মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের তিনটি হেরে বিপাকে আছে সাকিবের দল। আশা বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জেতার বিকল্প নেই। জিততে হলে সাকিবকেও ভীষণ প্রয়োজন হবে দলের।
নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পাওয়ার পর থেকে বাংলাদেশের অনুশীলনে সব নজর সাকিব আল হাসানের দিকে। পুনেতে নিবিড় অনুশীলন করার পরও শেষ মুহূর্তে ম্যাচ খেলেননি। মুম্বাইতে ব্যাটিং অনুশীলনে ছিলেন তৎপর বাংলাদেশ অধিনায়ক। রোববার (২২ অক্টোবর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুরে ছিল বাংলাদেশের অনুশীলন। অধিনায়ক সাকিব শুরুতেই মাঠে এসে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামকে নিয়ে মাঠে ঢুকেন। কিছুটা অসুস্থ থাকায় এদিন অনুশীলনে দেখা যায়নি প্রধান কোচ চ-িকা হাথুরুসিংহেকে। মাঝের উইকেটে এসে ঘুরে দেখার পর বেশ ফুরফুরে মেজাজে সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। ওয়ার্ম-আপে গা গরমের ফুটবলেও স্বাভাবিক ছিলেন সাকিব।
পরে ২টা থেকে তিন দফায় প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাম পায়ের মাংসপেশির চোটে পড়েন সাকিব। এই চোট নিয়ে ওই ম্যাচে বোলিং-ফিল্ডিং করলেও পরে তাকে নিয়ে দেখা দেয় শঙ্কা। একাধিকবার এমআরআই করা হলেও তার অবস্থা পরিষ্কার করে জানায়নি দল।
ব্যাটিং অনুশীলনে শুরুতে নক করার পর পেসারদের নেটে সময় কাটান সাকিব। পরে থ্রো ডাউনে খেলে প্রবেশ করেন স্পিনারদের নেটে। স্পিন বল এগিয়ে এসে বড় শটের চেষ্টা করেছেন। বেশিরভাগ বলেই টাইমিং গড়বড় হচ্ছিল তার। দুই দফা অনুশীলনের পর মিনিট বিশেকের বিশ্রাম নিয়ে আবার ফেরেন থ্রো ডাউনে। গতিময় বল খেলার চেষ্টা করেছেন। অভিপ্রায় ছিল বড় শটের।
সব মিলিয়ে তাকে ৫০ মিনিটের মতো ব্যাট করতে দেখা যায়। শেষ বিকেলে সাকিব রানিং করেন কি না তা নিয়ে আগ্রহ ছিল সবার। তবে শ্রীরামের সঙ্গে আলাদা করে কথা বলে অনুশীলন থামিয়ে চলে যেতে দেখা যায় তাকে।
গত তিন ম্যাচে রান না পাওয়া শান্তকে আলাদা নেটে নিয়ে কাজ করছেন শ্রীরাম। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা নেটে বল করায় ব্যস্ত থাকলেও তাসকিন আহমেদকে দেখা যায় আলাদাভাবে। তিনি নেটের পাশে কোচের সঙ্গে হালকা রানিং করেন। বল হাতে থাকলেও তাকে হাত ঘোরাতে দেখা যায়নি।
তবে এই দিনের অনুশীলনে আসেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম ও সহকারী কোচ নিক পোথাস অনুশীলন তদারকি করছেন। জানা গেছে কিছুটা অসুস্থ বাংলাদেশের কোচ।
মুম্বাইয়ে বাংলাদেশের
আরেক প্রতিপক্ষ ‘গরম’!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনরাতের সূচিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ম্যাচটি। যে ম্যাচে ফর্মে থাকা প্রোটিয়ারা ছাড়াও আরেক প্রতিপক্ষ গরম। মুম্বাইয়ের এই মাঠে গরমের তীব্রতা অনেক। রোববার সেখানে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আদ্রর্তার কারণে ৪২ ডিগ্রি তাপ অনুভব করেছেন ক্রিকেটাররা। এমন অবস্থায় বাংলাদেশ ম্যাচে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানকার গরম। গরমে ক্লান্তির পাশাপাশি খেলোয়াড়দের ইনজুরির প্রবণতাও বেড়ে যায় অনেকখানি। এর আগে চেন্নাইয়ের তীব্র গরমে রানিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ড ম্যাচে বাঁ-পায়ের উঁরুর মাংসপেশির ইনজুরিতে পড়েন তিনি। ভারত ম্যাচের আগে রানিং ও ব্যাটিং অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাকে নিয়ে ঝুঁকি নেয়নি দলের টিম ম্যানেজমেন্ট।
