alt

খেলা

কলকাতায় হাই ভোল্টেজ ম্যাচ শনিবার

ভারতের লক্ষ্য অপরাজিত থাকা, দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল

সংবাদ স্পোর্টস ডেস্ক : শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা দুই দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা শনিবার মুখোমুখি। ৭ ম্যাচে ৭ জয়ে স্বাগতিক ভারত পয়েন্ট তালিকায় সবার উপরে। আর ৭ ম্যাচে ৬ জয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তাই এ ম্যাচকেই সবাই বিশ্বকাপের ফাইনাল মনে করছেন।

কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে দুপুর ২.৩০ মিনিট।

এ ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবারের বিশ্বকাপে ভারত যে ফর্মে রয়েছে, তাতে এক নম্বরে থেকে যেতে পারেন রোহিত শর্মারা। যদি ভারত দুই নম্বরে নেমে যায়, তা হলে এক নম্বর জায়গাটা দখল করার সুযোগ সব থেকে বেশি দক্ষিণ আফ্রিকার। অর্থাৎ এক বনাম চার এবং দুই বনাম তিন নম্বর দলের সেমিফাইনালের নিয়মে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত খেলতে পারে আবার ফাইনালেই। তার আগে শনিবার হয়ে যাবে ‘ড্রেস রিহার্সাল’।

এবারের আসরে ভারতকে প্রথম থেকেই ফাইনালে ওঠার দাবিদার বলা হচ্ছিল। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালে সেই দাবি আরও জোরালো হয়। ভারতীয় বোলিংয়ের সামনে ১৯৯ রানে শেষ হয়ে গিয়েছিল স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন সমৃদ্ধ অস্ট্রেলিয়ার ব্যাটিং। সেই ম্যাচে ৮৫ রান করেন কোহলি। ৯৭ রানে অপরাজিত ছিলেন রাহুল। এরপর যত ম্যাচ গড়িয়েছে, ভারত তত ভয়ংকর হয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিতেছিল ৮ উইকেটে। রোহিত ১৩১ রানের ইনিংস খেলেন। পরের ম্যাচই পাকিস্তান বধ। সেই ম্যাচে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১৯১ রানে। ভারত জয়ী হয় ৭ উইকেটে। এরপর বাংলাদেশ (৭ উইকেটে জয়), নিউজিল্যান্ড (৪ উইকেটে জয়), ইংল্যান্ড (১০০ রানে জয়) এবং শ্রীলঙ্কাও (৩০২ রানে জয়) ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের মতো দলের কাছে হেরেছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হার নেহাতই অঘটন। বাকি দলগুলোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দাপট রোহিতদের চাপ তৈরি করার মতোই।

এবারের দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচেই ৪২৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। একই ম্যাচে শতরান করেছিলেন কুইন্টন ডি’কক, ডাসেন এবং মার্করাম। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১১ রান করে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় ১৭৭ রানে। ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তোলে ৩৯৯ রান। সেই ম্যাচটি প্রোটিয়াবাহিনী জেতে ২২৯ রানে। বাংলাদেশ (১৪৯ রানে জয়), পাকিস্তান (১ উইকেটে জয়) এবং নিউজিল্যান্ডও (১৯০ রানে জয়) দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ভারত এবং দক্ষিণ আফ্রিকার এই লড়াই এখন আর শুধু দুটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়। পৌঁছে গিয়েছে ব্যক্তিগত স্তরেও। এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রানের তালিকায় এখন শীর্ষে ডি’কক। সাত ম্যাচে ৫৪৫ রান করেছেন। চারটি শতরান করে ফেলেছেন। তাকে তাড়া করছেন কোহলি, ৪৪২ রান। তার শতক একটি হলেও অর্ধশতরান চারটি। রানের বিচারে খুব একটা পিছনে নেই ভারতের রোহিত (৪০২) এবং দক্ষিণ আফ্রিকার মার্করামও (৩৬২)।

ব্যাটিংয়ের মতো ব্যক্তিগত লড়াই দেখা যাচ্ছে বোলিংয়েও। দক্ষিণ আফ্রিকার হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন। সাত ম্যাচে তিনি নিয়েছেন ১৬টি উইকেট। তার থেকে এক উইকেট কম বুমরার। পেসার মোহাম্মদ সামি নিয়েছেন ১৪টি উইকেট। দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজিও নিয়েছেন ১৪টি উইকেট। পিছিয়ে নেই কাগিগো রাবাদা (১১) এবং কুলদীপ যাদবও (১০)।

তাই ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে পয়েন্ট তালিকায় দুই দল এক এবং দুই নম্বর স্থানে থাকায়। ফলে আজ যদি ভারতকে হারিয়ে দিতে পারেন ডি’ককরা, তা হলে এক নম্বর হয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবেন তারা। অন্য দিকে, ভারত জিতলে এক নম্বর জায়গাটা কার্যত পাকা করে ফেলবে। কারণ রোহিতদের শেষ ম্যাচ দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকাকে সেখানে খেলতে হবে আফগানিস্তানের বিরুদ্ধে। যারা এবারের বিশ্বকাপে বেশ কিছু ম্যাচে বড় দলকে বেগ দিয়েছে।

কিন্তু অন্য দলের ফলাফলের দিকে না তাকিয়ে নিজেদের সেমিফাইনাল নিজেরাই নিশ্চিত করতে চাইছে দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়ক বাভুমা বলেন, ‘সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আমাদের সামনে সহজ সমীকরণ। সেটি হলোÑ জয়। আর এ কাজটি ছেলেরা দারুণভাবে করছে। সর্বশেষ চার ম্যাচের সবকয়টিতেই জিতেছি আমরা। আশা করছি, জয়ের ধারা অব্যাহত রেখে ভারতের বিপক্ষে ম্যাচেই সেমির টিকেট নিশ্চিত করতে পারবো।’

ভারতের সেমিফাইনাল নিশ্চিত হলেও মাটিতেই পা রাখতে চায় ভারত। জয়ের ধারা অব্যাহত রাখাই এখন মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার। দলের ওপেনার শুভমান গিল বলেন, ‘দল হিসেবে আমরা দারুণ ক্রিকেট খেলছি। প্রথম ৭ ম্যাচ জয়ে সেমি নিশ্চিত হয়েছে আমাদের। কিন্তু এখানেই হাল ছেড়ে দিতে চাই না আমরা। আমাদের আরও অনেক দূর যেতে হবে। জয়ের ধারায় থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লীগ পর্বে বাকি দুই ম্যাচেও জিততে চাই আমরা।’

এখন পর্যন্ত ৯০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টিতে এবং ভারতের জয় ৩৭ ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ৩ ম্যাচ।

বিশ্বকাপেও ভারতের বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পাঁচবারের মোকাবিলায় দক্ষিণ আফ্রিকার জয় ৩টিতে। ভারত জিতেছে ২ ম্যাচে। অবশ্য বিশ্বকাপে সর্বশেষ দুই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আছে ভারতের।

ছবি

বাংলাদেশ নারী দলের পেশাদারিত্বে মুগ্ধ কোচ বাটলার

ছবি

শেষ মুহূর্তের রোমাঞ্চে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে রেয়াল মাদ্রিদ

ছবি

নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজি

ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

টিভিতে আজকের খেলা

ছবি

তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

ছবি

ক্লাব বিশ্বকাপের সেমিতে ফ্লুমিনেসির সামনে চেলসি

শ্রীলঙ্কায় কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের ১৯ পদক

ঢাবি আন্তঃহল সাঁতার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন

ছবি

গ্র্যান্ডমাস্টার জিয়া স্মৃতি দাবা শুরু

এশিয়া কাপ যুব হকি শ্রীলঙ্কাকে ১৩ গোল দিলো বাংলাদেশ

ছবি

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আগামী বছর

ছবি

তুর্কমেনিস্তানের জালে গোলবৃষ্টি, শতভাগ জয় নিয়ে বাছাই শেষের পথে বাংলাদেশ

রাজনৈতিক ও নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো এ বছরের ভারত সফর

টিভিতে আজকের খেলা

ছবি

ঐতিহাসিক যোগ্যতা অর্জনের পর মেয়েদের লক্ষ্য শেষ গ্রুপ জয়ের

ছবি

সিরিজে টিকে থাকার লক্ষ্য বাংলাদেশের

ছবি

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

ছবি

‘এশিয়া কাপে কোয়ালিফাই করা কল্পনার বাইরে ছিল’

ছবি

বিধ্বংসী সেঞ্চুরিতে স্মিথের রেকর্ড

ছবি

ফের তারুণ্য উৎসবে কাবাডি!

