অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডাম গ্রিফিথ। তাসমানিয়ার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার অস্ট্রেলিয়ার পুরুষ দলের পেসারদের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
ভিক্টোরিয়ার সহকারী কোচের দায়িত্ব ছেড়ে অস্ট্রেলিয়ার পেস বোলিং কোচ হয়েছেন গ্রিফিথ। তার নিয়োগে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, আমি খুব খুশি যে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলে পেস বোলিং কোচ হিসেবে অ্যাডাম তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। আমাদের কোচিং সেটআপে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যোগ দিয়েছেন তিনি। সব ফরম্যাটে তার দক্ষতা অস্ট্রেলিয়ার পেস বোলারদের তৈরিতে মূল্যবান অবদান রাখবে।
এলিট লেভেলে কোচিং করানোর ভালো অভিজ্ঞতা আছে গ্রিফিতের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কচার্সের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
তাসমানিয়ার ডিরেক্টর অব কোচিং, তাসমানিয়া টাইগার্স এবং হোবার্ট হারিকেনের হেড কোচ হিসেবেও কাজ করেছেন গ্রিফিথ। ২০২৪ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচ (বোলিং) ছিলেন তিনি।
পদচারণা আছে আন্তর্জাতিক অঙ্গনেও। ২০১২ এবং ২০১৬ সালে অস্ট্রেলিয়া দলের হয়ে দ্বিপাক্ষীয় সফরে ছিলেন গ্রিফিথ। দলের সঙ্গে ছিলেন ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপেও।
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডাম গ্রিফিথ। তাসমানিয়ার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার অস্ট্রেলিয়ার পুরুষ দলের পেসারদের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
ভিক্টোরিয়ার সহকারী কোচের দায়িত্ব ছেড়ে অস্ট্রেলিয়ার পেস বোলিং কোচ হয়েছেন গ্রিফিথ। তার নিয়োগে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, আমি খুব খুশি যে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলে পেস বোলিং কোচ হিসেবে অ্যাডাম তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। আমাদের কোচিং সেটআপে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যোগ দিয়েছেন তিনি। সব ফরম্যাটে তার দক্ষতা অস্ট্রেলিয়ার পেস বোলারদের তৈরিতে মূল্যবান অবদান রাখবে।
এলিট লেভেলে কোচিং করানোর ভালো অভিজ্ঞতা আছে গ্রিফিতের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কচার্সের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
তাসমানিয়ার ডিরেক্টর অব কোচিং, তাসমানিয়া টাইগার্স এবং হোবার্ট হারিকেনের হেড কোচ হিসেবেও কাজ করেছেন গ্রিফিথ। ২০২৪ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচ (বোলিং) ছিলেন তিনি।
পদচারণা আছে আন্তর্জাতিক অঙ্গনেও। ২০১২ এবং ২০১৬ সালে অস্ট্রেলিয়া দলের হয়ে দ্বিপাক্ষীয় সফরে ছিলেন গ্রিফিথ। দলের সঙ্গে ছিলেন ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপেও।