নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘অবশ্যই, আমাদের জন্য বাংলাদেশ ও আফগানিস্তান সহজ হবে না। তবে এ দুই দল সম্ভবত সেই ছয়-সাত দলের অন্তর্ভুক্ত নয়, যারা সত্যিকার অর্থে নিজেদের বিশ্বকাপের জয়ের দাবিদার বলতে পারে। আমরাও অহংকারবোধ ছেঁটে ফেলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী খেলতে চাই।’
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ।
এরপর দ্বিতীয় ম্যাচে তারা ইংল্যান্ডের সঙ্গে লড়াইও জমাতে পারেনি। তবে স্বয়ং বাংলাদেশ-ই যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে না, অধিনায়ক সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রাথমিক লক্ষ্য হিসেবে সেমিফাইনালে খেলার কথা জানিয়েছেন। বিপরীতে গতবারের রানার্স-আপ কিউইরা এখন পর্যন্ত দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘অবশ্যই, আমাদের জন্য বাংলাদেশ ও আফগানিস্তান সহজ হবে না। তবে এ দুই দল সম্ভবত সেই ছয়-সাত দলের অন্তর্ভুক্ত নয়, যারা সত্যিকার অর্থে নিজেদের বিশ্বকাপের জয়ের দাবিদার বলতে পারে। আমরাও অহংকারবোধ ছেঁটে ফেলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী খেলতে চাই।’
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ।
এরপর দ্বিতীয় ম্যাচে তারা ইংল্যান্ডের সঙ্গে লড়াইও জমাতে পারেনি। তবে স্বয়ং বাংলাদেশ-ই যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে না, অধিনায়ক সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রাথমিক লক্ষ্য হিসেবে সেমিফাইনালে খেলার কথা জানিয়েছেন। বিপরীতে গতবারের রানার্স-আপ কিউইরা এখন পর্যন্ত দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।