ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে পৃথক বৈঠক করেছেন। রোববার,(৩১ আগস্ট ২০২৫) বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমে জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দল, এরপর এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল এবং সবশেষ বিএনপির ৮ সদস্যের প্রতিনিধি দল সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন।
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, প্রধান উপদেষ্টার ‘আশ্বাসের’ কথা জানালেন ফখরুল
‘চাপে পড়ে’ প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণার অভিযোগ জামায়াতের
অন্তর্বর্তী সরকার কীভাবে নির্বাচন করবে, শঙ্কিত জামায়াত
গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি এনসিপির
বৈঠক শেষে বেরিয়ে রাতে যমুনার সমনে ব্রিফিংয়ে বিএনপি জানায়, আগামী ফ্রেব্রুয়ারির প্রথমআর্ধেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির সঙ্গে সরকারপ্রধানের কোন আলোচনা হয়নি।
বৈঠক শেষে বের হয়ে যমুনার সামনে পৃথক ব্রিফিংয়ে জামায়াত ও এনসপি- দুটি দলের নেতারাই জানিয়েছেন, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার, দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে প্রধান উপদেষ্টাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
লন্ডনে শুধু একটি দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে পুনরায় প্রশ্ন তুলেছে জামায়াত। গত ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপনের মতো ‘গুরুত্বপূর্ণ দিবসে’ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে জামায়াত।
দলটি বলছে, ওই ভাষণ প্রদান এবং ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করার নেপথ্যে প্রধান উপদেষ্টার ওপর চাপ ছিল বলে তারা মনে করে। তবে কে বা কারা এই চাপ দিয়েছে এ বিষয়ে দলটি কিছু বলেনি।
চাঁদাবাজি ‘নিয়ন্ত্রণ করতে না পারা’ অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে জাতীয় নির্বাচজন পরিচালনা করবে, জামায়াতের পক্ষ থেকে তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ।
এনসিপি বলছে, তারা জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন ‘গণপরিষদ নির্বাচন’ করার দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। রাষ্ট্রীয় সংস্থা থেকে নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে এনসিপি। গুমের সঙ্গে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে বৈঠকে।
আলোচনা ফলপ্রসু: বিএনপি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে রাতে যমুনার সমানে ব্রিফিং করে বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্ব হওয়ার সুযোগ নেই।’
আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন। ’
সাংবাদিকরে প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি।
জামায়াতের ‘নীলনকশার নির্বাচনের তত্ব¡’
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে জামায়াতের নেয়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সাংবাদিকদের বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য করণীয় এবং ষড়যন্ত্র মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন- সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন।
জামায়াতের এই নেতা বলেন, ‘একটা নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছি কিনা, এমন প্রশ্ন উঠেছে। লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণা- এটি নজিরবিহীন। সরকারের নিরপেক্ষতা ক্ষুণœ হয়েছে।’
বিষম্যবিরোধীদের প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপনের
দিনে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়া এবং ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণার প্রসঙ্গ টেনে আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘একইদিন বিকেলে আরেকটি টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে, কোনো একটি চাপে পড়ে ওইদিনই তাকে...নির্বাচনের তারিখ ঘোষণা দেয়া হয়েছে। দুটিই মেজর ইস্যু, একটি জুলাই ডিক্লারেশন-যেটি খুব ইম্পরট্যান্ট। সেদিনেই আরেকটি জাতীয় ভাষণ রাখার কী প্রয়োজন ছিল। এখানে কোনো একটি চাপ আছে বলে আমরা মনে করি।’
পরিকল্পিত নির্বাচন হলে গণতন্ত্রকামী মানুষদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সংকুচিত হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা।’
নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিমত নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই জানিয়ে আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘তবে নির্বাচনের কার্যকারিতার ব্যাপারে ভিন্নমত পোষণ করেছি।’
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করা ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, ‘কেউ শুধু উচ্চকক্ষে চায়, জামায়াতসহ অনেকে উভয়কক্ষে পিআর চায়। কেন্দ্র দখল ঠেকাতে এই নতুন পদ্ধতিতে নির্বাচন জরুরি। মেজরিটিকে অবজ্ঞা করে কারও চাপে নির্বাচনে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমাদের জন্য নির্বাচনে যাওয়া সংকুচিত হয়ে যাবে।’
দুয়েকটি দল জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে অভিযোগ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘প্রধান উপদেষ্টার কাছে আইনি ভিত্তির দাবি জানিয়েছে জামায়াত। জুলাই সনদের অধীনে নির্বাচন হতে হবে। বাস্তবায়ন না হলে জুলাই শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে।’
এই সরকার দখলদারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি জানিয়ে তিনি বলেন, ‘আগে এক গ্রুপ বাসস্ট্যান্ড দখলে নিয়েছে। এখন আরেক গ্রুপ নিয়েছে। এই সরকার কীভাবে নির্বাচন করবে, তা নিয়ে শঙ্কিত, কিছুটা উদ্বিগ্ন। মনে হচ্ছে, সরকার হাত-পা ছেড়ে দিয়েছে। সরকারকে এখন আরও কঠোর হতে হবে। এখনও এর থেকে উত্তরণ ঘটানো সম্ভব।’
আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘জুলাই সনদ, পিআর নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। তারা গণভোটে সিদ্ধান্ত নেবে। সরকারের উচিত স্টেকদের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া। রাজনৈতিক দলগুলোকেও নিজেদের মধ্যে আলোচনা করা উচিত।’
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘নুরের ওপর হামলার ষড়যন্ত্র গভীরে। সবার বিচার হতে হবে।’
আওয়ামী লীগের সহযোগি জাতীয় পার্টির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।’ অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদের দালালদের প্রশাসন থেকে সরানোর দাবি জানানো হয়েছে বলেও জানান এই জামায়াত নেতা।
*ফেব্রুয়ারিতে ১৮ হবে, তাদের ভোটাধিকার চায় এনসিপি*
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে যমুনার সমানে ব্রিফিং করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, ‘বিগত ৩টি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি।’
আদীব বলেন, ‘অনেকগুলো বিষয়ে বৈঠকে কথা হয়েছে। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়েছে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে।’
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগামি নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে করার এবং এরপর নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয়েছে।’ নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে বলেও তিনি জানান।
অভ্যুত্থানের এক বছর পরেও পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেয়া প্রবাসীদের আইনী সহায়তা দেয়ার দাবি জানানো হয়েছে।’
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘সরকারি সংস্থাগুলো তাদের পুরোনো কাঠামো ধরে রাখতে মরিয়া। নুরুল হক নুরের ওপর হামলা তার বড় প্রমাণ। এর আগেও গুমের সাথে এসব বাহিনীর লোকজন জড়িত ছিলো। এসব বন্ধ করতে হবে।’
গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সংস্থা নির্বাচনে প্রভাবিত করেছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।’
১০০ সংসদীয় আসনে যাতে সরাসরি নারীরা নির্বাচন করতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যাতে ভোট দিতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।’ তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
*জামায়াতের ৪*
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।
*এনসিপির যারা ৪*
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
*বিএনপির ৮*
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন।
###২১:২০###
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ৩১ আগস্ট ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে পৃথক বৈঠক করেছেন। রোববার,(৩১ আগস্ট ২০২৫) বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমে জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দল, এরপর এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল এবং সবশেষ বিএনপির ৮ সদস্যের প্রতিনিধি দল সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন।
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, প্রধান উপদেষ্টার ‘আশ্বাসের’ কথা জানালেন ফখরুল
‘চাপে পড়ে’ প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণার অভিযোগ জামায়াতের
অন্তর্বর্তী সরকার কীভাবে নির্বাচন করবে, শঙ্কিত জামায়াত
গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি এনসিপির
বৈঠক শেষে বেরিয়ে রাতে যমুনার সমনে ব্রিফিংয়ে বিএনপি জানায়, আগামী ফ্রেব্রুয়ারির প্রথমআর্ধেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির সঙ্গে সরকারপ্রধানের কোন আলোচনা হয়নি।
বৈঠক শেষে বের হয়ে যমুনার সামনে পৃথক ব্রিফিংয়ে জামায়াত ও এনসপি- দুটি দলের নেতারাই জানিয়েছেন, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার, দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে প্রধান উপদেষ্টাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
লন্ডনে শুধু একটি দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে পুনরায় প্রশ্ন তুলেছে জামায়াত। গত ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপনের মতো ‘গুরুত্বপূর্ণ দিবসে’ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে জামায়াত।
দলটি বলছে, ওই ভাষণ প্রদান এবং ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করার নেপথ্যে প্রধান উপদেষ্টার ওপর চাপ ছিল বলে তারা মনে করে। তবে কে বা কারা এই চাপ দিয়েছে এ বিষয়ে দলটি কিছু বলেনি।
চাঁদাবাজি ‘নিয়ন্ত্রণ করতে না পারা’ অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে জাতীয় নির্বাচজন পরিচালনা করবে, জামায়াতের পক্ষ থেকে তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ।
এনসিপি বলছে, তারা জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন ‘গণপরিষদ নির্বাচন’ করার দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। রাষ্ট্রীয় সংস্থা থেকে নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে এনসিপি। গুমের সঙ্গে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে বৈঠকে।
আলোচনা ফলপ্রসু: বিএনপি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে রাতে যমুনার সমানে ব্রিফিং করে বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্ব হওয়ার সুযোগ নেই।’
আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন। ’
সাংবাদিকরে প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি।
জামায়াতের ‘নীলনকশার নির্বাচনের তত্ব¡’
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে জামায়াতের নেয়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সাংবাদিকদের বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য করণীয় এবং ষড়যন্ত্র মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন- সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন।
জামায়াতের এই নেতা বলেন, ‘একটা নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছি কিনা, এমন প্রশ্ন উঠেছে। লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণা- এটি নজিরবিহীন। সরকারের নিরপেক্ষতা ক্ষুণœ হয়েছে।’
বিষম্যবিরোধীদের প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপনের
দিনে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়া এবং ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণার প্রসঙ্গ টেনে আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘একইদিন বিকেলে আরেকটি টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে, কোনো একটি চাপে পড়ে ওইদিনই তাকে...নির্বাচনের তারিখ ঘোষণা দেয়া হয়েছে। দুটিই মেজর ইস্যু, একটি জুলাই ডিক্লারেশন-যেটি খুব ইম্পরট্যান্ট। সেদিনেই আরেকটি জাতীয় ভাষণ রাখার কী প্রয়োজন ছিল। এখানে কোনো একটি চাপ আছে বলে আমরা মনে করি।’
পরিকল্পিত নির্বাচন হলে গণতন্ত্রকামী মানুষদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সংকুচিত হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা।’
নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিমত নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই জানিয়ে আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘তবে নির্বাচনের কার্যকারিতার ব্যাপারে ভিন্নমত পোষণ করেছি।’
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করা ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, ‘কেউ শুধু উচ্চকক্ষে চায়, জামায়াতসহ অনেকে উভয়কক্ষে পিআর চায়। কেন্দ্র দখল ঠেকাতে এই নতুন পদ্ধতিতে নির্বাচন জরুরি। মেজরিটিকে অবজ্ঞা করে কারও চাপে নির্বাচনে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমাদের জন্য নির্বাচনে যাওয়া সংকুচিত হয়ে যাবে।’
দুয়েকটি দল জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে অভিযোগ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘প্রধান উপদেষ্টার কাছে আইনি ভিত্তির দাবি জানিয়েছে জামায়াত। জুলাই সনদের অধীনে নির্বাচন হতে হবে। বাস্তবায়ন না হলে জুলাই শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে।’
এই সরকার দখলদারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি জানিয়ে তিনি বলেন, ‘আগে এক গ্রুপ বাসস্ট্যান্ড দখলে নিয়েছে। এখন আরেক গ্রুপ নিয়েছে। এই সরকার কীভাবে নির্বাচন করবে, তা নিয়ে শঙ্কিত, কিছুটা উদ্বিগ্ন। মনে হচ্ছে, সরকার হাত-পা ছেড়ে দিয়েছে। সরকারকে এখন আরও কঠোর হতে হবে। এখনও এর থেকে উত্তরণ ঘটানো সম্ভব।’
আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘জুলাই সনদ, পিআর নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। তারা গণভোটে সিদ্ধান্ত নেবে। সরকারের উচিত স্টেকদের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া। রাজনৈতিক দলগুলোকেও নিজেদের মধ্যে আলোচনা করা উচিত।’
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘নুরের ওপর হামলার ষড়যন্ত্র গভীরে। সবার বিচার হতে হবে।’
আওয়ামী লীগের সহযোগি জাতীয় পার্টির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।’ অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদের দালালদের প্রশাসন থেকে সরানোর দাবি জানানো হয়েছে বলেও জানান এই জামায়াত নেতা।
*ফেব্রুয়ারিতে ১৮ হবে, তাদের ভোটাধিকার চায় এনসিপি*
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে যমুনার সমানে ব্রিফিং করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, ‘বিগত ৩টি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি।’
আদীব বলেন, ‘অনেকগুলো বিষয়ে বৈঠকে কথা হয়েছে। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়েছে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে।’
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগামি নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে করার এবং এরপর নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয়েছে।’ নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে বলেও তিনি জানান।
অভ্যুত্থানের এক বছর পরেও পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেয়া প্রবাসীদের আইনী সহায়তা দেয়ার দাবি জানানো হয়েছে।’
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘সরকারি সংস্থাগুলো তাদের পুরোনো কাঠামো ধরে রাখতে মরিয়া। নুরুল হক নুরের ওপর হামলা তার বড় প্রমাণ। এর আগেও গুমের সাথে এসব বাহিনীর লোকজন জড়িত ছিলো। এসব বন্ধ করতে হবে।’
গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সংস্থা নির্বাচনে প্রভাবিত করেছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।’
১০০ সংসদীয় আসনে যাতে সরাসরি নারীরা নির্বাচন করতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যাতে ভোট দিতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।’ তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
*জামায়াতের ৪*
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।
*এনসিপির যারা ৪*
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
*বিএনপির ৮*
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন।
###২১:২০###