৫ শতাধিক প্রতিযোগীর অংশ গ্রহন
রংপুর জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নেতা নির্বাচনের জন্য এবার লিখিত পরীক্ষা নেয়া হলো। শনিবার দুপুরে রংপুর নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ৫ শতাধিক ছাত্র লীগের নেতা-কর্মী অংশ নেয়। এ ধরনের উদ্যেগকে স্বাগত জানিয়েছে পরীক্ষায় অংশ নিতে আসা নেতা কর্মীরা।
জেলা ছাত্র লীগের সভাপতি ও সম্পাদকের উদ্যেগে আয়োজিত এই পরীক্ষায় মুলত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজবীনী সহ তিনটি বইয়ের উপর ভিত্তি করে প্রশ্ন তৈরী করা হয়। ৫০ নম্বরের এই পরীক্ষা দুপুর বারটা থেকে সাড়ে বারটা পর্যন্ত আধা ঘন্টা ব্যাপি নৈব্যাত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যাতে নকল করার সুযোগ না পায় সে জন্য ৪ সেট প্রশ্ন পত্র তৈরী করে সরবরাহ করা হয়।
এ ব্যাপারে রংপুর জেলা ছাত্র লীগের সভাপতি সাব্বির আহাম্মেদ জানান ছাত্রলীগ করতে গিয়ে যদি জাতির জনক বঙ্গবন্ধন্ধু সম্পর্কে না জানে দেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার ঘোষনা না জানে তাদের ছাত্রলীগ করার দরকার নেই। এর আগেও প্রতিটি উপজেলা ছাত্র লীগের কমিটির সভাপতি সম্পাদক নির্বাচিত করার সময় লিখিত পরীক্ষা নিয়ে নেতৃত্ব নির্বাচিত করা হয়। এবারেও জেলা কমিটি গঠনেও একই পদ্ধতিতে লিখিত পরীক্ষায় অংশ নেয়া বাধ্যতামুলক করে ফলাফলের উপর ভিত্তি করে নেতৃত্ব নির্বাচন করা হবে বলে জানান তিনি।
জেলা সাধারন সম্পাদক তামিম আহাম্মেদ চপল জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মাট বাংলাদেশ করতে গেলে স্মার্ট জেনারেশন তৈরী করতে হবে। এ জন্য ছাত্র সমাজকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সে জন্যই নেতৃত্ব নির্বাচনে এমন আয়োজন। লিখিত পরীক্ষায় অংশ গ্রহনকারীদের মধ্যে যারা ভাল ফলাফল করবে তাদেরকেই জেলা কমিটির দায়িত্বশীল পদে অধিষ্ঠিত করা হবে।
পরীক্ষা চলাকালিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম পরীক্ষা কেন্দ্রে আসেন। তারা বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন। নেতৃত্ব নির্বাচনে লিখিত পরীক্ষা যোগ্য মেধাবীরা সুযোগ পাবে, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে বলে জানান তারা। সেই সাথে সারাদেশে নেতৃত্ব নির্বাচন এ ভাবেই হওয়া উচিত বলেও মনে অভিমত প্রকাশ করেন তারা।
এদিকে পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রলীগ নেতা কর্মীরা লিখিত পরীক্ষা নিয়ে নেতৃত্ব নির্বাচনকে স্বাগত জানিয়ে মেধাবীরা নেতৃত্বে আসবে বলে তাদের প্রত্যাশা জানায়। শারমিন জানায় দেশে এই প্রথম লিখিত পরীক্ষার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করার যে পদক্ষেপ নেয়া হয়েছে তা সত্যিই প্রশংসনীয় উদ্যেগ বলে তিনি মনে করেন। একই কথা জানান প্রতিযোগী আশফাক সহ অনেকেই।
৫ শতাধিক প্রতিযোগীর অংশ গ্রহন
শনিবার, ১০ জুন ২০২৩
রংপুর জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নেতা নির্বাচনের জন্য এবার লিখিত পরীক্ষা নেয়া হলো। শনিবার দুপুরে রংপুর নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ৫ শতাধিক ছাত্র লীগের নেতা-কর্মী অংশ নেয়। এ ধরনের উদ্যেগকে স্বাগত জানিয়েছে পরীক্ষায় অংশ নিতে আসা নেতা কর্মীরা।
জেলা ছাত্র লীগের সভাপতি ও সম্পাদকের উদ্যেগে আয়োজিত এই পরীক্ষায় মুলত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজবীনী সহ তিনটি বইয়ের উপর ভিত্তি করে প্রশ্ন তৈরী করা হয়। ৫০ নম্বরের এই পরীক্ষা দুপুর বারটা থেকে সাড়ে বারটা পর্যন্ত আধা ঘন্টা ব্যাপি নৈব্যাত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যাতে নকল করার সুযোগ না পায় সে জন্য ৪ সেট প্রশ্ন পত্র তৈরী করে সরবরাহ করা হয়।
এ ব্যাপারে রংপুর জেলা ছাত্র লীগের সভাপতি সাব্বির আহাম্মেদ জানান ছাত্রলীগ করতে গিয়ে যদি জাতির জনক বঙ্গবন্ধন্ধু সম্পর্কে না জানে দেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার ঘোষনা না জানে তাদের ছাত্রলীগ করার দরকার নেই। এর আগেও প্রতিটি উপজেলা ছাত্র লীগের কমিটির সভাপতি সম্পাদক নির্বাচিত করার সময় লিখিত পরীক্ষা নিয়ে নেতৃত্ব নির্বাচিত করা হয়। এবারেও জেলা কমিটি গঠনেও একই পদ্ধতিতে লিখিত পরীক্ষায় অংশ নেয়া বাধ্যতামুলক করে ফলাফলের উপর ভিত্তি করে নেতৃত্ব নির্বাচন করা হবে বলে জানান তিনি।
জেলা সাধারন সম্পাদক তামিম আহাম্মেদ চপল জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মাট বাংলাদেশ করতে গেলে স্মার্ট জেনারেশন তৈরী করতে হবে। এ জন্য ছাত্র সমাজকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সে জন্যই নেতৃত্ব নির্বাচনে এমন আয়োজন। লিখিত পরীক্ষায় অংশ গ্রহনকারীদের মধ্যে যারা ভাল ফলাফল করবে তাদেরকেই জেলা কমিটির দায়িত্বশীল পদে অধিষ্ঠিত করা হবে।
পরীক্ষা চলাকালিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম পরীক্ষা কেন্দ্রে আসেন। তারা বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন। নেতৃত্ব নির্বাচনে লিখিত পরীক্ষা যোগ্য মেধাবীরা সুযোগ পাবে, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে বলে জানান তারা। সেই সাথে সারাদেশে নেতৃত্ব নির্বাচন এ ভাবেই হওয়া উচিত বলেও মনে অভিমত প্রকাশ করেন তারা।
এদিকে পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রলীগ নেতা কর্মীরা লিখিত পরীক্ষা নিয়ে নেতৃত্ব নির্বাচনকে স্বাগত জানিয়ে মেধাবীরা নেতৃত্বে আসবে বলে তাদের প্রত্যাশা জানায়। শারমিন জানায় দেশে এই প্রথম লিখিত পরীক্ষার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করার যে পদক্ষেপ নেয়া হয়েছে তা সত্যিই প্রশংসনীয় উদ্যেগ বলে তিনি মনে করেন। একই কথা জানান প্রতিযোগী আশফাক সহ অনেকেই।