যপন্থা ও উদারপন্থার রাজনীতিকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে বলে শঙ্কা তার। শুক্রবার,(২৯ আগস্ট ২০২৫) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটা ষড়যন্ত্র চলছে, সে ষড়যন্ত্রটা হচ্ছে, মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থার রাজনীতি, উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতি নিয়ে আসা। এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে।’ এ পরিস্থিতি মোকাবিলায় তিনি উদারপন্থী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নির্বাচন নিয়ে জনমনে কিছুটা শঙ্কা ও হতাশা রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি সব সময় যেটা বলি, নির্বাচন হবেই এবং যে সময়ের মধ্যে ঘোষণা দেয়া হয়েছে, সে সময়ের মধ্যেই হবে।’ নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যদি নির্বাচন বন্ধ করা হয় তাহলে এ জাতি প্রচণ্ডরূপে ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশের মানুষ একটি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য তারা বিএনপির দিকে তাকিয়ে আছে। যে ফ্যাসিবাদ দেশের অর্থনীতি, সমাজ, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে এগুলোর পরিবর্তন বিএনপি নিয়ে আসবে; এটা মানুষের আশা।’
এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, ‘আপনারা মনে করবেন না যে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন।’ দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্য ও ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে।’
যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তাদের সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে। বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে।’
আবদুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ড্যাবের সভাপতি জাহানারা লাইজু প্রমুখ।