গোলাপি বলে শেষ করলেন আন্তর্জাতিক ক্যারিয়ার। শেষ করলেন ২০২৪ সালের ডিসেম্বরে এসে। বোর্ডার-গাভাস্কার ট্রফির দিবারাত্রির গোলাপি বলের টেস্ট ম্যাচটিই হয়ে রইলো রাভিচন্দ্রন আশউইনের ক্যারিয়ারের শেষ ম্যাচ। গোলাপি বলের মতো তার ক্যারিয়ারটাও কম গোলাপি নয়।
২০১০ সালে জিম্বাবুয়ের হারারেতে ত্রিদেশীয় ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু। তারপর একে একে জয় করেছেন ২০১১ সালে ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৬ সালে এশিয়া কাপ জয়ী দলের সদস্য তিনি।
বর্তমান টেস্টের তৃতীয় সেরা অলরাউন্ডার। আইসিসির বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রথম ১০০ উইকেট শিকারি বোলার। বর্তমানে টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারি, তার ঝুলিতে পুরেছেন ৫৩৭ টি উইকেট।
৩৮ বছর বয়সী এই লিজেন্ড ভারতের হয়ে তিন সংস্করণের ক্রিকেটে নিয়েছেন ৭৬৫ উইকেট।ম্যাচ খেলেছেন ২৮৭ টি। ভারতের ক্রিকেট বুকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই অলরাউন্ডার।
টেস্টে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় নেমে করেছেন ৬ টি সেঞ্চুরি। তিন সংস্করণ মিলিয়ে রান করেছেন ৪৩৯৪।
১০৬ টেস্টে নিয়েছেন ৫৩৭ উইকেট।
আর ১৫৬ ওয়ানডে ম্যাচে ১১৬ উইকেট। আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছেন ৬৫টি, উইকেট ৭২টি। তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোট ৩১ বার।
ব্যক্তিগত জীবনে স্ত্রী প্রজ্ঞা এবং দুই কন্যা সন্তানের জনক আশউইন।
ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার তার বর্নিল ক্যারিয়ারের জন্য বিসিসিআই, সহকর্মী এবং সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। শেষ বেলা কান্নাভেজা চোখে ভারতীয় দলকে ধন্যবাদ জানিয়েছেন। বললেন, ‘খুব আনন্দ এবং অহংকারের ছিলো ভারতীয় জার্সি পরে বিশ্ব দরবারে দেশকে উপস্থাপন করা।’
তিনি জানিয়েছেন ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাবেন আরো কিছুদিন।
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
গোলাপি বলে শেষ করলেন আন্তর্জাতিক ক্যারিয়ার। শেষ করলেন ২০২৪ সালের ডিসেম্বরে এসে। বোর্ডার-গাভাস্কার ট্রফির দিবারাত্রির গোলাপি বলের টেস্ট ম্যাচটিই হয়ে রইলো রাভিচন্দ্রন আশউইনের ক্যারিয়ারের শেষ ম্যাচ। গোলাপি বলের মতো তার ক্যারিয়ারটাও কম গোলাপি নয়।
২০১০ সালে জিম্বাবুয়ের হারারেতে ত্রিদেশীয় ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু। তারপর একে একে জয় করেছেন ২০১১ সালে ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৬ সালে এশিয়া কাপ জয়ী দলের সদস্য তিনি।
বর্তমান টেস্টের তৃতীয় সেরা অলরাউন্ডার। আইসিসির বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রথম ১০০ উইকেট শিকারি বোলার। বর্তমানে টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারি, তার ঝুলিতে পুরেছেন ৫৩৭ টি উইকেট।
৩৮ বছর বয়সী এই লিজেন্ড ভারতের হয়ে তিন সংস্করণের ক্রিকেটে নিয়েছেন ৭৬৫ উইকেট।ম্যাচ খেলেছেন ২৮৭ টি। ভারতের ক্রিকেট বুকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই অলরাউন্ডার।
টেস্টে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় নেমে করেছেন ৬ টি সেঞ্চুরি। তিন সংস্করণ মিলিয়ে রান করেছেন ৪৩৯৪।
১০৬ টেস্টে নিয়েছেন ৫৩৭ উইকেট।
আর ১৫৬ ওয়ানডে ম্যাচে ১১৬ উইকেট। আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছেন ৬৫টি, উইকেট ৭২টি। তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোট ৩১ বার।
ব্যক্তিগত জীবনে স্ত্রী প্রজ্ঞা এবং দুই কন্যা সন্তানের জনক আশউইন।
ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার তার বর্নিল ক্যারিয়ারের জন্য বিসিসিআই, সহকর্মী এবং সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। শেষ বেলা কান্নাভেজা চোখে ভারতীয় দলকে ধন্যবাদ জানিয়েছেন। বললেন, ‘খুব আনন্দ এবং অহংকারের ছিলো ভারতীয় জার্সি পরে বিশ্ব দরবারে দেশকে উপস্থাপন করা।’
তিনি জানিয়েছেন ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাবেন আরো কিছুদিন।