মেজর লিগ সকার
লিওনেল মেসিকে বিশ্রামে রেখে খেলতে নেমে ইন্টার মায়ামি ৫-২ গোলের বড় ব্যবধানে হেরে গেছে। দেশের পক্ষে একটি ম্যাচ খেলায় বেশ ক্লান্ত ছিলেন মেসি। কোচ তাই তাকে বিশ্রামে রাখেন শনিবারের ম্যাচে। যার ফল হিসেবে তাদেরকে আটালান্টা ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হার মানতে হয়েছে।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল করেছিল মায়ামিই। ২৫ মিনিটে ডিক্সন আরায়োর শট ক্রসবারে লেগে ফেরত গেলে সেটি নিয়ন্ত্রনে নিয়ে গোল করেন লিওনার্দো ক্যাম্পানা। সমতা ফেরাতে আটালান্টা খুব বেশী সময় নেয়নি। ট্রিস্টান মুয়ুম্বার শট পোস্টে লেগে গোল লাইন অতিক্রম অতিক্রম করে। রেফারি অবশ্য ভিএআর এর সাহায্য নিয়েই গোলের বাশি বাজান।
আটালান্টা এর পর মায়ামিকে বেশ চাপের মধ্যে ফেলে দেয়। বিরতির আগেই তারা এগিয়ে যায় ৩-১ গোলে। ৪১ মিনিটে কামাল মিলার আত্মঘাতি গোল করার পর ৪৪ মিনিটে ব্রুকস লেনন করেন দলের তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধের আট মিনিটে পেনাল্টি থেকে ক্যাম্পানা আরো একটি গোল পরিশোধ করেন মায়ামির পক্ষে। কিন্তু দলের বড় পরাজয় রোধে সে গোল যথেষ্ঠ ছিল না। শেষ দিকে আটালান্টার পক্ষে দুটি গোল করেন গিয়াকুমাকিস এবং টাইলার উলফ।
মেসি যোগ দেয়ার পর থেকেই মায়ামি দারুন খেলতে থাকে। একের পর এক গোল করে দলকে জয় এনে দেন মেসি। এর আগে অবশ্য মেসিকে ছাড়াও একটি ম্যাচে জিতেছিল মায়ামি। কিন্তু আটালান্টার বিপক্ষে তারা সে ধারা বজায় রাখতে পারেনি। ম্যাচ শেষে কোচ জানিয়েছেন মেসি পরের ম্যাচে টরোন্টোর বিপক্ষে খেলবেন। এ ম্যাচ জিতে আটালান্টা উঠেছে ছয় নম্বরে। তাদের প্লে অফ খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তারা বুধবার পরের ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলবে।
মেজর লিগ সকার
রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
লিওনেল মেসিকে বিশ্রামে রেখে খেলতে নেমে ইন্টার মায়ামি ৫-২ গোলের বড় ব্যবধানে হেরে গেছে। দেশের পক্ষে একটি ম্যাচ খেলায় বেশ ক্লান্ত ছিলেন মেসি। কোচ তাই তাকে বিশ্রামে রাখেন শনিবারের ম্যাচে। যার ফল হিসেবে তাদেরকে আটালান্টা ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হার মানতে হয়েছে।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল করেছিল মায়ামিই। ২৫ মিনিটে ডিক্সন আরায়োর শট ক্রসবারে লেগে ফেরত গেলে সেটি নিয়ন্ত্রনে নিয়ে গোল করেন লিওনার্দো ক্যাম্পানা। সমতা ফেরাতে আটালান্টা খুব বেশী সময় নেয়নি। ট্রিস্টান মুয়ুম্বার শট পোস্টে লেগে গোল লাইন অতিক্রম অতিক্রম করে। রেফারি অবশ্য ভিএআর এর সাহায্য নিয়েই গোলের বাশি বাজান।
আটালান্টা এর পর মায়ামিকে বেশ চাপের মধ্যে ফেলে দেয়। বিরতির আগেই তারা এগিয়ে যায় ৩-১ গোলে। ৪১ মিনিটে কামাল মিলার আত্মঘাতি গোল করার পর ৪৪ মিনিটে ব্রুকস লেনন করেন দলের তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধের আট মিনিটে পেনাল্টি থেকে ক্যাম্পানা আরো একটি গোল পরিশোধ করেন মায়ামির পক্ষে। কিন্তু দলের বড় পরাজয় রোধে সে গোল যথেষ্ঠ ছিল না। শেষ দিকে আটালান্টার পক্ষে দুটি গোল করেন গিয়াকুমাকিস এবং টাইলার উলফ।
মেসি যোগ দেয়ার পর থেকেই মায়ামি দারুন খেলতে থাকে। একের পর এক গোল করে দলকে জয় এনে দেন মেসি। এর আগে অবশ্য মেসিকে ছাড়াও একটি ম্যাচে জিতেছিল মায়ামি। কিন্তু আটালান্টার বিপক্ষে তারা সে ধারা বজায় রাখতে পারেনি। ম্যাচ শেষে কোচ জানিয়েছেন মেসি পরের ম্যাচে টরোন্টোর বিপক্ষে খেলবেন। এ ম্যাচ জিতে আটালান্টা উঠেছে ছয় নম্বরে। তাদের প্লে অফ খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তারা বুধবার পরের ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলবে।