ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা । ছবি: সংগৃহীত
রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে রুম থেকে টেনেহিঁচড়ে বের করে নির্যাতনের অভিযোগে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে এ মামলা করেন জান্নাতুল ফেরদৌসী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর লালবাগ থানাকে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় অন্য আসামিরা হলেন কলেজ ছাত্রলীগের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি।
আদালতের পেশকার তহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন নূর-ই আলম। তাকে সহযোগিতা করেন আইনজীবী আমির আলী, আনোয়ার হোসেন মনির, সরকার রাশেদুল ইসলাম, আবুল কালাম ও মাজেদুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আসামি আনিকা তাবাসুম স্বর্ণাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদী জান্নাতুল ফেরদৌসের কক্ষে ঢুকে অশালীন ভাষায় গালিগালাজ করে তাকে খুঁজতে থাকেন। কিন্তু তাকে না পেয়ে আসবাবপত্র ‘ভাঙচুর’ করেন এবং কক্ষে থাকা ২০ হাজার টাকা ও ব্যবহৃত ল্যাপটপ নিয়ে যান।
খবর পেয়ে জান্নাত রুমে যাওয়ার পথে রিভা-রাজিয়াসহ আট আসামি তাকে ঘিরে ধরেন এবং চুলের মুঠি ধরে টেনে হিচড়ে গেস্ট রুমের পাশে নিয়ে যান। সাংবাদিকের কাছে আসামিদের কু-কর্মের কথা বলার কারণ জিজ্ঞাসা করে তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে আসামিরা ভুক্তভোগী জান্নাতুলকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মাথি মেরে বিভিন্নস্থানে জখম করেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে জান্নাতুল ফেরদৌসীকে হেনস্তা ও মারধরের অভিযোগে তামান্না ও রাজিয়াকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ। পরদিন রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। দফায় দফায় সংঘর্ষের পর ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। এ ঘটনায় সহসভাপতিসহ ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা । ছবি: সংগৃহীত
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে রুম থেকে টেনেহিঁচড়ে বের করে নির্যাতনের অভিযোগে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে এ মামলা করেন জান্নাতুল ফেরদৌসী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর লালবাগ থানাকে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় অন্য আসামিরা হলেন কলেজ ছাত্রলীগের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি।
আদালতের পেশকার তহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন নূর-ই আলম। তাকে সহযোগিতা করেন আইনজীবী আমির আলী, আনোয়ার হোসেন মনির, সরকার রাশেদুল ইসলাম, আবুল কালাম ও মাজেদুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আসামি আনিকা তাবাসুম স্বর্ণাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদী জান্নাতুল ফেরদৌসের কক্ষে ঢুকে অশালীন ভাষায় গালিগালাজ করে তাকে খুঁজতে থাকেন। কিন্তু তাকে না পেয়ে আসবাবপত্র ‘ভাঙচুর’ করেন এবং কক্ষে থাকা ২০ হাজার টাকা ও ব্যবহৃত ল্যাপটপ নিয়ে যান।
খবর পেয়ে জান্নাত রুমে যাওয়ার পথে রিভা-রাজিয়াসহ আট আসামি তাকে ঘিরে ধরেন এবং চুলের মুঠি ধরে টেনে হিচড়ে গেস্ট রুমের পাশে নিয়ে যান। সাংবাদিকের কাছে আসামিদের কু-কর্মের কথা বলার কারণ জিজ্ঞাসা করে তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে আসামিরা ভুক্তভোগী জান্নাতুলকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মাথি মেরে বিভিন্নস্থানে জখম করেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে জান্নাতুল ফেরদৌসীকে হেনস্তা ও মারধরের অভিযোগে তামান্না ও রাজিয়াকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ। পরদিন রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। দফায় দফায় সংঘর্ষের পর ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। এ ঘটনায় সহসভাপতিসহ ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।