alt

রাজনীতি

অনাগ্রহের নির্বাচনে উত্তাপ

সংবাদ অনলাইন ডেস্ক : বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩

বিএনপির ছেড়ে দেয়া সংসদীয় ছয়টি আসনে বুধবার (১ ফেব্রুয়ারি) উপনির্বাচনের ভোট হয়েছে। নিজেদের প্রার্থী না দিয়ে প্রতিপক্ষকে সমর্থন, জোট শরীকদের আসন ছেড়ে দেয়া, দল ছেড়ে এসে প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থী ‘নিখোঁজ’ হওয়া, হিরো আলমের প্রার্থিতা বাতিল ও ফিরে পাওয়াসহ নানা কারণে আলোচনা এবং উত্তাপ ছিল এই উপনির্বাচনে।

তবে ভোটের দিন ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখায়নি বেশিরভাগ ভোটার। ফলে অনেক কেন্দ্রে দীর্ঘ সময় অলস বসে কাটিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন গোলযোগ, প্রভাব খাটানো এবং অনিয়মের খবর পাওয়া গেছে।

দুটি আসন ১৪ দলীয় জোট শরীকদের ছেড়ে দিয়ে, একটি আসন উন্মুক্ত রেখে তিনটি আসনে দলীয় প্রার্থী দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। নৌকার প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীরা।

ভোটার উপস্থিতি কম, এটা স্বীকার করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের অনুমান, ছয় আসনের উপনির্বাচনের ভোটে গড়ে ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়েছে। তবে কমিশনের দাবি, সুষ্ঠু নির্বাচন হয়েছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী ৩টি আসনে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ছেড়ে আসা স্বতন্ত্র প্রাথী, একটিতে জাসদ এবং একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ছেড়ে আসা উকিল সাত্তারের জয়লাভ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে বিএনপি ছেড়ে আসা স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মোট ১৩২ কেন্দ্রের ফলাফল অনুযায়ী, উকিল আবদুস সাত্তার কলার ছড়ি প্রতীকে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আবদুল হামিদ ভাসানী লাঙল প্রতীকে পান ৯ হাজার ৫৮০ ভোট। ক্ষমতাসীন আওয়ামী লীগ এই আসনে কোন প্রার্থী দেয়নি।

এদিকে ভোট না দিয়ে কেন্দ্র ছেড়ে চলে যান ব্রাহ্মণবাড়িয়ার ‘নিখোঁজ’ প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুননিছা মেহেরীন। আবু আসিফ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। স্থানীয় সূত্রে জানা যায়, তিনিই আবদুস সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।

স্থানীয় প্রতিনিধি জানান, বুধবার দুপুর একটার পর আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মেহেরুন বললেন, ‘অসুস্থ নির্বাচন’। ‘ফিঙ্গার রেখে অন্যরা ভোট চেপে দিচ্ছে। যতটুকু খবর পেয়েছি, সব কেন্দ্রেই এমন হচ্ছে এবং আমার কর্মীদের বের করে দিচ্ছে।’ এই নির্বাচন স্থগিত করার দাবিও তোলেন তিনি।

বিকেলে আশুগঞ্জ উপজেলার বাজার এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেহেরুন নিছা বলেন, ভোটকেন্দ্রে অনুপস্থিতি থেকে জনগণ নীরব প্রতিবাদ জানিয়েছেন। এই নির্বাচন এমনিতেই প্রশ্নবিদ্ধ। নতুন করে ইসির কাছে আবেদন জানানোর কিছুই নেই। ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন ভোটার, ভোট দিয়েছেন আরেকজন। হাতেনাতে এটি ধরার পরও যেহেতু নির্বাচন বন্ধ হয়নি বা স্থগিত হয়নি, তাই এখানে নির্বাচন মেনে নেয়া না নেয়ার কিছুই নেই।

প্রধানমন্ত্রীর কাছে স্বামী আবু আসিফকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে মেহেরুননিছা বলেন, ‘এমপি (সংসদ সদস্য) নির্বাচনে এযাবৎকালে এত কম ভোট পড়েনি। কোন কেন্দ্রে ৭টি, কোন কেন্দ্রে ২০টি ভোট পড়েছে। এই নির্বাচন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।’

