alt

রাজনীতি

নরসিংদীতে ছাত্রদলের শোভাযাত্রায় গুলি

আরও একজনের মৃত্যু

প্রতিনিধি, নরসিংদী : শুক্রবার, ২৬ মে ২০২৩

নরসিংদীতে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুইজন আহত হয়। দুইজনের মধ্যে একজন গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়। নিহতের নাম সাদেকুর রহমান (৩২)। অন্যজন আহত আশরাফুল হক (২২) শুক্রবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিক্ষোভ মিছিল হয়। নরসিংদী শহর এখন উত্তপ্ত।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা নরসিংদী শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এতে অন্তত ৫০টি মোটরসাইকেলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। শহরের বিভিন্নস্থান প্রদক্ষিণের পর জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের দিকে যাচ্ছিল শোভাযাত্রাটি। এ সময় হঠাৎ মিছিলে গুলি ছুড়ে দুর্বৃৃত্তরা।

এ সময় গুলিবিদ্ধ সাদেকুর রহমান ও আশরাফুল হককে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢামেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্য আহত আশরাফুল হক শুক্রবার সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত সাদেকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী শহরের হাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে এবং আশরাফুল হক জেলা ছাত্রদলের কর্মী ও নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার নাজমুল হকের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকায় হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের বাড়ীতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে সাদেকুর রহমানের সমর্থকরা।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা ও সদ্য বহিষ্কৃত ছাত্র দলের সহ-সভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের নির্দেশে আমাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা ও গুলির ঘটনা ঘটেছে। আমরা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টন্তমূলক শাস্তি চাই।

উল্লেখ্য গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ। দীর্ঘ ১২ বছর পর ঘোষিত ওই কমিটিতে সিদ্দিকুর রহমানকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন মাইন উদ্দিন ভূঁইয়া। প্রত্যাশিত পদ না পাওয়ায় তার কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। এমনকি কমিটি ঘোষণার পর রাতেই পদবঞ্চিত নেতাদের ২০-২৫ জন সমর্থক জেলা বিএনপি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে শতাধিক প্লাস্টিকের চেয়ার, ব্যানার, প্রচারপত্র ও ফেস্টুনে আগুন লাগিয়ে দেন এবং ইটপাটকেল ছুড়ে কার্যালয়টির জানালার কাচ ভাঙচুর করেন। ৩০ জানুয়ারি বিকেলে ওই স্থানেই খায়রুল কবির খোকনের কুশপুত্তলিকা পোড়ান তারা। পরবর্তী সময়ে কয়েক দফা কমিটি বাতিলের দাবিতে তারা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ১১ ফেব্রুয়ারি সকালে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে খায়রুল কবির খোকনের গাড়িবহরে গুলি ও ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটে। এসব ঘটনার কারণে গত ১২ ফেব্রুয়ারি মাইন উদ্দিনসহ তিন ছাত্রদল নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

বহিস্কারের পর পদবঞ্চিত ছাত্রদল নেতারা থেমে থাকেনি। তাদের প্রত্যাশিত পদ পাওয়ার জন্য তারা শহরে একের পর এক মোটরসাইকেল শোভাযাত্রা ও আন্দোলন করেই যাচ্ছিল। আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল কার্যালয়টিতে হামলা চালিয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল ছোড়েন তারা। গত ২০ মে দুপুরে পুনরায় ইটপাটকেল ছুড়ে জেলা বিএনপির কার্যালয়টির কাঁচ ভাঙচুর করে। সবশেষ গত বৃহস্পতিবার বিকেলে ৫০টি মোটরসাইল নিয়ে শতাধিক ছাত্রদলের নেতাকর্মী বিএনপির অস্থায়ী কার্যালয়ের দিকে গেলে মিছিলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন জানান, ‘জেলা ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পর থেকে পুলিশের আশ্রয়-প্রশ্রয়ে তারা আমাদের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। এখন তারা নিজেরা নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে বলছে।’

এ ব্যাপারে পদবঞ্চিত নামপ্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একজন নেতা বলেন, জেলায় বর্তমান পরিস্থিতির জন্য জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন নিজেই দায়ী। তার মনগড়া কমিটি ঘোষণার কারণেই আজ নরসিংদীর এ ভয়াবহ অবস্থা। মানুষ মরছে, ভাঙচুর ও অগ্নিসংযোগ হচ্ছে।

