স্পেনিশ লা লিগা
সান্তিয়ানো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এবং সমর্থকরা বুধবার দলের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেছে এবং এ দিন অনুষ্ঠিত লা লিগার ম্যাচে রায়ো ভায়েকানোকে ২-১ গোলে পরাজিত করেছে। রিয়াল মাদ্রিদের পক্ষে করিম বেনজেমা এবং রড্রিগো একটি করে গোল করেন। রায়ো ভায়েকানোর রাউল ডি টমাস একটি গোল পরিশোধ করেন।
গত রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার সময়ে রিয়ালের ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়ুস বর্ণবাদী আচরণে শিকার হন। এ ম্যাচ শুরুর আগে ভিনিসিয়ুসের সাথে একাত্বতা প্রকাশ করা হয়। গোল পোস্টের পেছনে রাখা বড় একটি ব্যানারে লেখা হয়, ‘আমরা সবাই ভিনিসিয়ুস। অনেক হয়েছে।’
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা সবাই মাঠে নামেন ভিনিসিয়ুসের ২০ নম্বর জার্সি গায়ে দিয়ে। উভয় দলের অধিনায়কের আর্মব্যান্ডে ছিল বর্ণবাদ বিরোধী বার্তা। ভিনিসিয়ুস এক ম্যাচের স্কোয়াডে ছিলেন না। তার পরেও সাধারণ পোষাকে তিনি দলের সহখেলোয়াড়দের সাথে যোগ দেন। মাঠের সবাই ‘বর্ণবাদীরা ফুটবল থেকে দূরে থাক’ লেখা ব্যানার নিয়ে ছবি তোলেন।
আগের ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল ভিনিসিয়ুসকে। যদিও পরে সেটি প্রত্যাহার করা হয়। এর ফলে এ ম্যাচে খেলার যোগ্য ছিলেন ভিনিসিয়ুস। কিন্তু এত বড় একটি বিতর্কের পর তাকে কিছুটা রিলাক্স হওয়ার সুযোগ দেন কোচ। তাই রাখেননি একাদশ কিংবা অতিরিক্ত তালিকায়। অবশ্য হাটুতে কিছুটা অস্বস্তি থাকায় তিনি অনুশীলন করেননি আগের দিন।
রিয়ালের কোচ কার্লো অ্যানচেলোত্তি এর আগে বলেছিলেন, ‘আমি কম্পিটিশন কমিটির সিদ্ধান্তে কিছুটা অবাক হয়েছি। তবে আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’ তিনি মনে করেন ভ্যালেন্সিয়ার গ্যালারির কিছু অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা করেন বর্ণবাদ সমস্যার দ্রুত সমাধান হবে।
রিয়ালের অনেক সমর্থক ব্রাজিলের জার্সি এবং স্কার্ফ গায়ে দিয়ে মাঠে যান। এর মাধ্যমে তারা বুঝিয়ে দেন স্পেনের বিভিন্ন মাঠে ভিনিসিয়ুসকে যেভাবে হেনেস্তা করা হচ্ছে তাতে তারা খুবই ক্ষুব্ধ। একজন তরুন ভক্ত মাঠে হাজির হন একটি পোস্টার নিয়ে। যাতে লেখা ছিল ‘ভিনি, এটা আমার জন্য দারুন ব্যাপার। তোমাকে দেখাটাই আমার কাছে উপহার।’
ম্যাচ শেষে ভিনিসিয়ুস তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘আমি আপনাদের সবাইকে ভালবাসি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।’
লা লিগার শিরোপা আগেই নির্ধারণ হয়ে যাওয়ায় রিয়ালের জন্য এ ম্যাচগুলো এখন বলতে গেলে কেবলই আনুষ্ঠানিকতা। তার পরেও রিয়াল জেতার জন্যই মাঠে নামে। এ ম্যাচে তারা খেলার এক ঘন্টা পার হওয়ার পর পরই ফেদেরিকো ভালভার্দের ক্রস থেকে বেনজেমার করা গোলে লিড নেয়। খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে সমতা ফেরান রাউল ডি টমাস। তবে এর তিন মিনিট পরই রড্রিগো গোল করলে আবার এগিয়ে যায় রিয়াল এবং শেষ পর্যন্ত ২-১ গোলে জয়ী হয়।
এ ম্যাচে জয়ী হয়ে রিয়াল মাদ্রিদ ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উন্নীত হয়েছে। ৩৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭৪ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা আগেই শিরোপা জিতে নিয়েছে।
স্পেনিশ লা লিগা
