চেন্নাইয়ে টাইগাররা
এক জয় ও এক পরাজয়ে ধর্মশালা ধর্মশালা পর্ব শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল বুধবার (১১ অক্টোবর) চেন্নাইয়ে গেছে। ধর্মশালায় শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে। তবে একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে সাকিবরা। ব্যাটে-বলে বিবর্ণ দিনে বড় ব্যবধানে ছাপ পড়েছে রাউন্ড রবিন লীগের পয়েন্ট টেবিলেও।
তবে সেই ক্ষত ভুলতে না ভুলতে টাইগারদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। যে কারণে বুধবার সকালেই ধর্মশালা থেকে পরের ম্যাচের ভেন্যু চেন্নাই পৌঁছে গেছে বাংলাদেশ দল। শুক্রবার চেন্নাইয়ের চিদাম্বারম স্টেডিয়ামে কিউইদের মোকাবিলা করবে টাইগাররা। ইংলিশদের বিপক্ষে ভরাডুবি নিয়ে মাঠের বাইরে অনেক সমালোচনা হচ্ছে। তবে বাংলাদেশ শিবিরে সেই আঁচ লাগতে দিচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান। চেন্নাইগামী বিমানে চড়ে সতীর্থ মেহেদী হাসান মিরাজের সঙ্গে মেতে উঠলেন দাবা খেলায়।
বিসিবির শেয়ার করা ছবিটির ক্যাপশনে বলা হয়, অধিনায়ক সাকিবের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী মিরাজ। তবে দুই সতীর্থের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিততে পেরেছে সেটি জানা সম্ভব হয়নি অবশ্য।
বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হারের পরও হাল ছাড়ছেন না সাকিব। অকপট জানালেন, ‘আমরা ভালো পরিকল্পনা করেছিলাম; কিন্তু সে অনুযায়ী খেলতে পারিনি।’ এখনই হতাশ হতে চান না সাকিব, ‘এটা লম্বা টুর্নামেন্ট। চেন্নাইয়ে আমাদের প্রতিপক্ষ কঠিন, নিউজিল্যান্ড দারুণ করছে। আমাদের সামনে এগোতে হবে, আমাদের সঠিক জিনিসগুলো করতে হবে এবং ম্যাচে তা কাজে লাগাতে হবে। ’
অবশ্য নিউজিল্যান্ড ম্যাচে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা বলার অপেক্ষা রাখে না। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ অবস্থানে কিউইরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই তারা অবিশ্বাস্য ক্রিকেট খেলছে। এই অবস্থায় কিউইদের বিপক্ষে কৌশলী হয়ে বাংলাদেশকে মাঠে নামতে হবে।
আগে বোলিংয়ের সিদ্ধান্ত
যথার্থই ছিল : হাথুরুসিংহে
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের আগের দিন রাতে বৃষ্টির পর সকালের উইকেটে সুবিধা পাবেন পেসাররা, এমন ভাবনায় আগে বোলিং নিলেন সাকিব আল হাসান। কিন্তু কাজে লাগেনি সিদ্ধান্ত। উল্টো বড় জুটি গড়লেন ইংল্যান্ডের দুই ওপেনার। তাই বলে টসের সিদ্ধান্তে কোনো ভুল ছিল মনে করেন না কোচ হাথুরুসিংহে। একই মত ম্যাচের সেঞ্চুরিয়ার মালানেরও।
