ফাইনালের অপেক্ষায় ফেডারেশন কাপ ফুটবল। আগামী বুধবার ময়মনসিংহের অনুষ্ঠিত হবে সেই মহারণ। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে লীগ চ্যাম্পিয়ন কিংস। ফাইনালের আগে রেফারি নিয়ে আপত্তি জানালো সাদা-কালোরা। ইতোমধ্যে এ বিষয়ে ফুটবল ফেডারেশনে (বাফুফে) চিঠি দিয়েছে ক্লাবটি।
মোহামেডান ফুটবল দলের ম্যানেজার ও সাবেক জাতীয় খেলোয়াড় ইমতিয়াজ আহমেদ নকীব এ বিষয়ে বলেন, ‘আমাদের ক্লাবের পক্ষ থেকে গত শনিবার ফেডারেশনে রেফারিং সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। চিঠিতে আমরা সুষ্ঠু ও সুন্দর ফাইনাল উপলক্ষে নিরপেক্ষ রেফারি চেয়েছি।’ সুষ্ঠু-নিরপেক্ষ রেফারিংয়ের স্বার্থে কিংসের বিপক্ষে মোহামেডান পাঁচজন রেফারির নাম উল্লেখ করে এদের ফাইনালে ম্যাচ পরিচালনা না করার অনুরোধ করেছে বাফুফের কাছে।
ফেডারেশন কাপ ফাইনালের আগে মোহামেডান গত বছরও রেফারিং নিয়ে প্রতিবাদ করেছিল। মোহামেডানের সমর্থক গোষ্ঠী আবাহনীর বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলন করেছিল। তারা বাফুফের সভাপতির কাছে চিঠিও দিয়েছিল। মোহামেডানের ক্লাব কর্মকর্তারা এর পেছনে থাকলেও আনুষ্ঠানিকভাবে তখন প্রতিক্রিয়া দেখায়নি। তবে এবার সরাসরি ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ফিরোজ রশীদ স্বাক্ষরিত চিঠি ফেডারেশনে সাধারণ সম্পাদক, রেফারিজ কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরও দেয়া হয়েছে । ফাইনালের আগে মোহামেডান পাঁচজন রেফারি নিয়ে আপত্তি দিয়েছে। কিংস ও মোহামেডান উভয়ের আপত্তিতের মধ্যে পড়েছেন প্রায় দশজন রেফারি। এখন দেখার বিষয় দুই ক্লাবের আপত্তির মধ্যে ফেডারেশন কাপ ফাইনাল ম্যাচের রেফারিংয়ের দায়িত্ব কাদের ওপর দেয় বাফুফে।
সোমবার, ২০ মে ২০২৪
ফাইনালের অপেক্ষায় ফেডারেশন কাপ ফুটবল। আগামী বুধবার ময়মনসিংহের অনুষ্ঠিত হবে সেই মহারণ। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে লীগ চ্যাম্পিয়ন কিংস। ফাইনালের আগে রেফারি নিয়ে আপত্তি জানালো সাদা-কালোরা। ইতোমধ্যে এ বিষয়ে ফুটবল ফেডারেশনে (বাফুফে) চিঠি দিয়েছে ক্লাবটি।
মোহামেডান ফুটবল দলের ম্যানেজার ও সাবেক জাতীয় খেলোয়াড় ইমতিয়াজ আহমেদ নকীব এ বিষয়ে বলেন, ‘আমাদের ক্লাবের পক্ষ থেকে গত শনিবার ফেডারেশনে রেফারিং সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। চিঠিতে আমরা সুষ্ঠু ও সুন্দর ফাইনাল উপলক্ষে নিরপেক্ষ রেফারি চেয়েছি।’ সুষ্ঠু-নিরপেক্ষ রেফারিংয়ের স্বার্থে কিংসের বিপক্ষে মোহামেডান পাঁচজন রেফারির নাম উল্লেখ করে এদের ফাইনালে ম্যাচ পরিচালনা না করার অনুরোধ করেছে বাফুফের কাছে।
ফেডারেশন কাপ ফাইনালের আগে মোহামেডান গত বছরও রেফারিং নিয়ে প্রতিবাদ করেছিল। মোহামেডানের সমর্থক গোষ্ঠী আবাহনীর বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলন করেছিল। তারা বাফুফের সভাপতির কাছে চিঠিও দিয়েছিল। মোহামেডানের ক্লাব কর্মকর্তারা এর পেছনে থাকলেও আনুষ্ঠানিকভাবে তখন প্রতিক্রিয়া দেখায়নি। তবে এবার সরাসরি ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ফিরোজ রশীদ স্বাক্ষরিত চিঠি ফেডারেশনে সাধারণ সম্পাদক, রেফারিজ কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরও দেয়া হয়েছে । ফাইনালের আগে মোহামেডান পাঁচজন রেফারি নিয়ে আপত্তি দিয়েছে। কিংস ও মোহামেডান উভয়ের আপত্তিতের মধ্যে পড়েছেন প্রায় দশজন রেফারি। এখন দেখার বিষয় দুই ক্লাবের আপত্তির মধ্যে ফেডারেশন কাপ ফাইনাল ম্যাচের রেফারিংয়ের দায়িত্ব কাদের ওপর দেয় বাফুফে।