চওড়া হাসি নিয়ে হাতে বল তুলে ধরে মাঠ ছাড়লেন তাসকিন আহমেদ। আর এভাবেই লেখা হলো ইতিহাস। বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সে তাসকিন গড়লেন রেকর্ড। এক ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি হয়ে উঠলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি।
তাসকিনের বোলিং ফিগার ছিল ৪-০-১৯-৭। বিপিএলে এটি সর্বকালের সেরা বোলিং পারফরম্যান্স। তার আগে সেরা ছিল মোহাম্মদ আমিরের ৬ উইকেট (১৭ রানে)। বাংলাদেশের বোলারদের মধ্যে আগের সেরা পারফরম্যান্স ছিল সাকিব আল হাসানের, যিনি ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই লিটন দাসকে শূন্য রানে আউট করে শুরু করেন তাসকিন। পরের ওভারে আউট করেন তানজিদ হাসান। এরপর সপ্তদশ ওভারে ফিরে শাহাদাত হোসেন ও চাতুরাঙ্গা ডি সিলভাকে ফেরান।
শেষ ওভারে আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম ও শুভাম রাঞ্জানকে আউট করে নিজের সপ্তম উইকেট তুলে নেন। ৮ উইকেটের সম্ভাবনাও ছিল, তবে শেষ বলে একটি রান নেওয়ায় তা আর হয়নি।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার কীর্তি আগে মাত্র দুজনের ছিল। মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস নিয়েছিলেন ৮ রানে ৭ উইকেট, আর ইংল্যান্ডের কলিন আকারম্যান নিয়েছিলেন ১৮ রানে ৭ উইকেট। তাদের পাশে এবার যোগ হলো তাসকিন আহমেদের নাম।
বাংলাদেশের বোলারদের মধ্যে বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল আবু হায়দারের (১২ রানে ৫ উইকেট)। তাসকিন এই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন। নিজের আগের রেকর্ড (৩১ রানে ৫ উইকেট) ভেঙে এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন।
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
চওড়া হাসি নিয়ে হাতে বল তুলে ধরে মাঠ ছাড়লেন তাসকিন আহমেদ। আর এভাবেই লেখা হলো ইতিহাস। বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সে তাসকিন গড়লেন রেকর্ড। এক ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি হয়ে উঠলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি।
তাসকিনের বোলিং ফিগার ছিল ৪-০-১৯-৭। বিপিএলে এটি সর্বকালের সেরা বোলিং পারফরম্যান্স। তার আগে সেরা ছিল মোহাম্মদ আমিরের ৬ উইকেট (১৭ রানে)। বাংলাদেশের বোলারদের মধ্যে আগের সেরা পারফরম্যান্স ছিল সাকিব আল হাসানের, যিনি ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই লিটন দাসকে শূন্য রানে আউট করে শুরু করেন তাসকিন। পরের ওভারে আউট করেন তানজিদ হাসান। এরপর সপ্তদশ ওভারে ফিরে শাহাদাত হোসেন ও চাতুরাঙ্গা ডি সিলভাকে ফেরান।
শেষ ওভারে আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম ও শুভাম রাঞ্জানকে আউট করে নিজের সপ্তম উইকেট তুলে নেন। ৮ উইকেটের সম্ভাবনাও ছিল, তবে শেষ বলে একটি রান নেওয়ায় তা আর হয়নি।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার কীর্তি আগে মাত্র দুজনের ছিল। মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস নিয়েছিলেন ৮ রানে ৭ উইকেট, আর ইংল্যান্ডের কলিন আকারম্যান নিয়েছিলেন ১৮ রানে ৭ উইকেট। তাদের পাশে এবার যোগ হলো তাসকিন আহমেদের নাম।
বাংলাদেশের বোলারদের মধ্যে বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল আবু হায়দারের (১২ রানে ৫ উইকেট)। তাসকিন এই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন। নিজের আগের রেকর্ড (৩১ রানে ৫ উইকেট) ভেঙে এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন।