লুসাইল স্টেডিয়াম থেকে এবার সুখ স্মৃতি নিয়ে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে দু’বছর আগে রাতটি তার জন্য ছিলো বেদনার। অশ্রু ঝরছিল টপটপ করে তার দু’চোখে। হ্যাট্রিক করেও মেসির আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের ট্রফি বির্সজন দিতে হয়েছিল ২০২২ সালের ১৮ ডিসেম্বর।
কিন্তু এবার সেই লুসাইল স্টেডিয়াম থেকে দুহাত ভরে ট্রফি নিয়ে বেরিয়েছেন এমবাপ্পে। গতকাল রাতে আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমবাপ্পের রেয়াল মাদ্রিদ। গোল তিনটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং এমবাপ্পে।
গত সপ্তাহে আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পাওয়ায় এমবাপ্পের ধারণা করা হয়েছিল ১০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে তিনি খেললেন এবং ৩৭ মিনিটে তার করা গোলেই ১-০ তে এগিয়ে যায় রেয়াল মাদ্রিদ। সম্মিলিত আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে শুধু হালকা ডান পায়ের ছোঁয়ায় গোল করেন এমবাপ্পে।
আর ৫৩ মিনিটে রদ্রিগোর গোলটি ছিলো দেখার মতো। প্রায় ২৫ মিটার দূর থেকে বাঁকানো শটে এই ব্রাজিলিয়ান গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় রেয়াল মাদ্রিদ।
ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি পায় রেয়াল, আগের রাতেই ফিফা দ্য বেস্ট জয়ী ভিনিসিয়ুস গোল করতে ভুল করেনি। ৩-০ তে এগিয়ে যায় রেয়াল।
পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে খেলে রেয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব পাচুকার খেলোয়াড়দের অধিকাংশ সময় জুড়ে বলের পিছনে পিছনে ঘুরে আর রেয়ালের আক্রমণ ঠেকিয়ে সময় কেটেছে। শেষ অব্দি ৩-০ তে জয়ী হয়ে আন্তঃমহাদেশীয় কাপের মুকুট ঘরে তুলে স্পেনের রাজকীয় ক্লাবটি।
আগামী বছর থেকে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। থাকছেনা আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে খেলার ধারা।
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
লুসাইল স্টেডিয়াম থেকে এবার সুখ স্মৃতি নিয়ে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে দু’বছর আগে রাতটি তার জন্য ছিলো বেদনার। অশ্রু ঝরছিল টপটপ করে তার দু’চোখে। হ্যাট্রিক করেও মেসির আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের ট্রফি বির্সজন দিতে হয়েছিল ২০২২ সালের ১৮ ডিসেম্বর।
কিন্তু এবার সেই লুসাইল স্টেডিয়াম থেকে দুহাত ভরে ট্রফি নিয়ে বেরিয়েছেন এমবাপ্পে। গতকাল রাতে আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমবাপ্পের রেয়াল মাদ্রিদ। গোল তিনটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং এমবাপ্পে।
গত সপ্তাহে আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পাওয়ায় এমবাপ্পের ধারণা করা হয়েছিল ১০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে তিনি খেললেন এবং ৩৭ মিনিটে তার করা গোলেই ১-০ তে এগিয়ে যায় রেয়াল মাদ্রিদ। সম্মিলিত আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে শুধু হালকা ডান পায়ের ছোঁয়ায় গোল করেন এমবাপ্পে।
আর ৫৩ মিনিটে রদ্রিগোর গোলটি ছিলো দেখার মতো। প্রায় ২৫ মিটার দূর থেকে বাঁকানো শটে এই ব্রাজিলিয়ান গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় রেয়াল মাদ্রিদ।
ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি পায় রেয়াল, আগের রাতেই ফিফা দ্য বেস্ট জয়ী ভিনিসিয়ুস গোল করতে ভুল করেনি। ৩-০ তে এগিয়ে যায় রেয়াল।
পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে খেলে রেয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব পাচুকার খেলোয়াড়দের অধিকাংশ সময় জুড়ে বলের পিছনে পিছনে ঘুরে আর রেয়ালের আক্রমণ ঠেকিয়ে সময় কেটেছে। শেষ অব্দি ৩-০ তে জয়ী হয়ে আন্তঃমহাদেশীয় কাপের মুকুট ঘরে তুলে স্পেনের রাজকীয় ক্লাবটি।
আগামী বছর থেকে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। থাকছেনা আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে খেলার ধারা।