এদিকে নিহত ছাদেকুর রহমানের নামাজে জানাজা শুক্রবার বাদ আছর বাদুয়ারচর দারুল উলুম ইসলামী এতিম খানা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাজীপুর কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় নরসিংদী শহরে থম থমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। শহরের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। অভিজ্ঞ মহল বলছেন, যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া সঙ্গে বার বার মোবাইল ফোন যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় সাংবাদিকদেরকে এ ব্যাপারে কোন তথ্য পুলিশ দেয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যায় সাড়ে ৬টা) মামলা হয়নি। নিহত আশরাফুল হকের লাশ এখন নরসিংদীতে পৌঁছায়নি বলে জানান তার পরিবারের সদস্যরা।

ছবি

শুধু উন্নয়ন করলেই হবে না, পরিকল্পিত এবং টেকশই উন্নয়ন প্রয়োজন : আনোয়ারুজ্জামান চৌধুরী

ছবি

ব্যবসাবান্ধব নগরী গড়তে চাই -নজরুল ইসলাম বাবুল

রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটিতে বিদ্রোহ

ছবি

দেখতে দেখতে ১৪ বছর, বিএনপির আন্দোলন কোন বছর : কাদের

নোয়াখালীতে ডিজিটার নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার

ছবি

নির্যাতনকারীদের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি গঠন

ছবি

মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণায় আনোয়ারুজ্জামান চৌধুরী

ছবি

আমেরিকার ভিসা ইস্যু বাংলাদেশের জন্য লজ্জাকর এবং অপমানের - কাদের সিদ্দিকী

ছবি

এবার ঘুরে দাঁড়াবার বাজেট : ওবায়দুল কাদের

ছবি

ভারতে ট্রেন দুর্ঘটনায় জাপা চেয়ারম্যানের শোক

আবারও ‘গোঁজামিলের’ বাজেট : ফখরুল

নগরবাসীর খেদমত করতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি -নজরুল ইসলাম বাবুল

ছবি

সংকট থেকে বেরিয়ে আসার বাজেট দিতে সরকার ব্যর্থ হয়েছে : মির্জা ফখরুল

সিলেটে জাতীয় পার্টির সমর্থকের ওপর হামলার অভিযোগ

ছবি

বিসিসি নির্বাচন: প্রার্থী হওয়া বিএনপির ১৯ জনকে শো-কজ

ছবি

বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়: আনিসুল হক

ছবি

গরিবের বেঁচে থাকার নির্দেশনা নেই বাজেটে : জিএম কাদের

সিলেটে প্রতিক পেয়েই প্রচারনায় আনোয়ারুজ্জামান

ছবি

জনগণের রক্ত শুষে নিচ্ছে সরকার : রিজভী

ছবি

এই বাজেট ‘জনবান্ধবহীন’ : জিএম কাদের

ছবি

ঋণ করে ঘি খাওয়ার বোঝা জনগণকে বইতে হবে : আমীর খসরু

ছবি

এটি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট : ওবায়দুল কাদের

ছবি

আওয়ামী লীগ কখনও ফাঁকা মাঠে গোল দেয়নি : কাদের

ছবি

বিএনপিপন্থি আইনজীবীদের নামে থানায় জিডি, ফের ধাক্কাধাক্কি

ছবি

তারেক–জোবাইদার মামলা: আজও হট্টগোল আদালতে

সিলেটে ১৯টি ওয়ার্ডে জামায়াতের ২০ নেতাকর্মী কাউন্সিলর প্রার্থী

ছবি

ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সরকার : মির্জা ফখরুল

সিলেটে সাধারণ ওয়ার্ডে একমাত্র নারী কাউন্সিলর প্রার্থী শাহনাজ

নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী ঘড়ে তুলতে চাই : আনোয়ারুজ্জামান চৌধুরী

বিএনপি নেতা টুকুর ৯, আমানের ১৩ বছরের কারাদণ্ড বহাল

ছবি

সিলেটে আচরণবিধি লঙ্ঘন: আনোয়ারুজ্জামান ও বাবুলকে কারণ দর্শানো নোটিশ

ছবি

মার্কিন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের দুশ্চিন্তার কারণ নেই : কাদের

ছবি

নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে আন্দোলন দমন করতে চায় সরকার : মির্জা ফখরুল

ছবি

টুকু-আমানের আপিল খারিজ, সাজা বহাল

ছবি

কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে ডিএমপিতে আটক ৪ জামায়াত নেতা

ছবি

জাতির ক্রান্তিকালে জিয়ার সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয় : বিএনপি

tab

রাজনীতি

নরসিংদীতে ছাত্রদলের শোভাযাত্রায় গুলি

আরও একজনের মৃত্যু

প্রতিনিধি, নরসিংদী

শুক্রবার, ২৬ মে ২০২৩

নরসিংদীতে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুইজন আহত হয়। দুইজনের মধ্যে একজন গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়। নিহতের নাম সাদেকুর রহমান (৩২)। অন্যজন আহত আশরাফুল হক (২২) শুক্রবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিক্ষোভ মিছিল হয়। নরসিংদী শহর এখন উত্তপ্ত।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা নরসিংদী শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এতে অন্তত ৫০টি মোটরসাইকেলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। শহরের বিভিন্নস্থান প্রদক্ষিণের পর জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের দিকে যাচ্ছিল শোভাযাত্রাটি। এ সময় হঠাৎ মিছিলে গুলি ছুড়ে দুর্বৃৃত্তরা।

