তাইজুল ইসলামের পর ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা উইকেটশিকারি মোমিনুল ইসলাম। মাত্র ২৩ বল করে স্রেফ ৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ব্রেক থ্রো এনে দিয়েছেন দলের চাহিদা মেনে। ব্যাটিংয়ে বড় কিছু না করলেও ৩৭ ও ৪০ রান করে রেখেছেন অবদান।
মোমিনুল অবশ্য নিজের পারফরম্যান্স নয়, দিনশেষে কথা বলতে এসেছিলেন দলের পরিস্থিতি নিয়ে। তৃতীয় দিন শেষে হাতে ৭ উইকেট রেখে বাংলাদেশ এগিয়ে ২০৫ রানে। সেঞ্চুরি করে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই অবস্থায় দলের চিন্তাটা কি? মোমিনুল জানালেন তেমন ভাবনার দিকেই যাচ্ছেন না তারা, ‘কেমন চিন্তা করছি এটাই চিন্তা করিনি। পজিশন ভালো আছে এই পর্যন্ত।’
প্রথম দুই দিন উইকেটে মনে হচ্ছিল বেশ কঠিন। শার্প টার্ন করছিল, বল নিচুও হচ্ছিল। তৃতীয় দিনে এসে টার্ন থাকলেও বিষাক্ত কোনো আচরণ দেখা যায়নি। পুরো দিনে উইকেট পড়েছে পাঁচটি, যার দুটি আবার রানআউট।
সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হওয়ার বদলে উইকেট মনে হচ্ছে ভালো হচ্ছে। দিনের খেলা শেষে কথা বলতে এসে মোমিনুলও জানালেন প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিলে নিরাপদ থাকা সম্ভব, সেটা বোঝা বেশ মুশকিল আপাতত, ‘উইকেট তো এখনও পর্যন্ত মনে হচ্ছে ভালোই। আমার কাছে বলা কঠিন। চারশো হতে পারে, সাড়ে তিনশ’ও হতে (লক্ষ্য)। নির্ভর করছে চতুর্থ দিনের ওপর। কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চারশ’ হলে ঠিক আছে...।’
চতুর্থ দিন আরও লম্বা সময় ব্যাট করতে চায় বাংলাদেশ। ম্যাচ প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে যেতে চান মোমিনুলরা। এই উইকেটে ধৈর্য ধরে ব্যাটিং, বোলিং দুটোই করে প্রতিপক্ষকে ভুল করাতে চায় স্বাগতিকরা।
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
তাইজুল ইসলামের পর ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা উইকেটশিকারি মোমিনুল ইসলাম। মাত্র ২৩ বল করে স্রেফ ৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ব্রেক থ্রো এনে দিয়েছেন দলের চাহিদা মেনে। ব্যাটিংয়ে বড় কিছু না করলেও ৩৭ ও ৪০ রান করে রেখেছেন অবদান।
মোমিনুল অবশ্য নিজের পারফরম্যান্স নয়, দিনশেষে কথা বলতে এসেছিলেন দলের পরিস্থিতি নিয়ে। তৃতীয় দিন শেষে হাতে ৭ উইকেট রেখে বাংলাদেশ এগিয়ে ২০৫ রানে। সেঞ্চুরি করে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই অবস্থায় দলের চিন্তাটা কি? মোমিনুল জানালেন তেমন ভাবনার দিকেই যাচ্ছেন না তারা, ‘কেমন চিন্তা করছি এটাই চিন্তা করিনি। পজিশন ভালো আছে এই পর্যন্ত।’
প্রথম দুই দিন উইকেটে মনে হচ্ছিল বেশ কঠিন। শার্প টার্ন করছিল, বল নিচুও হচ্ছিল। তৃতীয় দিনে এসে টার্ন থাকলেও বিষাক্ত কোনো আচরণ দেখা যায়নি। পুরো দিনে উইকেট পড়েছে পাঁচটি, যার দুটি আবার রানআউট।
সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হওয়ার বদলে উইকেট মনে হচ্ছে ভালো হচ্ছে। দিনের খেলা শেষে কথা বলতে এসে মোমিনুলও জানালেন প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিলে নিরাপদ থাকা সম্ভব, সেটা বোঝা বেশ মুশকিল আপাতত, ‘উইকেট তো এখনও পর্যন্ত মনে হচ্ছে ভালোই। আমার কাছে বলা কঠিন। চারশো হতে পারে, সাড়ে তিনশ’ও হতে (লক্ষ্য)। নির্ভর করছে চতুর্থ দিনের ওপর। কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চারশ’ হলে ঠিক আছে...।’
চতুর্থ দিন আরও লম্বা সময় ব্যাট করতে চায় বাংলাদেশ। ম্যাচ প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে যেতে চান মোমিনুলরা। এই উইকেটে ধৈর্য ধরে ব্যাটিং, বোলিং দুটোই করে প্রতিপক্ষকে ভুল করাতে চায় স্বাগতিকরা।