শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ভাবছেন বাংলাদেশের ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের অন্যতম শীর্ষ এ ব্যাটার নিজেই এ কথা জানিয়েছেন। চলমান বিশ্বকাপে দেশের পক্ষে দুর্দান্ত পারফরমেন্স করছেন মাহমুদউল্লাহ।
মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারা ম্যাচে ১১১ বলে ১১১ রানের দারুণ ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক এখন তিনি।
ক্যারিয়ারের চারটি সেঞ্চুরির সবগুলোই আইসিসি ইভেন্টে করেছেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি শতক আছে তার।
আইসিসির একটি ভিডিওতে মাহমুদউল্লাহ বলেন, ‘সত্যি বলতে, আমি আমার শেষ বিশ্বকাপ খেলছি। পারফরমেন্স এবং ফিটনেসই ঠিক করবে আমি বাংলাদেশের হয়ে কতদিন খেলবো। হয়তো, কিছুদিন পর বা খুব শীঘ্রই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবো।’
তিনি আরও বলেন, ‘২০০৭ সালে আমার অভিষেক হওয়ার পর অনেক দিন হয়ে গেছে। দীর্ঘদিন ধরেই খেলছি। আমি ভাগ্যবান যে, বিশ^কাপে এতগুলো সেঞ্চুরি করতে পেরেছি।’
ধীরগতির ব্যাটিং এবং ফিটনেস ইস্যুতে বিশ্রামের অজুহাতে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুউল্লাহ। তার পরিবর্তে সুযোগ পেয়ে কেউই দলে জায়গা পাকা করতে পারেননি।
দলে পুনরায় সুযোগ পেতে নীরবে ফিটনেস ও টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করেছেন ‘সাইলেন্ট কিলার’ হিসেবে পরিচিত মাহমুদউল্লাহ। জাতীয় দলে ডাক পেয়ে নিজের সেরাটা উজার করে দিচ্ছেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা যা আপনাকে সবসময় বিস্মিত করে। বিশ্বকাপ দলে সুযোগ পেতে কঠোর পরিশ্রম করেছি এবং আল্লাহকে ধন্যবাদ আমি দলের সঙ্গে আছি। সবসময় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।’
৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ জানান, যতদিন ফিট থাকবেন এবং পারফরমেন্স ঠিক থাকবে ততক্ষণ খেলা চালিয়ে যাবেন।
রোববার, ২৯ অক্টোবর ২০২৩
শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ভাবছেন বাংলাদেশের ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের অন্যতম শীর্ষ এ ব্যাটার নিজেই এ কথা জানিয়েছেন। চলমান বিশ্বকাপে দেশের পক্ষে দুর্দান্ত পারফরমেন্স করছেন মাহমুদউল্লাহ।
মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারা ম্যাচে ১১১ বলে ১১১ রানের দারুণ ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক এখন তিনি।
ক্যারিয়ারের চারটি সেঞ্চুরির সবগুলোই আইসিসি ইভেন্টে করেছেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি শতক আছে তার।
আইসিসির একটি ভিডিওতে মাহমুদউল্লাহ বলেন, ‘সত্যি বলতে, আমি আমার শেষ বিশ্বকাপ খেলছি। পারফরমেন্স এবং ফিটনেসই ঠিক করবে আমি বাংলাদেশের হয়ে কতদিন খেলবো। হয়তো, কিছুদিন পর বা খুব শীঘ্রই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবো।’
তিনি আরও বলেন, ‘২০০৭ সালে আমার অভিষেক হওয়ার পর অনেক দিন হয়ে গেছে। দীর্ঘদিন ধরেই খেলছি। আমি ভাগ্যবান যে, বিশ^কাপে এতগুলো সেঞ্চুরি করতে পেরেছি।’
ধীরগতির ব্যাটিং এবং ফিটনেস ইস্যুতে বিশ্রামের অজুহাতে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুউল্লাহ। তার পরিবর্তে সুযোগ পেয়ে কেউই দলে জায়গা পাকা করতে পারেননি।
দলে পুনরায় সুযোগ পেতে নীরবে ফিটনেস ও টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করেছেন ‘সাইলেন্ট কিলার’ হিসেবে পরিচিত মাহমুদউল্লাহ। জাতীয় দলে ডাক পেয়ে নিজের সেরাটা উজার করে দিচ্ছেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা যা আপনাকে সবসময় বিস্মিত করে। বিশ্বকাপ দলে সুযোগ পেতে কঠোর পরিশ্রম করেছি এবং আল্লাহকে ধন্যবাদ আমি দলের সঙ্গে আছি। সবসময় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।’
৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ জানান, যতদিন ফিট থাকবেন এবং পারফরমেন্স ঠিক থাকবে ততক্ষণ খেলা চালিয়ে যাবেন।