ইংল্যান্ডের ৩৬৪/৯ রানের জবাবে বাংলাদেশ ২২৭ রানে অলআউট হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে টসের সিদ্ধান্ত নিয়ে। ইংল্যান্ডের আগ্রাসী ঘরানার ব্যাটিংয়ের কথা জেনেও কেন তাদের রান পাহাড় গড়ার সুযোগ দেয়া? তবে কি উইকেট পড়তেই ভুল করেছিল বাংলাদেশ? এর উত্তর দিলেন বাংলাদেশের প্রধান কোচ।
‘আমার মনে হয় না, আগে বোলিং নিয়ে কোনো ভুল করেছি। কারণ উইকেটে কিছু ছিল, বিশেষ করে সকাল ১০টা, সাড়ে ১০টায় খেলা শুরু এবং আগের রাতে বৃষ্টি হয়েছে। তো উইকেটে কিছু ছিল। বিষয়টা হলো আমরা ভালো জায়গায় বোলিং করিনি। আমাদের লাইন ও লেংথ ভালো ছিল না।’ শুরুতে ব্যাটিং করা মালানও মনে করেন, টসের সিদ্ধান্ত যথার্থই ছিল। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ১৪০ রানের ইনিংস খেলা বাঁ-হাতি ওপেনার জানালেন, শুরুতে উইকেট নিতে না পারাই মূলত কাল হয়েছে বাংলাদেশের।
‘না! (আমার মনে হয় না, বাংলাদেশ ভুল করেছে)। আমার মতে, আমরাও (টস জিতলে) আগে বোলিং নিতাম। রাতে বৃষ্টি হয়েছে। এ কারণে হয়তো দুই অধিনায়কই আগে বোলিং করতে চেয়েছে। আমার ধারণা, ভারতে বিশেষ করে গরমের সময় দিনের ম্যাচগুলোতে (উইকেট) কিছুটা মন্থর হয়ে যায়।’
‘আজকে কোনো শিশির ছিল না। যেটা আপনারা জানেন, দিবা-রাত্রির ম্যাচের টসের জন্য গুরুত্বপূর্ণ। তো দিনের ম্যাচে এটি আমাদের পক্ষে গেছে। (উইকেট) মন্থর থেকে মন্থর হয়েছে এবং আমরা জুটি গড়তে সমর্থ হয়েছি। তবে তারা যদি শুরুতে উইকেট পেত, তাহলে গল্পটা পুরোপুরি ভিন্ন হতে পারত।’
চেন্নাইয়ে টাইগাররা
বুধবার, ১১ অক্টোবর ২০২৩
এক জয় ও এক পরাজয়ে ধর্মশালা ধর্মশালা পর্ব শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল বুধবার (১১ অক্টোবর) চেন্নাইয়ে গেছে। ধর্মশালায় শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে। তবে একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে সাকিবরা। ব্যাটে-বলে বিবর্ণ দিনে বড় ব্যবধানে ছাপ পড়েছে রাউন্ড রবিন লীগের পয়েন্ট টেবিলেও।
তবে সেই ক্ষত ভুলতে না ভুলতে টাইগারদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। যে কারণে বুধবার সকালেই ধর্মশালা থেকে পরের ম্যাচের ভেন্যু চেন্নাই পৌঁছে গেছে বাংলাদেশ দল। শুক্রবার চেন্নাইয়ের চিদাম্বারম স্টেডিয়ামে কিউইদের মোকাবিলা করবে টাইগাররা। ইংলিশদের বিপক্ষে ভরাডুবি নিয়ে মাঠের বাইরে অনেক সমালোচনা হচ্ছে। তবে বাংলাদেশ শিবিরে সেই আঁচ লাগতে দিচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান। চেন্নাইগামী বিমানে চড়ে সতীর্থ মেহেদী হাসান মিরাজের সঙ্গে মেতে উঠলেন দাবা খেলায়।
বিসিবির শেয়ার করা ছবিটির ক্যাপশনে বলা হয়, অধিনায়ক সাকিবের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী মিরাজ। তবে দুই সতীর্থের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিততে পেরেছে সেটি জানা সম্ভব হয়নি অবশ্য।
বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হারের পরও হাল ছাড়ছেন না সাকিব। অকপট জানালেন, ‘আমরা ভালো পরিকল্পনা করেছিলাম; কিন্তু সে অনুযায়ী খেলতে পারিনি।’ এখনই হতাশ হতে চান না সাকিব, ‘এটা লম্বা টুর্নামেন্ট। চেন্নাইয়ে আমাদের প্রতিপক্ষ কঠিন, নিউজিল্যান্ড দারুণ করছে। আমাদের সামনে এগোতে হবে, আমাদের সঠিক জিনিসগুলো করতে হবে এবং ম্যাচে তা কাজে লাগাতে হবে। ’
অবশ্য নিউজিল্যান্ড ম্যাচে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা বলার অপেক্ষা রাখে না। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ অবস্থানে কিউইরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই তারা অবিশ্বাস্য ক্রিকেট খেলছে। এই অবস্থায় কিউইদের বিপক্ষে কৌশলী হয়ে বাংলাদেশকে মাঠে নামতে হবে।
আগে বোলিংয়ের সিদ্ধান্ত
যথার্থই ছিল : হাথুরুসিংহে
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের আগের দিন রাতে বৃষ্টির পর সকালের উইকেটে সুবিধা পাবেন পেসাররা, এমন ভাবনায় আগে বোলিং নিলেন সাকিব আল হাসান। কিন্তু কাজে লাগেনি সিদ্ধান্ত। উল্টো বড় জুটি গড়লেন ইংল্যান্ডের দুই ওপেনার। তাই বলে টসের সিদ্ধান্তে কোনো ভুল ছিল মনে করেন না কোচ হাথুরুসিংহে। একই মত ম্যাচের সেঞ্চুরিয়ার মালানেরও।
ইংল্যান্ডের ৩৬৪/৯ রানের জবাবে বাংলাদেশ ২২৭ রানে অলআউট হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে টসের সিদ্ধান্ত নিয়ে। ইংল্যান্ডের আগ্রাসী ঘরানার ব্যাটিংয়ের কথা জেনেও কেন তাদের রান পাহাড় গড়ার সুযোগ দেয়া? তবে কি উইকেট পড়তেই ভুল করেছিল বাংলাদেশ? এর উত্তর দিলেন বাংলাদেশের প্রধান কোচ।
‘আমার মনে হয় না, আগে বোলিং নিয়ে কোনো ভুল করেছি। কারণ উইকেটে কিছু ছিল, বিশেষ করে সকাল ১০টা, সাড়ে ১০টায় খেলা শুরু এবং আগের রাতে বৃষ্টি হয়েছে। তো উইকেটে কিছু ছিল। বিষয়টা হলো আমরা ভালো জায়গায় বোলিং করিনি। আমাদের লাইন ও লেংথ ভালো ছিল না।’ শুরুতে ব্যাটিং করা মালানও মনে করেন, টসের সিদ্ধান্ত যথার্থই ছিল। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ১৪০ রানের ইনিংস খেলা বাঁ-হাতি ওপেনার জানালেন, শুরুতে উইকেট নিতে না পারাই মূলত কাল হয়েছে বাংলাদেশের।
‘না! (আমার মনে হয় না, বাংলাদেশ ভুল করেছে)। আমার মতে, আমরাও (টস জিতলে) আগে বোলিং নিতাম। রাতে বৃষ্টি হয়েছে। এ কারণে হয়তো দুই অধিনায়কই আগে বোলিং করতে চেয়েছে। আমার ধারণা, ভারতে বিশেষ করে গরমের সময় দিনের ম্যাচগুলোতে (উইকেট) কিছুটা মন্থর হয়ে যায়।’
‘আজকে কোনো শিশির ছিল না। যেটা আপনারা জানেন, দিবা-রাত্রির ম্যাচের টসের জন্য গুরুত্বপূর্ণ। তো দিনের ম্যাচে এটি আমাদের পক্ষে গেছে। (উইকেট) মন্থর থেকে মন্থর হয়েছে এবং আমরা জুটি গড়তে সমর্থ হয়েছি। তবে তারা যদি শুরুতে উইকেট পেত, তাহলে গল্পটা পুরোপুরি ভিন্ন হতে পারত।’