রোববার দুপুর দেড়টা থেকে শুরু হয় বাংলাদেশের অনুশীলন। দলের মধ্যে চোট নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে। কাঁধের ব্যথায় ভুগছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া ঊঁরুর চোট রয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের। তবে মুম্বাইতে দুইজনকে দেখা গেল ফুরফুরে মেজাজে। অনুশীলনে তাদের উপস্থিতি কিছুটা স্বস্তি দিতে পারে সমর্থকদের। সাকিব-তাসকিনরা এদিন শুরু করেন ফুটবল অনুশীলনের মাধ্যমে। যেখানে দুই দলে ভাগ হয়ে গা গরমে নেমে পড়েন তারা। এদিন শুরু থেকেই ব্যাটিং করতে দেখা গেছে লিটন দাস, শেখ মেহেদীকে। ফিল্ডিংয়ে ঝালিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা। তবে বল হাতে এখনো দেখা যায়নি তাসকিনকে। মঙ্গলবার সাউথ আফ্রিকা ম্যাচে যে এই পেসার থাকছেন না সেটা অবশ্য বলাই যায়।
নেটে দেশ থেকে আসা লেগ স্পিনার
মুম্বাইতে দলের অনুশীলনে বাংলাদেশের বয়সভিত্তিক দলের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি যোগ দিয়েছেন। স্কুল ক্রিকেট থেকে উঠে আসা এই লেগি কিছু ম্যাচ খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে।
বাংলাদেশের নেটে শুরু থেকেই বল করতে দেখা যায় তাকে। স্পিন বোলিং কোচ রঙ্গণা হেরাথ তার ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছিলেন। লিটন দাস, তানজিম হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদকে বল করার পর সাকিব আল হাসানকেও বল করেন তিনি। কিছু আলগা বল দিলেও কয়েকটি বলে ব্যাটারদের পরাস্তও করতে দেখা যায় তাকে।
বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপের শুরু থেকেই ঘুরছেন ভারতীয় রিষ্ট স্পিনার কারাপ্পা জিয়াস। জাতীয় দলের আশপাশে কোনো লেগ স্পিনার না থাকায় রিষ্ট স্পিনে বরাবরই ভুগতে দেখা যায় বাংলাদেশ দলকে।
বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দলে আছেন বাঁ-হাতি রিষ্ট স্পিনার তাবরাইজ শামসি। তবে এবার বিশ্বকাপে তাকে খেলাচ্ছে না প্রোটিয়ারা। বলা যায় না, বাংলাদেশের রিষ্ট স্পিনার দুর্বলতা বিবেচনায় তাকে নামিয়েও দিতে পারে তারা। সেই সম্ভাবনা থাকায় প্রস্তুত হচ্ছেন সাকিবরা।
রোববার, ২২ অক্টোবর ২০২৩
মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের তিনটি হেরে বিপাকে আছে সাকিবের দল। আশা বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জেতার বিকল্প নেই। জিততে হলে সাকিবকেও ভীষণ প্রয়োজন হবে দলের।
নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পাওয়ার পর থেকে বাংলাদেশের অনুশীলনে সব নজর সাকিব আল হাসানের দিকে। পুনেতে নিবিড় অনুশীলন করার পরও শেষ মুহূর্তে ম্যাচ খেলেননি। মুম্বাইতে ব্যাটিং অনুশীলনে ছিলেন তৎপর বাংলাদেশ অধিনায়ক। রোববার (২২ অক্টোবর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুরে ছিল বাংলাদেশের অনুশীলন। অধিনায়ক সাকিব শুরুতেই মাঠে এসে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামকে নিয়ে মাঠে ঢুকেন। কিছুটা অসুস্থ থাকায় এদিন অনুশীলনে দেখা যায়নি প্রধান কোচ চ-িকা হাথুরুসিংহেকে। মাঝের উইকেটে এসে ঘুরে দেখার পর বেশ ফুরফুরে মেজাজে সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। ওয়ার্ম-আপে গা গরমের ফুটবলেও স্বাভাবিক ছিলেন সাকিব।
পরে ২টা থেকে তিন দফায় প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাম পায়ের মাংসপেশির চোটে পড়েন সাকিব। এই চোট নিয়ে ওই ম্যাচে বোলিং-ফিল্ডিং করলেও পরে তাকে নিয়ে দেখা দেয় শঙ্কা। একাধিকবার এমআরআই করা হলেও তার অবস্থা পরিষ্কার করে জানায়নি দল।
ব্যাটিং অনুশীলনে শুরুতে নক করার পর পেসারদের নেটে সময় কাটান সাকিব। পরে থ্রো ডাউনে খেলে প্রবেশ করেন স্পিনারদের নেটে। স্পিন বল এগিয়ে এসে বড় শটের চেষ্টা করেছেন। বেশিরভাগ বলেই টাইমিং গড়বড় হচ্ছিল তার। দুই দফা অনুশীলনের পর মিনিট বিশেকের বিশ্রাম নিয়ে আবার ফেরেন থ্রো ডাউনে। গতিময় বল খেলার চেষ্টা করেছেন। অভিপ্রায় ছিল বড় শটের।
সব মিলিয়ে তাকে ৫০ মিনিটের মতো ব্যাট করতে দেখা যায়। শেষ বিকেলে সাকিব রানিং করেন কি না তা নিয়ে আগ্রহ ছিল সবার। তবে শ্রীরামের সঙ্গে আলাদা করে কথা বলে অনুশীলন থামিয়ে চলে যেতে দেখা যায় তাকে।
গত তিন ম্যাচে রান না পাওয়া শান্তকে আলাদা নেটে নিয়ে কাজ করছেন শ্রীরাম। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা নেটে বল করায় ব্যস্ত থাকলেও তাসকিন আহমেদকে দেখা যায় আলাদাভাবে। তিনি নেটের পাশে কোচের সঙ্গে হালকা রানিং করেন। বল হাতে থাকলেও তাকে হাত ঘোরাতে দেখা যায়নি।
তবে এই দিনের অনুশীলনে আসেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম ও সহকারী কোচ নিক পোথাস অনুশীলন তদারকি করছেন। জানা গেছে কিছুটা অসুস্থ বাংলাদেশের কোচ।
মুম্বাইয়ে বাংলাদেশের
আরেক প্রতিপক্ষ ‘গরম’!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনরাতের সূচিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ম্যাচটি। যে ম্যাচে ফর্মে থাকা প্রোটিয়ারা ছাড়াও আরেক প্রতিপক্ষ গরম। মুম্বাইয়ের এই মাঠে গরমের তীব্রতা অনেক। রোববার সেখানে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আদ্রর্তার কারণে ৪২ ডিগ্রি তাপ অনুভব করেছেন ক্রিকেটাররা। এমন অবস্থায় বাংলাদেশ ম্যাচে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানকার গরম। গরমে ক্লান্তির পাশাপাশি খেলোয়াড়দের ইনজুরির প্রবণতাও বেড়ে যায় অনেকখানি। এর আগে চেন্নাইয়ের তীব্র গরমে রানিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ড ম্যাচে বাঁ-পায়ের উঁরুর মাংসপেশির ইনজুরিতে পড়েন তিনি। ভারত ম্যাচের আগে রানিং ও ব্যাটিং অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাকে নিয়ে ঝুঁকি নেয়নি দলের টিম ম্যানেজমেন্ট।
রোববার দুপুর দেড়টা থেকে শুরু হয় বাংলাদেশের অনুশীলন। দলের মধ্যে চোট নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে। কাঁধের ব্যথায় ভুগছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া ঊঁরুর চোট রয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের। তবে মুম্বাইতে দুইজনকে দেখা গেল ফুরফুরে মেজাজে। অনুশীলনে তাদের উপস্থিতি কিছুটা স্বস্তি দিতে পারে সমর্থকদের। সাকিব-তাসকিনরা এদিন শুরু করেন ফুটবল অনুশীলনের মাধ্যমে। যেখানে দুই দলে ভাগ হয়ে গা গরমে নেমে পড়েন তারা। এদিন শুরু থেকেই ব্যাটিং করতে দেখা গেছে লিটন দাস, শেখ মেহেদীকে। ফিল্ডিংয়ে ঝালিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা। তবে বল হাতে এখনো দেখা যায়নি তাসকিনকে। মঙ্গলবার সাউথ আফ্রিকা ম্যাচে যে এই পেসার থাকছেন না সেটা অবশ্য বলাই যায়।
নেটে দেশ থেকে আসা লেগ স্পিনার
মুম্বাইতে দলের অনুশীলনে বাংলাদেশের বয়সভিত্তিক দলের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি যোগ দিয়েছেন। স্কুল ক্রিকেট থেকে উঠে আসা এই লেগি কিছু ম্যাচ খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে।
বাংলাদেশের নেটে শুরু থেকেই বল করতে দেখা যায় তাকে। স্পিন বোলিং কোচ রঙ্গণা হেরাথ তার ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছিলেন। লিটন দাস, তানজিম হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদকে বল করার পর সাকিব আল হাসানকেও বল করেন তিনি। কিছু আলগা বল দিলেও কয়েকটি বলে ব্যাটারদের পরাস্তও করতে দেখা যায় তাকে।
বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপের শুরু থেকেই ঘুরছেন ভারতীয় রিষ্ট স্পিনার কারাপ্পা জিয়াস। জাতীয় দলের আশপাশে কোনো লেগ স্পিনার না থাকায় রিষ্ট স্পিনে বরাবরই ভুগতে দেখা যায় বাংলাদেশ দলকে।
বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দলে আছেন বাঁ-হাতি রিষ্ট স্পিনার তাবরাইজ শামসি। তবে এবার বিশ্বকাপে তাকে খেলাচ্ছে না প্রোটিয়ারা। বলা যায় না, বাংলাদেশের রিষ্ট স্পিনার দুর্বলতা বিবেচনায় তাকে নামিয়েও দিতে পারে তারা। সেই সম্ভাবনা থাকায় প্রস্তুত হচ্ছেন সাকিবরা।