এ সময় গুলিবিদ্ধ সাদেকুর রহমান ও আশরাফুল হককে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢামেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্য আহত আশরাফুল হক শুক্রবার সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত সাদেকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী শহরের হাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে এবং আশরাফুল হক জেলা ছাত্রদলের কর্মী ও নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার নাজমুল হকের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকায় হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের বাড়ীতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে সাদেকুর রহমানের সমর্থকরা।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা ও সদ্য বহিষ্কৃত ছাত্র দলের সহ-সভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের নির্দেশে আমাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা ও গুলির ঘটনা ঘটেছে। আমরা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টন্তমূলক শাস্তি চাই।

উল্লেখ্য গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ। দীর্ঘ ১২ বছর পর ঘোষিত ওই কমিটিতে সিদ্দিকুর রহমানকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন মাইন উদ্দিন ভূঁইয়া। প্রত্যাশিত পদ না পাওয়ায় তার কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। এমনকি কমিটি ঘোষণার পর রাতেই পদবঞ্চিত নেতাদের ২০-২৫ জন সমর্থক জেলা বিএনপি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে শতাধিক প্লাস্টিকের চেয়ার, ব্যানার, প্রচারপত্র ও ফেস্টুনে আগুন লাগিয়ে দেন এবং ইটপাটকেল ছুড়ে কার্যালয়টির জানালার কাচ ভাঙচুর করেন। ৩০ জানুয়ারি বিকেলে ওই স্থানেই খায়রুল কবির খোকনের কুশপুত্তলিকা পোড়ান তারা। পরবর্তী সময়ে কয়েক দফা কমিটি বাতিলের দাবিতে তারা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ১১ ফেব্রুয়ারি সকালে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে খায়রুল কবির খোকনের গাড়িবহরে গুলি ও ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটে। এসব ঘটনার কারণে গত ১২ ফেব্রুয়ারি মাইন উদ্দিনসহ তিন ছাত্রদল নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

বহিস্কারের পর পদবঞ্চিত ছাত্রদল নেতারা থেমে থাকেনি। তাদের প্রত্যাশিত পদ পাওয়ার জন্য তারা শহরে একের পর এক মোটরসাইকেল শোভাযাত্রা ও আন্দোলন করেই যাচ্ছিল। আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল কার্যালয়টিতে হামলা চালিয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল ছোড়েন তারা। গত ২০ মে দুপুরে পুনরায় ইটপাটকেল ছুড়ে জেলা বিএনপির কার্যালয়টির কাঁচ ভাঙচুর করে। সবশেষ গত বৃহস্পতিবার বিকেলে ৫০টি মোটরসাইল নিয়ে শতাধিক ছাত্রদলের নেতাকর্মী বিএনপির অস্থায়ী কার্যালয়ের দিকে গেলে মিছিলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন জানান, ‘জেলা ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পর থেকে পুলিশের আশ্রয়-প্রশ্রয়ে তারা আমাদের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। এখন তারা নিজেরা নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে বলছে।’

এ ব্যাপারে পদবঞ্চিত নামপ্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একজন নেতা বলেন, জেলায় বর্তমান পরিস্থিতির জন্য জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন নিজেই দায়ী। তার মনগড়া কমিটি ঘোষণার কারণেই আজ নরসিংদীর এ ভয়াবহ অবস্থা। মানুষ মরছে, ভাঙচুর ও অগ্নিসংযোগ হচ্ছে।

এদিকে নিহত ছাদেকুর রহমানের নামাজে জানাজা শুক্রবার বাদ আছর বাদুয়ারচর দারুল উলুম ইসলামী এতিম খানা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাজীপুর কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় নরসিংদী শহরে থম থমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। শহরের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। অভিজ্ঞ মহল বলছেন, যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া সঙ্গে বার বার মোবাইল ফোন যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় সাংবাদিকদেরকে এ ব্যাপারে কোন তথ্য পুলিশ দেয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যায় সাড়ে ৬টা) মামলা হয়নি। নিহত আশরাফুল হকের লাশ এখন নরসিংদীতে পৌঁছায়নি বলে জানান তার পরিবারের সদস্যরা।

back to top