ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তরুণরা আবারও রাস্তায় নামবে। তবে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করে নিজেদের আধিপত্য ধরে রাখতে সমাজে অস্থিতিশীলতা তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার,(৩০ আগস্ট ২০২৫) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ প্রজন্ম ৭১’ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সেলিমা রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ীই ভোট হবে এবং কোনো ধরনের পিআর পদ্ধতি চলতে দেয়া হবে না।
মানুষ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দেবে।’ নির্বাচনের পথে নানা রকম বাধা এলেও তা এদেশের তরুণ সমাজ অতিক্রম করবে বলে আশা তার।
বিএনপির বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে আমরা একটা কঠিন অবস্থায় আছি। এখনও স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির একটাই দাবি, আর তা হলো দ্রুত নির্বাচন আয়োজন করা।’
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান সেলিমা রহমান। তিনি বলেন, ‘নূরের অবস্থা খুব খারাপ। এই অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতির জন্য দায়ী কারা? এটা আপনাদের বুঝতে হবে।’
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তরুণরা আবারও রাস্তায় নামবে। তবে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করে নিজেদের আধিপত্য ধরে রাখতে সমাজে অস্থিতিশীলতা তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার,(৩০ আগস্ট ২০২৫) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ প্রজন্ম ৭১’ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সেলিমা রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ীই ভোট হবে এবং কোনো ধরনের পিআর পদ্ধতি চলতে দেয়া হবে না।
মানুষ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দেবে।’ নির্বাচনের পথে নানা রকম বাধা এলেও তা এদেশের তরুণ সমাজ অতিক্রম করবে বলে আশা তার।
বিএনপির বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে আমরা একটা কঠিন অবস্থায় আছি। এখনও স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির একটাই দাবি, আর তা হলো দ্রুত নির্বাচন আয়োজন করা।’
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান সেলিমা রহমান। তিনি বলেন, ‘নূরের অবস্থা খুব খারাপ। এই অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতির জন্য দায়ী কারা? এটা আপনাদের বুঝতে হবে।’