ছবি

দ্বিতীয় ওয়ানডেতে দলের সঙ্গে থাকছেন না সিমন্স

ছবি

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েদের জাপানের ১১ গোল

টিভিতে আজকের খেলা

এবার ব্যাডমিন্টনেও প্রবাসী শাটলার

ছবি

ইংল্যান্ডে প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে গিলের দ্বিশতরান

ছবি

পুলিশ কমিশনার ভলিবল দল চ্যাম্পিয়ান

ছবি

ভয়াবহ ব্যাটিং ধসে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

ছবি

সড়ক দুর্ঘটনায় লিভারপুলের ফুটবলার জোতা নিহত

ব্যাটারদের মানসিকতার অভাব: বিসিবি সভাপতি

ছবি

শান্ত ও তামিমের আউটের পর চাপের মুখে আমরা ভেঙে পড়ি: তাসকিন

ছবি

‘ঋতুপর্ণা বাংলাদেশের মেসি’

ছবি

নারী ফুটবলারদের সামনে বিশ্বকাপে খেলার স্বপ্ন!

ইয়াংগুনে ফুরফুরে মেজাজে নারী ফুটবলাররা, উৎসবের পরিকল্পনা তুর্কমেনি ম্যাচের পর

ছবি

লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোতার স্পেনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু

টিভিতে আজকের খেলা

tab

খেলা

কলকাতায় হাই ভোল্টেজ ম্যাচ শনিবার

ভারতের লক্ষ্য অপরাজিত থাকা, দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল

সংবাদ স্পোর্টস ডেস্ক

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা দুই দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা শনিবার মুখোমুখি। ৭ ম্যাচে ৭ জয়ে স্বাগতিক ভারত পয়েন্ট তালিকায় সবার উপরে। আর ৭ ম্যাচে ৬ জয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তাই এ ম্যাচকেই সবাই বিশ্বকাপের ফাইনাল মনে করছেন।

কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে দুপুর ২.৩০ মিনিট।

এ ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবারের বিশ্বকাপে ভারত যে ফর্মে রয়েছে, তাতে এক নম্বরে থেকে যেতে পারেন রোহিত শর্মারা। যদি ভারত দুই নম্বরে নেমে যায়, তা হলে এক নম্বর জায়গাটা দখল করার সুযোগ সব থেকে বেশি দক্ষিণ আফ্রিকার। অর্থাৎ এক বনাম চার এবং দুই বনাম তিন নম্বর দলের সেমিফাইনালের নিয়মে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত খেলতে পারে আবার ফাইনালেই। তার আগে শনিবার হয়ে যাবে ‘ড্রেস রিহার্সাল’।

এবারের আসরে ভারতকে প্রথম থেকেই ফাইনালে ওঠার দাবিদার বলা হচ্ছিল। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালে সেই দাবি আরও জোরালো হয়। ভারতীয় বোলিংয়ের সামনে ১৯৯ রানে শেষ হয়ে গিয়েছিল স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন সমৃদ্ধ অস্ট্রেলিয়ার ব্যাটিং। সেই ম্যাচে ৮৫ রান করেন কোহলি। ৯৭ রানে অপরাজিত ছিলেন রাহুল। এরপর যত ম্যাচ গড়িয়েছে, ভারত তত ভয়ংকর হয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিতেছিল ৮ উইকেটে। রোহিত ১৩১ রানের ইনিংস খেলেন। পরের ম্যাচই পাকিস্তান বধ। সেই ম্যাচে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১৯১ রানে। ভারত জয়ী হয় ৭ উইকেটে। এরপর বাংলাদেশ (৭ উইকেটে জয়), নিউজিল্যান্ড (৪ উইকেটে জয়), ইংল্যান্ড (১০০ রানে জয়) এবং শ্রীলঙ্কাও (৩০২ রানে জয়) ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের মতো দলের কাছে হেরেছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হার নেহাতই অঘটন। বাকি দলগুলোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দাপট রোহিতদের চাপ তৈরি করার মতোই।

এবারের দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচেই ৪২৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। একই ম্যাচে শতরান করেছিলেন কুইন্টন ডি’কক, ডাসেন এবং মার্করাম। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১১ রান করে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় ১৭৭ রানে। ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তোলে ৩৯৯ রান। সেই ম্যাচটি প্রোটিয়াবাহিনী জেতে ২২৯ রানে। বাংলাদেশ (১৪৯ রানে জয়), পাকিস্তান (১ উইকেটে জয়) এবং নিউজিল্যান্ডও (১৯০ রানে জয়) দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ভারত এবং দক্ষিণ আফ্রিকার এই লড়াই এখন আর শুধু দুটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়। পৌঁছে গিয়েছে ব্যক্তিগত স্তরেও। এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রানের তালিকায় এখন শীর্ষে ডি’কক। সাত ম্যাচে ৫৪৫ রান করেছেন। চারটি শতরান করে ফেলেছেন। তাকে তাড়া করছেন কোহলি, ৪৪২ রান। তার শতক একটি হলেও অর্ধশতরান চারটি। রানের বিচারে খুব একটা পিছনে নেই ভারতের রোহিত (৪০২) এবং দক্ষিণ আফ্রিকার মার্করামও (৩৬২)।

ব্যাটিংয়ের মতো ব্যক্তিগত লড়াই দেখা যাচ্ছে বোলিংয়েও। দক্ষিণ আফ্রিকার হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন। সাত ম্যাচে তিনি নিয়েছেন ১৬টি উইকেট। তার থেকে এক উইকেট কম বুমরার। পেসার মোহাম্মদ সামি নিয়েছেন ১৪টি উইকেট। দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজিও নিয়েছেন ১৪টি উইকেট। পিছিয়ে নেই কাগিগো রাবাদা (১১) এবং কুলদীপ যাদবও (১০)।

তাই ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে পয়েন্ট তালিকায় দুই দল এক এবং দুই নম্বর স্থানে থাকায়। ফলে আজ যদি ভারতকে হারিয়ে দিতে পারেন ডি’ককরা, তা হলে এক নম্বর হয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবেন তারা। অন্য দিকে, ভারত জিতলে এক নম্বর জায়গাটা কার্যত পাকা করে ফেলবে। কারণ রোহিতদের শেষ ম্যাচ দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকাকে সেখানে খেলতে হবে আফগানিস্তানের বিরুদ্ধে। যারা এবারের বিশ্বকাপে বেশ কিছু ম্যাচে বড় দলকে বেগ দিয়েছে।

কিন্তু অন্য দলের ফলাফলের দিকে না তাকিয়ে নিজেদের সেমিফাইনাল নিজেরাই নিশ্চিত করতে চাইছে দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়ক বাভুমা বলেন, ‘সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আমাদের সামনে সহজ সমীকরণ। সেটি হলোÑ জয়। আর এ কাজটি ছেলেরা দারুণভাবে করছে। সর্বশেষ চার ম্যাচের সবকয়টিতেই জিতেছি আমরা। আশা করছি, জয়ের ধারা অব্যাহত রেখে ভারতের বিপক্ষে ম্যাচেই সেমির টিকেট নিশ্চিত করতে পারবো।’

ভারতের সেমিফাইনাল নিশ্চিত হলেও মাটিতেই পা রাখতে চায় ভারত। জয়ের ধারা অব্যাহত রাখাই এখন মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার। দলের ওপেনার শুভমান গিল বলেন, ‘দল হিসেবে আমরা দারুণ ক্রিকেট খেলছি। প্রথম ৭ ম্যাচ জয়ে সেমি নিশ্চিত হয়েছে আমাদের। কিন্তু এখানেই হাল ছেড়ে দিতে চাই না আমরা। আমাদের আরও অনেক দূর যেতে হবে। জয়ের ধারায় থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লীগ পর্বে বাকি দুই ম্যাচেও জিততে চাই আমরা।’

এখন পর্যন্ত ৯০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টিতে এবং ভারতের জয় ৩৭ ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ৩ ম্যাচ।

বিশ্বকাপেও ভারতের বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পাঁচবারের মোকাবিলায় দক্ষিণ আফ্রিকার জয় ৩টিতে। ভারত জিতেছে ২ ম্যাচে। অবশ্য বিশ্বকাপে সর্বশেষ দুই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আছে ভারতের।

back to top