খেলোয়াড়দের পাওনা পরিশোধে তিন দফা প্রতিশ্রুতি
বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। খেলোয়াড় ও কোচিং স্টাফদের বকেয়া পারিশ্রমিক পরিশোধে একাধিক প্রতিশ্রুতি ভঙ্গের দায় স্বীকার করে তিনি জানিয়েছেন, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা পরিশোধ করবেন।
চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে অর্থসংকট, চুক্তি ভঙ্গ, বিদেশি খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করা, চেক বাউন্সসহ একাধিক অভিযোগ ওঠে। এমনকি অর্থ না পেয়ে বিদেশি খেলোয়াড়দের না খেলার ঘটনাও ঘটে। এসব অনিয়মের কারণে দলটি টুর্নামেন্টে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় শফিকুর রহমানকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি তিন দফায়—৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি—২৫ শতাংশ হারে সকল পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলে অনিয়ম তদন্তে একটি সত্যানুসন্ধান কমিটি কাজ করছে এবং দেশের ক্রীড়া অঙ্গনের ভাবমূর্তি রক্ষায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খেলোয়াড়দের পাওনা পরিশোধে তিন দফা প্রতিশ্রুতি
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। খেলোয়াড় ও কোচিং স্টাফদের বকেয়া পারিশ্রমিক পরিশোধে একাধিক প্রতিশ্রুতি ভঙ্গের দায় স্বীকার করে তিনি জানিয়েছেন, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা পরিশোধ করবেন।
চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে অর্থসংকট, চুক্তি ভঙ্গ, বিদেশি খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করা, চেক বাউন্সসহ একাধিক অভিযোগ ওঠে। এমনকি অর্থ না পেয়ে বিদেশি খেলোয়াড়দের না খেলার ঘটনাও ঘটে। এসব অনিয়মের কারণে দলটি টুর্নামেন্টে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় শফিকুর রহমানকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি তিন দফায়—৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি—২৫ শতাংশ হারে সকল পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলে অনিয়ম তদন্তে একটি সত্যানুসন্ধান কমিটি কাজ করছে এবং দেশের ক্রীড়া অঙ্গনের ভাবমূর্তি রক্ষায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।