alt

খেলা

অস্ট্রেলিয়া সঠিক সময়ে জ্বলে উঠেছে : মিচেল স্টার্ক

সংবাদ স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেমিফাইনালকে সামনে রেখে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক বলেছেন, বিশ^কাপের শুরুটা ভালো না হলেও সঠিক সময়ে নিজেদের প্রমাণ করেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর টানা সাত ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালের টিকেট পেয়েছে অজিরা।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া উভয় দরই গ্রুপপর্বে সমান ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বিশ^কাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এরপর ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয় দিয়ে বিশ^কাপ শুরু করার পর প্রোটিয়াদের বিপক্ষে ১৩৪ রানে পরাজিত হয়।

টানা ম্যাচ খেলার ব্যস্ত সূচি সম্পর্কে স্টার্ক বলেছেন, ‘আমরা কিছুদিন বেশ ব্যস্ত সময় কাটিয়েছি। দক্ষিণ আফ্রিকায় যারা খেলতে গিয়েছিল তাদের জন্য অন্তত ১৫ বার বিমানে চড়তে হয়েছে। একই সঙ্গে ১০ থেকে ১১ সপ্তাহ একেবারে কঠিন সময় পার করতে হয়েছে। এটা বিশ^কাপ, এখানে খেলার আবহই ভিন্ন। আমরা সবাই এটা বুঝতে পারছি। টুর্নামেন্টে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক সময়ে আমরা জ্বলে উঠেছি।’

বাঁ-হাতি এই পেসার আরও বলেছেন, ‘আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম সেটা যখন করতে পারিনি তখনই নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করি। সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখার চেষ্টা করেছে। তারই ফল হিসেবে আরও একটি বিশ^কাপর সেমিফাইনালে আমরা খেলতে যাচ্ছি।’

বিশ^কাপে সবচেয়ে সফল দল হিসেবে এখনও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১৯৮৭ (ভারত), ১৯৯৯ (ইংল্যান্ড), ২০০৩ (দক্ষিণ আফ্রিকা), ২০০৭ (ওয়েস্ট ইন্ডিজ) ও ২০১৫ (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) বিশ^কাপের শিরোপা জয়ী দলটি রেকর্ড ষষ্ঠ শিরোপা থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে রয়েছে। এছাড়া ১৯৭৫ সালে প্রথমবারের মতো আয়োজিত বৈশি^ক এই সর্বোচ্চ টুর্নামেন্টে রানার্স-আপে হয়েছে অস্ট্রেলিয়া। ১৯৯৬ সালে আবারও ফাইনালে উঠে শ্রীলঙ্কার কাছে পরাজত হয়ে রানারআপ হয়ে হয়েছিল অজিদের। এছাড়া ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে ও ২০১৯ বিশ^কাপের সেমিফাইনালে খেলেছে।

২০১৫ ওয়ানডে ও ২০২১ টি-২০ বিশ^কাপ জয়ী দলের সদস্য ছিলেন স্টার্ক। কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে ম্যাচকে সামনে রেখে স্টার্ক বলেন, ‘এটা একটি নতুন ম্যাচ। আমি ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যেই অনেক ম্যাচ খেলে ফেলেছি, বড় ম্যাচে পারফর্মও করেছি। কিন্তু এখন এসব বলার সময় নয়। আমাদের এই দলটি অত্যন্ত শান্ত, বিশেষ করে তরুণদের ওপর নির্ভরশীল। কম অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়রা বিশ^কাপে ভালো করছে, এটা অস্ট্রেলিয়ার ভবিষ্যতের জন্য ভালো একটি দিক।’

১৯৯৯ ও ২০০৭ বিশ^কাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দুইবার পরাজিত করেছে অস্ট্রেলিয়া। উভয় আসরেই অস্ট্রেলিয়া শিরোপা জয় করেছিল।

৩৩ বছর বয়সী স্টার্ক ক্যারিয়ারে এ পর্যন্ত ১১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১৫ ও ২০১৯ বিশ^কাপে যথাক্রমে ২২ ও ২৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। সব মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ২৩০টি ওয়ানডে উইকেট। এবারের আসরে তিনি এবং আরেক সতীর্থ পেসার প্যাট কামিন্স মিলে ১০টি করে উইকেট দখল করেছেন। লেগ স্পিনর অ্যাডাম জাম্পা ২২ উইকেট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন।

বিশ^কাপে দুই ইনিংসে দুটি করে বল ব্যবহার করার কারনে রিভার্স সুইং পাচ্ছেন না স্টার্ক। এ কারণেই উইকেট স্বল্পতা দেখা দিয়েছে বলে দাবি তার। এ সম্পর্কে স্টার্ক বলেন, ‘এখানে অনেক বিষয় জড়িত। দুই ইনিংসে উইকেটের মান একেবারে ভিন্ন হয়ে যায়। দিনের আলোয় এক ধরনের, রাতে সেটা একেবারে পাল্টে যাচ্ছে। তখন বলের গতি একেবারেই থাকে না। কৌশলগত কারনে বোলিংয়ে বৈচিত্র্য আনা সম্ভব হচ্ছে না। যে কারণে দলের ফলাফলে প্রভাব পড়ছে। আমি নিশ্চিতভাবেই নিজের মান অনুযায়ী বোলিং করতে পারিনি। কিন্তু এখন বড় ম্যাচে নিজেকের প্রমাণের সুযোগ রয়েছে।’

কাঁধ ও উরুর ইনজুরির কারণে অ্যাশেজের পর বেশ কিছু সিরিজ মিস করেন স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে তিনি কেন খেলেননি তার কারণ জানাননি, ‘আমি শুধুমাত্র তখনই খেলি যখন শতভাগ ফিট থাকি। আমি সম্ভবত ১০টি ম্যাচ খেলেছি। সব বোলারই কিছু না কিছু সমস্যা ভোগে। ব্যাটারদের মতো আমরা সেই বিষয়গুলো সবসময় সামনে আনতে চাই না।

ছবি

এশিয়া যুব ক্রিকেটের রাজত্ব বাংলাদেশের দখলে

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ছবি

ভারত-অস্ট্রেলিয়ার টেস্টে রেকর্ড গড়লেন দর্শকরা

ছবি

সৌম্য-মেহেদির নৈপুণ্যে গ্লোবাল লিগে চ্যাম্পিয়ন রংপুর

৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ১০ কি.মি ট্রেইল রান

ছবি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ‘এসসি কাপ ২০২৪’: বিজয়ী দল যাবে লিভারপুল

ছবি

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি

টেস্টে প্রথম ওভারে ছয় হাঁকিয়ে বিরল রেকর্ড ক্রাউলির

টিভিতে আজকের খেলা

ছবি

সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার তারিখ ঘোষণা

ছবি

আল্লাহ আমাকে পুরস্কারটি দিয়েছেন : তাসকিন

ছবি

১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

টিভিতে আজকের খেলা

ছবি

কুড়ি-বিশের ক্রিকেটঃ ৩ রানে ৫ উইকেট মুকিমের, ভাঙ্গলেন উমর গুলের রেকর্ড

ছবি

ইতিহাস গড়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

টিভিতে আজকের খেলা

ছবি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের শক্ত দল ঘোষণা

ছবি

গুয়ার্দিওলার দুঃসময়, ম্যানচেস্টার সিটির দুর্দশা, আবারও হার লীগে

টিভিতে আজকের খেলা

ছবি

পেনাল্টিতে হ্যাটট্রিক, ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম

ছবি

বিপর্যয়ের পর সাদমানের ফিফটি, ৩ ক্যাচ ছাড়ল উইন্ডিজরা

টিভিতে আজকের খেলা

ছবি

আবারো বাংলাদেশের পরীক্ষা নেবে ক্যারিবিয়ান পেসাররা

টিভিতে আজকের খেলা

ছবি

বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

ছবি

মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে মায়ামি!

ছবি

দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড গড়লেন জয়সুরিয়া

ছবি

লিভারপুলের জয়, চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাদ পড়ার শংকায় রেয়াল মাদ্রিদ

টিভিতে আজকের খেলা

ছবি

চ্যাম্পিয়ন্স লিগ: রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল

ছবি

ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরলো বার্সেলোনা

টিভিতে আজকের খেলা

ছবি

সাফের ম্যাচ ফি পাননি চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি

হতাশ সালাহ, চলছে নাটকীয়তা-ভক্তদের ক্ষোভ

ছবি

ক্যারিয়ার সেরা বোলিং করলেন তাসকিন

tab

খেলা

অস্ট্রেলিয়া সঠিক সময়ে জ্বলে উঠেছে : মিচেল স্টার্ক

সংবাদ স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেমিফাইনালকে সামনে রেখে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক বলেছেন, বিশ^কাপের শুরুটা ভালো না হলেও সঠিক সময়ে নিজেদের প্রমাণ করেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর টানা সাত ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালের টিকেট পেয়েছে অজিরা।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া উভয় দরই গ্রুপপর্বে সমান ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বিশ^কাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এরপর ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয় দিয়ে বিশ^কাপ শুরু করার পর প্রোটিয়াদের বিপক্ষে ১৩৪ রানে পরাজিত হয়।

টানা ম্যাচ খেলার ব্যস্ত সূচি সম্পর্কে স্টার্ক বলেছেন, ‘আমরা কিছুদিন বেশ ব্যস্ত সময় কাটিয়েছি। দক্ষিণ আফ্রিকায় যারা খেলতে গিয়েছিল তাদের জন্য অন্তত ১৫ বার বিমানে চড়তে হয়েছে। একই সঙ্গে ১০ থেকে ১১ সপ্তাহ একেবারে কঠিন সময় পার করতে হয়েছে। এটা বিশ^কাপ, এখানে খেলার আবহই ভিন্ন। আমরা সবাই এটা বুঝতে পারছি। টুর্নামেন্টে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক সময়ে আমরা জ্বলে উঠেছি।’

বাঁ-হাতি এই পেসার আরও বলেছেন, ‘আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম সেটা যখন করতে পারিনি তখনই নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করি। সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখার চেষ্টা করেছে। তারই ফল হিসেবে আরও একটি বিশ^কাপর সেমিফাইনালে আমরা খেলতে যাচ্ছি।’

বিশ^কাপে সবচেয়ে সফল দল হিসেবে এখনও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১৯৮৭ (ভারত), ১৯৯৯ (ইংল্যান্ড), ২০০৩ (দক্ষিণ আফ্রিকা), ২০০৭ (ওয়েস্ট ইন্ডিজ) ও ২০১৫ (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) বিশ^কাপের শিরোপা জয়ী দলটি রেকর্ড ষষ্ঠ শিরোপা থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে রয়েছে। এছাড়া ১৯৭৫ সালে প্রথমবারের মতো আয়োজিত বৈশি^ক এই সর্বোচ্চ টুর্নামেন্টে রানার্স-আপে হয়েছে অস্ট্রেলিয়া। ১৯৯৬ সালে আবারও ফাইনালে উঠে শ্রীলঙ্কার কাছে পরাজত হয়ে রানারআপ হয়ে হয়েছিল অজিদের। এছাড়া ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে ও ২০১৯ বিশ^কাপের সেমিফাইনালে খেলেছে।

২০১৫ ওয়ানডে ও ২০২১ টি-২০ বিশ^কাপ জয়ী দলের সদস্য ছিলেন স্টার্ক। কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে ম্যাচকে সামনে রেখে স্টার্ক বলেন, ‘এটা একটি নতুন ম্যাচ। আমি ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যেই অনেক ম্যাচ খেলে ফেলেছি, বড় ম্যাচে পারফর্মও করেছি। কিন্তু এখন এসব বলার সময় নয়। আমাদের এই দলটি অত্যন্ত শান্ত, বিশেষ করে তরুণদের ওপর নির্ভরশীল। কম অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়রা বিশ^কাপে ভালো করছে, এটা অস্ট্রেলিয়ার ভবিষ্যতের জন্য ভালো একটি দিক।’

১৯৯৯ ও ২০০৭ বিশ^কাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দুইবার পরাজিত করেছে অস্ট্রেলিয়া। উভয় আসরেই অস্ট্রেলিয়া শিরোপা জয় করেছিল।

৩৩ বছর বয়সী স্টার্ক ক্যারিয়ারে এ পর্যন্ত ১১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১৫ ও ২০১৯ বিশ^কাপে যথাক্রমে ২২ ও ২৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। সব মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ২৩০টি ওয়ানডে উইকেট। এবারের আসরে তিনি এবং আরেক সতীর্থ পেসার প্যাট কামিন্স মিলে ১০টি করে উইকেট দখল করেছেন। লেগ স্পিনর অ্যাডাম জাম্পা ২২ উইকেট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন।

বিশ^কাপে দুই ইনিংসে দুটি করে বল ব্যবহার করার কারনে রিভার্স সুইং পাচ্ছেন না স্টার্ক। এ কারণেই উইকেট স্বল্পতা দেখা দিয়েছে বলে দাবি তার। এ সম্পর্কে স্টার্ক বলেন, ‘এখানে অনেক বিষয় জড়িত। দুই ইনিংসে উইকেটের মান একেবারে ভিন্ন হয়ে যায়। দিনের আলোয় এক ধরনের, রাতে সেটা একেবারে পাল্টে যাচ্ছে। তখন বলের গতি একেবারেই থাকে না। কৌশলগত কারনে বোলিংয়ে বৈচিত্র্য আনা সম্ভব হচ্ছে না। যে কারণে দলের ফলাফলে প্রভাব পড়ছে। আমি নিশ্চিতভাবেই নিজের মান অনুযায়ী বোলিং করতে পারিনি। কিন্তু এখন বড় ম্যাচে নিজেকের প্রমাণের সুযোগ রয়েছে।’

কাঁধ ও উরুর ইনজুরির কারণে অ্যাশেজের পর বেশ কিছু সিরিজ মিস করেন স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে তিনি কেন খেলেননি তার কারণ জানাননি, ‘আমি শুধুমাত্র তখনই খেলি যখন শতভাগ ফিট থাকি। আমি সম্ভবত ১০টি ম্যাচ খেলেছি। সব বোলারই কিছু না কিছু সমস্যা ভোগে। ব্যাটারদের মতো আমরা সেই বিষয়গুলো সবসময় সামনে আনতে চাই না।

back to top