বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরছেন শ্রীধরন শ্রীরাম। ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে তাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে তারা। গুহাটিতে দলের অনুশীলন ম্যাচের সময়ই যোগ দেবেন শ্রীরাম। সেখানে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর মুখোমুখি হবে ইংল্যান্ডের। এরপর প্রথম ম্যাচ হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।
এর আগে ২০২২ এশিয়া কাপের আগে টি-টোয়েন্টিতে টেকনিক্যাল পরামর্শক হিসেবে যোগ দেন শ্রীরাম। তার অধীনেই অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ।
শ্রীরাম ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন প্রায় ১৮ বছর। এখন নিয়মিত কাজ করছেন আইপিএলের দলগুলোর সঙ্গেও। এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন।
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরছেন শ্রীধরন শ্রীরাম। ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে তাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে তারা। গুহাটিতে দলের অনুশীলন ম্যাচের সময়ই যোগ দেবেন শ্রীরাম। সেখানে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর মুখোমুখি হবে ইংল্যান্ডের। এরপর প্রথম ম্যাচ হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।
এর আগে ২০২২ এশিয়া কাপের আগে টি-টোয়েন্টিতে টেকনিক্যাল পরামর্শক হিসেবে যোগ দেন শ্রীরাম। তার অধীনেই অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ।
শ্রীরাম ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন প্রায় ১৮ বছর। এখন নিয়মিত কাজ করছেন আইপিএলের দলগুলোর সঙ্গেও। এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন।