নাসিক নির্বাচন
নির্বাচনী গণসংযোগে তৈমুর আলম খন্দকার । ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের বাড়িতে অভিযান চালানোর অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে শহরের মিশনপাড়া এলাকার বাড়িতে অভিযান চালানো হয় বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, নির্বাচনী এজেন্ট এ টি এম কামাল যে গাড়ি ব্যবহারের অনুমতি পেয়েছিলেন, সেই গাড়ির চালককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন তুলে তৈমুর বলেন, প্রধান নির্বাচনী এজেন্টের গাড়ির চালককে তুলে নিয়ে গেলে কামাল কীভাবে দায়িত্ব পালন করবেন?
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম তৈমুরের অভিযোগ প্রসঙ্গে বলেন, পুলিশ কোথাও অভিযান চালায়নি। কাউকে আটকও করেনি। স্বতন্ত্র প্রার্থী তো অনেক কথাই বলছেন, কিন্তু কোনো কথার প্রমাণ দিতে পারছেন না।
নাসিক নির্বাচন
নির্বাচনী গণসংযোগে তৈমুর আলম খন্দকার । ফাইল ছবি
শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের বাড়িতে অভিযান চালানোর অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে শহরের মিশনপাড়া এলাকার বাড়িতে অভিযান চালানো হয় বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, নির্বাচনী এজেন্ট এ টি এম কামাল যে গাড়ি ব্যবহারের অনুমতি পেয়েছিলেন, সেই গাড়ির চালককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন তুলে তৈমুর বলেন, প্রধান নির্বাচনী এজেন্টের গাড়ির চালককে তুলে নিয়ে গেলে কামাল কীভাবে দায়িত্ব পালন করবেন?
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম তৈমুরের অভিযোগ প্রসঙ্গে বলেন, পুলিশ কোথাও অভিযান চালায়নি। কাউকে আটকও করেনি। স্বতন্ত্র প্রার্থী তো অনেক কথাই বলছেন, কিন্তু কোনো কথার প্রমাণ দিতে পারছেন না।