বগুড়ায় দুটি আসনেই হারলেন হিরো আলম

ভোটের ফলাফলে একটি আসনে অনেকক্ষণ (অর্ধেক কেন্দ্রের ফল) এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুটি আসনেই হেরে গেলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোট গণনা শেষে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ফল ঘোষণার শুরুতে দেখা যায়, বগুড়া-৪ আসনে জাসদের প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন হিরো আলম। মোট কেন্দ্রের অর্ধেক আসনের ফল ঘোষণা পর্যন্ত এগিয়ে ছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন এই আসনে জয়লাভ করেন। ১৪ দলীয় জোট শরীক জাসদের বিরুদ্ধে এই আসনে প্রার্থী দেয় জোটের নিয়ন্ত্রক আওয়ামী লীগ।

তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম একতারা প্রতীকে পান ১৯ হাজার ৫৭১ ভোট।

প্রথমদিকে ৬৩ কেন্দ্রের ফলে হিরো আলম প্রায় দুই হাজারের বেশি ভোটে এগিয়ে থাকলে ১১২ কেন্দ্রে ভোট গণনায় ৮৩৪ ভোটে পরাজিত হন এই স্বতন্ত্র প্রার্থী।

বগুড়া-৬ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুুল মান্নান পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট। এই আসনে চার হাজার ২৩৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার আবদুল ওদুদ জয়ী

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদ ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার জিয়াউর রহমানের জয়লাভ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মু. জিয়াউর রহমান নৌকা প্রতীকে ৯৫ হাজার ৯৯০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী স্বতন্ত্র মোহাম্মদ আলী সরকার (আপেল) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৯১ ভোট। এদিকে আওয়ামী লীগের অন্য বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মু. খুরশিদ আলম বাচ্চু পেয়েছেন ১৪ হাজার ৩০৯ ভোট, জাতীয় পার্টির অধ্যক্ষ আবদুর রাজ্জাক (লাঙল) পেয়েছেন তিন হাজার ৬১ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনে লাঙলের হাফিজ জয়ী

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। নির্বাচনে ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।

ছবি

গ্রহণযোগ্য নির্বাচন : ইইউ ‘আশ্বস্ত’, ‘বিশ্বাস’ সিইসির

সাবেক ৫ এমপিসহ ২৩০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা

জাপায় ‘জটিলতা’ কাটছে না, ‘মিরাকলের’ অপেক্ষায় নেতারা

ছবি

ক্রিকেটার সাকিব হলেন নৌকার মাঝি, বললেন রাজনীতিতে একদম ক্লাস ওয়ানের ছাত্র

ছবি

ঝালকাঠি-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মনিরুজ্জামান মনির

ছবি

ছাত্রদলের সাবেক সভাপতি খোকন দুই দিনের রিমান্ডে

ছবি

ভোট ঠেকাতে নাশকতা, আমেরিকা নীরব কেন প্রশ্ন কাদেরের

ছবি

সংবিধান মেনেই জাতীয় সংসদ নির্বাচন হবেঃ হানিফ

ছবি

এবার নির্বাচনে ঘোষণা দিয়েছেন ডামি ক্যান্ডিডেট রাখার জন্য: প্রতিমন্ত্রী ফরহাদ

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জয়াসেন

ছবি

সংসদ নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে রিট

ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে সজীব ওয়াজেদ জয়ের ইস্তফা

ছবি

তফসিল পরিবর্তন আমরা সমর্থন করব না : ওবায়দুল কাদের

ছবি

দেশের মানুষ ধ্বংসাত্মক রাজনীতিকে পরিহার করেছে : পররাষ্ট্রমন্ত্রী

ছবি

সোনারাগাঁয়ে মালবাহী ট্রাকে আগুন হেলপার দগ্ধ

ছবি

ভোটার আইডি জালিয়াতি করে বিএনপি নেতাদের নামে মনোনয়ন তোলা হচ্ছে : রিজভী

ছবি

মনোনয়নের চিত্র দেখে 'কৌশল সাজাবে' আ'লীগ

লিবারেল ইসলামিক জোটের ১২১ প্রার্থীর নাম ঘোষণা

ছবি

‘ধর’ বললে ৫ মিনিটের মধ্যে বিএনপির প্রতিটা বাড়িতে হামলা হবে : শামীম ওসমান

নির্বাচন নিয়ে চরমোনাই পীরের তিন প্রস্তাব

ছবি

নাশকতার মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মীর কারাদন্ড

আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

জাসদের মনোনয়নপত্র নিলেন ১৮৯ জন, জোট থেকে ছাড় চায় ৫ আসনে

ছবি

নরসিংদী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আলতামাশ কবির

জামালপুরে আ.লীগ নেতা রেজনু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন

কক্সবাজারে আ.লীগের ৪ জনসহ ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছবি

মির্জা আজমের বিরুদ্ধে ফেসবুক পোস্ট, মারুফার ব্যাখ্যা চাইলো জেলা কমিটি

ছবি

আ.লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে সমঝোতা হচ্ছে বলে জানালেন জাসদ নেত্রী শিরীন আখতার

ছবি

গরু ছাগলের মতো যারা বিক্রি হচ্ছে তারা ভণ্ড : কাজী জাফর উল্যাহ

ছবি

ফজলে করিম: বিশাল কর্মীবাহিনী নিয়ে মনোয়নপত্র জমা দিলেন

ছবি

তারেকের নেতৃত্ব মানতে না পেরে বিএনপি নেতারা ভোটে আসছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি

১৪ দলীয় জোটের ভিত্তিতে আওয়ামী লীগ নির্বাচন করবে: হানিফ

ছবি

বিএনপির কারা ভোটে আসছে,কারা আসছেন না জানা যাবে ৩০ নভেম্বর

ছবি

বিএনপির লজ্জাও হারিয়ে গেছে: তথ্যমন্ত্রী

ছবি

নির্বাচনের তফসিল বাতিল চায় ইসলামী আন্দোলন

ছবি

সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ : কাদের

tab

রাজনীতি

অনাগ্রহের নির্বাচনে উত্তাপ

সংবাদ অনলাইন ডেস্ক

বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩

বিএনপির ছেড়ে দেয়া সংসদীয় ছয়টি আসনে বুধবার (১ ফেব্রুয়ারি) উপনির্বাচনের ভোট হয়েছে। নিজেদের প্রার্থী না দিয়ে প্রতিপক্ষকে সমর্থন, জোট শরীকদের আসন ছেড়ে দেয়া, দল ছেড়ে এসে প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থী ‘নিখোঁজ’ হওয়া, হিরো আলমের প্রার্থিতা বাতিল ও ফিরে পাওয়াসহ নানা কারণে আলোচনা এবং উত্তাপ ছিল এই উপনির্বাচনে।

তবে ভোটের দিন ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখায়নি বেশিরভাগ ভোটার। ফলে অনেক কেন্দ্রে দীর্ঘ সময় অলস বসে কাটিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন গোলযোগ, প্রভাব খাটানো এবং অনিয়মের খবর পাওয়া গেছে।

দুটি আসন ১৪ দলীয় জোট শরীকদের ছেড়ে দিয়ে, একটি আসন উন্মুক্ত রেখে তিনটি আসনে দলীয় প্রার্থী দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। নৌকার প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীরা।

ভোটার উপস্থিতি কম, এটা স্বীকার করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের অনুমান, ছয় আসনের উপনির্বাচনের ভোটে গড়ে ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়েছে। তবে কমিশনের দাবি, সুষ্ঠু নির্বাচন হয়েছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী ৩টি আসনে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ছেড়ে আসা স্বতন্ত্র প্রাথী, একটিতে জাসদ এবং একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ছেড়ে আসা উকিল সাত্তারের জয়লাভ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে বিএনপি ছেড়ে আসা স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মোট ১৩২ কেন্দ্রের ফলাফল অনুযায়ী, উকিল আবদুস সাত্তার কলার ছড়ি প্রতীকে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আবদুল হামিদ ভাসানী লাঙল প্রতীকে পান ৯ হাজার ৫৮০ ভোট। ক্ষমতাসীন আওয়ামী লীগ এই আসনে কোন প্রার্থী দেয়নি।

এদিকে ভোট না দিয়ে কেন্দ্র ছেড়ে চলে যান ব্রাহ্মণবাড়িয়ার ‘নিখোঁজ’ প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুননিছা মেহেরীন। আবু আসিফ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। স্থানীয় সূত্রে জানা যায়, তিনিই আবদুস সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।

স্থানীয় প্রতিনিধি জানান, বুধবার দুপুর একটার পর আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মেহেরুন বললেন, ‘অসুস্থ নির্বাচন’। ‘ফিঙ্গার রেখে অন্যরা ভোট চেপে দিচ্ছে। যতটুকু খবর পেয়েছি, সব কেন্দ্রেই এমন হচ্ছে এবং আমার কর্মীদের বের করে দিচ্ছে।’ এই নির্বাচন স্থগিত করার দাবিও তোলেন তিনি।

বিকেলে আশুগঞ্জ উপজেলার বাজার এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেহেরুন নিছা বলেন, ভোটকেন্দ্রে অনুপস্থিতি থেকে জনগণ নীরব প্রতিবাদ জানিয়েছেন। এই নির্বাচন এমনিতেই প্রশ্নবিদ্ধ। নতুন করে ইসির কাছে আবেদন জানানোর কিছুই নেই। ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন ভোটার, ভোট দিয়েছেন আরেকজন। হাতেনাতে এটি ধরার পরও যেহেতু নির্বাচন বন্ধ হয়নি বা স্থগিত হয়নি, তাই এখানে নির্বাচন মেনে নেয়া না নেয়ার কিছুই নেই।

প্রধানমন্ত্রীর কাছে স্বামী আবু আসিফকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে মেহেরুননিছা বলেন, ‘এমপি (সংসদ সদস্য) নির্বাচনে এযাবৎকালে এত কম ভোট পড়েনি। কোন কেন্দ্রে ৭টি, কোন কেন্দ্রে ২০টি ভোট পড়েছে। এই নির্বাচন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।’

বগুড়ায় দুটি আসনেই হারলেন হিরো আলম

ভোটের ফলাফলে একটি আসনে অনেকক্ষণ (অর্ধেক কেন্দ্রের ফল) এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুটি আসনেই হেরে গেলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোট গণনা শেষে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ফল ঘোষণার শুরুতে দেখা যায়, বগুড়া-৪ আসনে জাসদের প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন হিরো আলম। মোট কেন্দ্রের অর্ধেক আসনের ফল ঘোষণা পর্যন্ত এগিয়ে ছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন এই আসনে জয়লাভ করেন। ১৪ দলীয় জোট শরীক জাসদের বিরুদ্ধে এই আসনে প্রার্থী দেয় জোটের নিয়ন্ত্রক আওয়ামী লীগ।

তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম একতারা প্রতীকে পান ১৯ হাজার ৫৭১ ভোট।

প্রথমদিকে ৬৩ কেন্দ্রের ফলে হিরো আলম প্রায় দুই হাজারের বেশি ভোটে এগিয়ে থাকলে ১১২ কেন্দ্রে ভোট গণনায় ৮৩৪ ভোটে পরাজিত হন এই স্বতন্ত্র প্রার্থী।

বগুড়া-৬ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুুল মান্নান পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট। এই আসনে চার হাজার ২৩৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার আবদুল ওদুদ জয়ী

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদ ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার জিয়াউর রহমানের জয়লাভ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মু. জিয়াউর রহমান নৌকা প্রতীকে ৯৫ হাজার ৯৯০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী স্বতন্ত্র মোহাম্মদ আলী সরকার (আপেল) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৯১ ভোট। এদিকে আওয়ামী লীগের অন্য বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মু. খুরশিদ আলম বাচ্চু পেয়েছেন ১৪ হাজার ৩০৯ ভোট, জাতীয় পার্টির অধ্যক্ষ আবদুর রাজ্জাক (লাঙল) পেয়েছেন তিন হাজার ৬১ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনে লাঙলের হাফিজ জয়ী

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। নির্বাচনে ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।

back to top