দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে আগামী ৩ অক্টোবরের মধ্যে এসব তথ্য দুদকের কাছে জমা দিতে বলা হয়েছে।
দুদক ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে দুর্জয়ের একক বা যৌথ নামে থাকা ব্যাংক হিসাব, তার মালিকানাধীন প্রতিষ্ঠান চেজ ট্রেডিং লিমিটেড ও চেজ পাওয়ার লিমিটেডের যাবতীয় তথ্য চেয়েছে। চিঠিতে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআর, লকার, সঞ্চয়পত্রসহ যাবতীয় লেনদেনের বিবরণী এবং অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, এবং সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া আরিচা নৌ-টার্মিনালের জমি দখল ও নদীতে অবৈধ ড্রেজিং করে বালু উত্তোলনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।
এছাড়াও, দুর্জয়ের নামে মানিকগঞ্জে জমি, বাড়ি, একাধিক গাড়ি এবং দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানায় দুদক।
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে আগামী ৩ অক্টোবরের মধ্যে এসব তথ্য দুদকের কাছে জমা দিতে বলা হয়েছে।
দুদক ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে দুর্জয়ের একক বা যৌথ নামে থাকা ব্যাংক হিসাব, তার মালিকানাধীন প্রতিষ্ঠান চেজ ট্রেডিং লিমিটেড ও চেজ পাওয়ার লিমিটেডের যাবতীয় তথ্য চেয়েছে। চিঠিতে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআর, লকার, সঞ্চয়পত্রসহ যাবতীয় লেনদেনের বিবরণী এবং অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, এবং সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া আরিচা নৌ-টার্মিনালের জমি দখল ও নদীতে অবৈধ ড্রেজিং করে বালু উত্তোলনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।
এছাড়াও, দুর্জয়ের নামে মানিকগঞ্জে জমি, বাড়ি, একাধিক গাড়ি এবং দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানায় দুদক।