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
সান্তিয়ানো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এবং সমর্থকরা বুধবার দলের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেছে এবং এ দিন অনুষ্ঠিত লা লিগার ম্যাচে রায়ো ভায়েকানোকে ২-১ গোলে পরাজিত করেছে। রিয়াল মাদ্রিদের পক্ষে করিম বেনজেমা এবং রড্রিগো একটি করে গোল করেন। রায়ো ভায়েকানোর রাউল ডি টমাস একটি গোল পরিশোধ করেন।
গত রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার সময়ে রিয়ালের ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়ুস বর্ণবাদী আচরণে শিকার হন। এ ম্যাচ শুরুর আগে ভিনিসিয়ুসের সাথে একাত্বতা প্রকাশ করা হয়। গোল পোস্টের পেছনে রাখা বড় একটি ব্যানারে লেখা হয়, ‘আমরা সবাই ভিনিসিয়ুস। অনেক হয়েছে।’
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা সবাই মাঠে নামেন ভিনিসিয়ুসের ২০ নম্বর জার্সি গায়ে দিয়ে। উভয় দলের অধিনায়কের আর্মব্যান্ডে ছিল বর্ণবাদ বিরোধী বার্তা। ভিনিসিয়ুস এক ম্যাচের স্কোয়াডে ছিলেন না। তার পরেও সাধারণ পোষাকে তিনি দলের সহখেলোয়াড়দের সাথে যোগ দেন। মাঠের সবাই ‘বর্ণবাদীরা ফুটবল থেকে দূরে থাক’ লেখা ব্যানার নিয়ে ছবি তোলেন।
আগের ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল ভিনিসিয়ুসকে। যদিও পরে সেটি প্রত্যাহার করা হয়। এর ফলে এ ম্যাচে খেলার যোগ্য ছিলেন ভিনিসিয়ুস। কিন্তু এত বড় একটি বিতর্কের পর তাকে কিছুটা রিলাক্স হওয়ার সুযোগ দেন কোচ। তাই রাখেননি একাদশ কিংবা অতিরিক্ত তালিকায়। অবশ্য হাটুতে কিছুটা অস্বস্তি থাকায় তিনি অনুশীলন করেননি আগের দিন।
রিয়ালের কোচ কার্লো অ্যানচেলোত্তি এর আগে বলেছিলেন, ‘আমি কম্পিটিশন কমিটির সিদ্ধান্তে কিছুটা অবাক হয়েছি। তবে আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’ তিনি মনে করেন ভ্যালেন্সিয়ার গ্যালারির কিছু অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা করেন বর্ণবাদ সমস্যার দ্রুত সমাধান হবে।
রিয়ালের অনেক সমর্থক ব্রাজিলের জার্সি এবং স্কার্ফ গায়ে দিয়ে মাঠে যান। এর মাধ্যমে তারা বুঝিয়ে দেন স্পেনের বিভিন্ন মাঠে ভিনিসিয়ুসকে যেভাবে হেনেস্তা করা হচ্ছে তাতে তারা খুবই ক্ষুব্ধ। একজন তরুন ভক্ত মাঠে হাজির হন একটি পোস্টার নিয়ে। যাতে লেখা ছিল ‘ভিনি, এটা আমার জন্য দারুন ব্যাপার। তোমাকে দেখাটাই আমার কাছে উপহার।’
ম্যাচ শেষে ভিনিসিয়ুস তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘আমি আপনাদের সবাইকে ভালবাসি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।’
লা লিগার শিরোপা আগেই নির্ধারণ হয়ে যাওয়ায় রিয়ালের জন্য এ ম্যাচগুলো এখন বলতে গেলে কেবলই আনুষ্ঠানিকতা। তার পরেও রিয়াল জেতার জন্যই মাঠে নামে। এ ম্যাচে তারা খেলার এক ঘন্টা পার হওয়ার পর পরই ফেদেরিকো ভালভার্দের ক্রস থেকে বেনজেমার করা গোলে লিড নেয়। খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে সমতা ফেরান রাউল ডি টমাস। তবে এর তিন মিনিট পরই রড্রিগো গোল করলে আবার এগিয়ে যায় রিয়াল এবং শেষ পর্যন্ত ২-১ গোলে জয়ী হয়।
এ ম্যাচে জয়ী হয়ে রিয়াল মাদ্রিদ ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উন্নীত হয়েছে। ৩৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭৪ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা আগেই শিরোপা জিতে নিয়েছে।