রেকর্ড সবসময় সুখ স্মৃতি বহন করবে এমনটা ভাবা লোকই পৃথিবীতে বেশি। কিন্তু কিছু কিছু রেকর্ড তার উল্টে অনুভূতিও দেয়।
ইতিহাস বলে বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের তুলনা চলেনা। ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই সংস্করন — ১৯৭৫ এবং ১৯৭৯ সালে — বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের নতুন সংস্করণ টি-টুয়েন্টি বিশ্বকাপেও দুই বারের চ্যাম্পিয়ন তারা। ২০১২ এবং ২০১৬ সালে তারা কুড়ি-বিশের ক্রিকেটের ট্রফি জিতে নেয়।
বাংলাদেশ এখনও বড় কোনও টুর্নামেন্ট জিতেনি। তবে নারী ক্রিকেট দল আর অনুর্দ্ধ-১৯ যুবদলের সাফল্য আছে। কিন্তু সাফল্যের পরিসংখ্যানের হিসেবে দুই মেরুতে থাকা দুইদল অবশ্য এক জায়গায় মিলেমিশে একাকার।
সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে বাংলাদেশের। যা হলো আন্তজার্তিক টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড।
বাংলাদেশ যখন গতকাল ১৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামে তখন এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি বাংলাদেশের দখলে ছিলো। ১০৭ টি ম্যাচ হেরে বাংলাদেশ ছিলো প্রথম। ওয়েস্ট ইন্ডিজ ১০৬ টি ম্যাচ হেরে রেকর্ডের ২ নাম্বারে ছিলো।
প্রথম ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে জয় পায়। ফলে পরাজয়ের সংখ্যায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন এক কাতারে — ১০৭টি,টি-টুয়েন্টি ম্যাচ হারা দল তারা।
আগামীকাল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। কাল যারা হারবে তারা আন্তজার্তিক টি-টুয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এককভাবে দখল করে নিবে।
শ্রীলংকা ১০৪টি, জিম্বাবুয়ে ১০৩টি করে ম্যাচ হেরে যথাক্রমে রেকর্ডের তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে।
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
রেকর্ড সবসময় সুখ স্মৃতি বহন করবে এমনটা ভাবা লোকই পৃথিবীতে বেশি। কিন্তু কিছু কিছু রেকর্ড তার উল্টে অনুভূতিও দেয়।
ইতিহাস বলে বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের তুলনা চলেনা। ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই সংস্করন — ১৯৭৫ এবং ১৯৭৯ সালে — বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের নতুন সংস্করণ টি-টুয়েন্টি বিশ্বকাপেও দুই বারের চ্যাম্পিয়ন তারা। ২০১২ এবং ২০১৬ সালে তারা কুড়ি-বিশের ক্রিকেটের ট্রফি জিতে নেয়।
বাংলাদেশ এখনও বড় কোনও টুর্নামেন্ট জিতেনি। তবে নারী ক্রিকেট দল আর অনুর্দ্ধ-১৯ যুবদলের সাফল্য আছে। কিন্তু সাফল্যের পরিসংখ্যানের হিসেবে দুই মেরুতে থাকা দুইদল অবশ্য এক জায়গায় মিলেমিশে একাকার।
সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে বাংলাদেশের। যা হলো আন্তজার্তিক টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড।
বাংলাদেশ যখন গতকাল ১৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামে তখন এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি বাংলাদেশের দখলে ছিলো। ১০৭ টি ম্যাচ হেরে বাংলাদেশ ছিলো প্রথম। ওয়েস্ট ইন্ডিজ ১০৬ টি ম্যাচ হেরে রেকর্ডের ২ নাম্বারে ছিলো।
প্রথম ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে জয় পায়। ফলে পরাজয়ের সংখ্যায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন এক কাতারে — ১০৭টি,টি-টুয়েন্টি ম্যাচ হারা দল তারা।
আগামীকাল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। কাল যারা হারবে তারা আন্তজার্তিক টি-টুয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এককভাবে দখল করে নিবে।
শ্রীলংকা ১০৪টি, জিম্বাবুয়ে ১০৩টি করে ম্যাচ হেরে যথাক্রমে রেকর্ডের তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে।