ইংলিশ প্রিমিয়ার লিগে গতকালের উলভারহ্যাম্পটনের সাথে বোর্নমাউথের ম্যাচে বিরল রেকর্ড করেছেন জাস্টিন ক্লুইভার্ট। শনিবার ৪-২ গোলের জয়ের ম্যাচে বোর্নমাউথের জাস্টিন ক্লুইভার্ট করেছেন ৩ গোল। সবগুলোই পেনাল্টি থেকে।ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে পেনাল্টি থেকে হ্যাটট্রিক এই প্রথম।
শুধুই কি তাই, ঘটেছে আরও নতুন ঘটনা। পেনাল্টি আদায়েও হয়েছে রেকর্ড। প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে বোর্নমাউথের ফরোয়ার্ড ইভানিলসন এক ম্যাচে তিনটি পেনাল্টি আদায়ের রেকর্ড করেছেন।
গতকাল পেনাল্টিতে গোল হওয়ার রেকর্ড হয়েছে কয়েকটি। ওয়েস্টহামের সাথে ম্যাচে আর্সেনাল ৫-২ গোলের জয় পায়। আর্সেনালও দুটি গোল করেছে পেনাল্টি থেকে। আর্সেনালের সাকা ও ওর্ডেগার্ড গোল করেন পেনাল্টি থেকে।
ম্যাচের প্রথমার্ধেই দুদল মিলে ৭ টি গোল করেন। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি।
আবার ইপসউইচ বনাম নটিংহ্যাম ফরেস্টের ম্যাচের একমাত্র গোলটি ও আসে পেনাল্টি থেকে। নটিংহ্যাম ফরেস্টের ত্রিস উড একমাত্র গোলটি করেন পেনাল্টি থেকেই যাতে ভর করে নটিংহ্যাম ফরেস্ট জয় পায়।
বোর্নমাউথের ক্লুইভার্ট পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ম্যাচের তৃতীয় মিনিটে। ১৮ মিনিটে পেনাল্টি থেকেই দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রিমিয়ার লিগে ১৮ মিনিটে দুটি পেনাল্টি পাওয়া এবং গোল করা, তাও রেকর্ড। ৭৪ মিনিটে আরেকটি পেনাল্টি পেয়ে গোল করেই নতুন এই রেকর্ড গড়েন জাস্টিন ক্লুইভার্ট। তিনি সাবেক বার্সেলোনা তারকা প্যার্টিক ক্লুইভার্টের ছেলে।
ইতিহাসের প্রথম পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে ক্লুইভার্ট উচ্ছ্বাস লুকাননি। তিনি বলেন, ‘যে কোন ধরনের রেকর্ড গড়াই গৌরবময়। আমি আরো রেকর্ডের মুখোমুখি হতে চাই।’
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে লিভারপুলের জয়জয়কার চলছে, ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে দুইয়ে আর্সেনাল। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার সিটি।
আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০ টায় মুখোমুখি হবে লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটি। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে লিভারপুল। ৪ দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদ কে ২-০ গোলে হারিয়ে ফর্মে আছে লিভারপুল।
রোববার, ০১ ডিসেম্বর ২০২৪
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকালের উলভারহ্যাম্পটনের সাথে বোর্নমাউথের ম্যাচে বিরল রেকর্ড করেছেন জাস্টিন ক্লুইভার্ট। শনিবার ৪-২ গোলের জয়ের ম্যাচে বোর্নমাউথের জাস্টিন ক্লুইভার্ট করেছেন ৩ গোল। সবগুলোই পেনাল্টি থেকে।ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে পেনাল্টি থেকে হ্যাটট্রিক এই প্রথম।
শুধুই কি তাই, ঘটেছে আরও নতুন ঘটনা। পেনাল্টি আদায়েও হয়েছে রেকর্ড। প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে বোর্নমাউথের ফরোয়ার্ড ইভানিলসন এক ম্যাচে তিনটি পেনাল্টি আদায়ের রেকর্ড করেছেন।
গতকাল পেনাল্টিতে গোল হওয়ার রেকর্ড হয়েছে কয়েকটি। ওয়েস্টহামের সাথে ম্যাচে আর্সেনাল ৫-২ গোলের জয় পায়। আর্সেনালও দুটি গোল করেছে পেনাল্টি থেকে। আর্সেনালের সাকা ও ওর্ডেগার্ড গোল করেন পেনাল্টি থেকে।
ম্যাচের প্রথমার্ধেই দুদল মিলে ৭ টি গোল করেন। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি।
আবার ইপসউইচ বনাম নটিংহ্যাম ফরেস্টের ম্যাচের একমাত্র গোলটি ও আসে পেনাল্টি থেকে। নটিংহ্যাম ফরেস্টের ত্রিস উড একমাত্র গোলটি করেন পেনাল্টি থেকেই যাতে ভর করে নটিংহ্যাম ফরেস্ট জয় পায়।
বোর্নমাউথের ক্লুইভার্ট পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ম্যাচের তৃতীয় মিনিটে। ১৮ মিনিটে পেনাল্টি থেকেই দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রিমিয়ার লিগে ১৮ মিনিটে দুটি পেনাল্টি পাওয়া এবং গোল করা, তাও রেকর্ড। ৭৪ মিনিটে আরেকটি পেনাল্টি পেয়ে গোল করেই নতুন এই রেকর্ড গড়েন জাস্টিন ক্লুইভার্ট। তিনি সাবেক বার্সেলোনা তারকা প্যার্টিক ক্লুইভার্টের ছেলে।
ইতিহাসের প্রথম পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে ক্লুইভার্ট উচ্ছ্বাস লুকাননি। তিনি বলেন, ‘যে কোন ধরনের রেকর্ড গড়াই গৌরবময়। আমি আরো রেকর্ডের মুখোমুখি হতে চাই।’
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে লিভারপুলের জয়জয়কার চলছে, ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে দুইয়ে আর্সেনাল। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার সিটি।
আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০ টায় মুখোমুখি হবে লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটি। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে লিভারপুল। ৪ দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদ কে ২-০ গোলে হারিয়ে ফর্মে আছে লিভারপুল।