চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল
রিয়াল মাদ্রিদ মঙ্গলবার দারুনভাবে লড়াই করে ইটালির দল ন্যাপোলিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ওঠার পথে অনেকটা সুবিধাজনক অবস্থানে পৌছে গেছে। ন্যাপোলির দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জিতে রিয়াল মাদ্রিদ বুঝিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে কেন তাদের সব সময় ফেবারিট ভাবা হয়।
ন্যাপোলি ম্যাচে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হয়। দারুন লড়াই করে ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। লিও ওস্টিগার্ডের গোলে ন্যাপোলি এগিয়ে গেলেও ভিনিসিয়ুস জুনিয়র গোল করে সমতা ফেরান। জুড বেলিংহ্যাম রিয়ালকে এগিয়ে দিলেও পিতর জিলিনস্কি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। ম্যাচের ৭৮ মিনিটে বেশ খানিকটা দূর থেকে বুলেট গতির শটে জয়সূচক গোলটি করেন ফেদে ভালভার্দে।
রিয়াল মাদ্রিদ দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে রয়েছে। তাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে ন্যাপোলি এবং ব্রাগা। গ্রুপের অপর দল ইউনিয়ন বার্লিন কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
রিয়াল মাদ্রিদ ম্যাচটি শুরু করেছিল বেশ ভালভাবে। বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে ছয় মিনিটেই দারুন একটি শট নিয়েছিলেন রড্রিগো। কিন্তু সেটি প্রতিহত করেন ন্যাপোলির গোলরক্ষক। ইনজুরি থেকে ফেরা ভিনিসিয়ুস খেলেছেন দারুন ফুটবল। বেলিংহ্যামের সাথে তার বোঝা পড়া ছিল বেশ ভাল। তাদের সামলাতে বেগ পেতে হয় ন্যাপোলির রক্ষণভাগকে। তবে ১৯ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায় ন্যাপোলি। কর্নার কিক থেকে উড়ে পেনাল্টি বক্সে যাওয়া বল পাঞ্চ করতে গিয়ে মিস করেন গোলরক্ষক কেপা। সে সুযোগে বল চলে যায় ওস্টিগার্ডের কাছে এবং তিনি বল জালে পাঠিয়ে এগিয়ে দেন ন্যাপোলিকে। সাত মিনিটের মধ্যেই সমতায় ফেরে রিয়াল। বেলিংহ্যামের পাস থেকে বল পেয়ে কঠিন অ্যাঙ্গেল থেকে গোলটি করেন ভিনিসিয়ুস। ৩৪ মিনিটে বেলিংহ্যাম এগিয়ে দেন রিয়ালকে। ন্যাপোলির তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি গোলটি করেন। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই সেটি পরিশোধ করে দেয় ন্যাপোলি।
বক্সের ভেতরে নাচোর হ্যান্ডবল হলে পেনাল্টি পায় ন্যাপোলি। সেটি থেকে গোল করে সমতা ফেরান জিলিনস্কি। এর পর বেশ কিছুক্ষণ প্রাধান্য বজায় রাখে ন্যাপোলি। কিন্তু রিয়ালের রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় কোন গোল তারা করতে পারেনি। ৭৫ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুযোগ নষ্ট করেন বেলিংহ্যাম। এর তিন মিনিট পর ভালভার্দের দূরপাল্লার শট ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
রিয়াল মাদ্রিদ মঙ্গলবার দারুনভাবে লড়াই করে ইটালির দল ন্যাপোলিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ওঠার পথে অনেকটা সুবিধাজনক অবস্থানে পৌছে গেছে। ন্যাপোলির দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জিতে রিয়াল মাদ্রিদ বুঝিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে কেন তাদের সব সময় ফেবারিট ভাবা হয়।
ন্যাপোলি ম্যাচে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হয়। দারুন লড়াই করে ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। লিও ওস্টিগার্ডের গোলে ন্যাপোলি এগিয়ে গেলেও ভিনিসিয়ুস জুনিয়র গোল করে সমতা ফেরান। জুড বেলিংহ্যাম রিয়ালকে এগিয়ে দিলেও পিতর জিলিনস্কি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। ম্যাচের ৭৮ মিনিটে বেশ খানিকটা দূর থেকে বুলেট গতির শটে জয়সূচক গোলটি করেন ফেদে ভালভার্দে।
রিয়াল মাদ্রিদ দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে রয়েছে। তাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে ন্যাপোলি এবং ব্রাগা। গ্রুপের অপর দল ইউনিয়ন বার্লিন কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
রিয়াল মাদ্রিদ ম্যাচটি শুরু করেছিল বেশ ভালভাবে। বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে ছয় মিনিটেই দারুন একটি শট নিয়েছিলেন রড্রিগো। কিন্তু সেটি প্রতিহত করেন ন্যাপোলির গোলরক্ষক। ইনজুরি থেকে ফেরা ভিনিসিয়ুস খেলেছেন দারুন ফুটবল। বেলিংহ্যামের সাথে তার বোঝা পড়া ছিল বেশ ভাল। তাদের সামলাতে বেগ পেতে হয় ন্যাপোলির রক্ষণভাগকে। তবে ১৯ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায় ন্যাপোলি। কর্নার কিক থেকে উড়ে পেনাল্টি বক্সে যাওয়া বল পাঞ্চ করতে গিয়ে মিস করেন গোলরক্ষক কেপা। সে সুযোগে বল চলে যায় ওস্টিগার্ডের কাছে এবং তিনি বল জালে পাঠিয়ে এগিয়ে দেন ন্যাপোলিকে। সাত মিনিটের মধ্যেই সমতায় ফেরে রিয়াল। বেলিংহ্যামের পাস থেকে বল পেয়ে কঠিন অ্যাঙ্গেল থেকে গোলটি করেন ভিনিসিয়ুস। ৩৪ মিনিটে বেলিংহ্যাম এগিয়ে দেন রিয়ালকে। ন্যাপোলির তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি গোলটি করেন। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই সেটি পরিশোধ করে দেয় ন্যাপোলি।
বক্সের ভেতরে নাচোর হ্যান্ডবল হলে পেনাল্টি পায় ন্যাপোলি। সেটি থেকে গোল করে সমতা ফেরান জিলিনস্কি। এর পর বেশ কিছুক্ষণ প্রাধান্য বজায় রাখে ন্যাপোলি। কিন্তু রিয়ালের রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় কোন গোল তারা করতে পারেনি। ৭৫ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুযোগ নষ্ট করেন বেলিংহ্যাম। এর তিন মিনিট পর ভালভার্দের দূরপাল্লার শট ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।