দুবাই অ্যাকাডেমি মাঠে অনুশীলনে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া ৮ দলের মধ্যে প্রস্তুতিতে পিছিয়ে বাংলাদেশ ও আফগানিস্তান। এই দুই দলই গত মাস দুয়েক ধরে খেলেনি কোনো ওয়ানডে। মূল আসরে নামার আগে তাই প্রস্তুতি ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ।
আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান শাহিনসের (পাকিস্তান ‘এ’) বিপক্ষে নামবে বাংলাদেশ। সেই ম্যাচটি দলের অবস্থা সম্পর্কে দিবে একটা স্পষ্ট ধারণা।
দুবাই পৌঁছে একদিন বিশ্রাম নেয়ার পর রবিবার অনুশীলন করে শান্তর দল। সেই অনুশীলন শেষ করে দলের হয়ে কথা বলেন পেসার তানজিম হাসান সাকিব। তিনি জানান তাদের লক্ষ্যের কথা, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। চেষ্টা থাকবে উইকেট সম্পর্কে যতো বেশি সম্ভব তথ্য নেয়া যায়। কোনো ধরনের বল এখানে ভালো কাজ করে, কোনো লেংথে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করবো।’
দুবাইতে আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর দল। তানজিম জানান সেশনটি ছিল খুবই কার্যকর, ‘প্রথম অনুশীলন সেশন খুব ভালো গিয়েছে। জিম করলাম, পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগই অনুশীলন করেছি। খুব ভালো লাগছে। কেমন অনুভূত হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ। সবমিলিয়ে আজকের অনুশীলনের পর অনুভূতি খুব ভালো।’
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে গত বছরের ১২ ডিসেম্বর। এরপর থেকে টি-২০ সংস্করণে ব্যস্ত ক্রিকেটাররা। দুই মাসের বেশি সময় ধরে পঞ্চাশ ওভারের ক্রিকেট না খেলার ঘাটতি মেটানোর একরকম সুযোগ অবশ্য পাচ্ছে বাংলাদেশ
২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপের বাকি দুই ম্যাচ খেলতে এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডি যাবে বাংলাদেশ দল।
অঘটনের জন্ম দিতে পারে
বাংলাদেশ : ভিলিয়ার্স
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া দলগুলোর মধ্যে আফগানিস্তানের থেকেও বাংলাদেশকে পিছিয়ে রেখেছিলেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। তার এমন এতো সুনির্দিষ্ট না হলেও নাজমুল হোসেন শান্তদের নিয়ে আশাবাদী কথা শোনালেন না দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স।
৮ দলের আসরে অংশ নিতে যাওয়ার আগে নিজেদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া বলে জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। তবে তার দলকে সেমিফাইনালে ওঠতে দেখলেই বেশ অবাক হবেন ভিলিয়ার্স, একটি ইউটিউব চ্যানেলে এমন মতই দেন তিনি, ‘আমি সত্যি করে যদি বলে তাহলে বাংলাদেশকে নকআউটে দেখছি না। বাংলাদেশি ভক্তরা হয়তো শুনতে পছন্দ করবে না। কিন্তু আমাকে সততার সঙ্গে বলতে হবে।’
ভিলিয়ার্স মনে করেন ‘কিছু অঘটনের জন্ম দিতে পারে বাংলাদেশ, তবে সেমিতে যাওয়া হবে তাদের জন্য ভীষণ কঠিন, ‘তাদের অবশ্যই কিছু দলকে চমকে দেয়ার সামর্থ্য আছে। হয়তো এমনকি কোনো বড় দলকেও (চমকে দিতে পারে)। কিন্তু সেমিফাইনালে যাওয়া দলটির জন্য বিশাল চ্যালেঞ্জ হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর হয়েছিল ২০১৭ সালে ইংল্যান্ডে। সেই আসরে সেমিফাইনালে ওঠে সবাইকে চমকে দেয় বাংলাদেশ। অবশ্য সেমি নিশ্চিত করতে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবিধা পেয়েছিল দলটি।
এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেমিতে যেতে হলে থাকতে হবে সেরা দুইয়ে। কাজটা নিশ্চিতভাবেই কঠিন।
দুবাই অ্যাকাডেমি মাঠে অনুশীলনে বাংলাদেশ
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া ৮ দলের মধ্যে প্রস্তুতিতে পিছিয়ে বাংলাদেশ ও আফগানিস্তান। এই দুই দলই গত মাস দুয়েক ধরে খেলেনি কোনো ওয়ানডে। মূল আসরে নামার আগে তাই প্রস্তুতি ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ।
আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান শাহিনসের (পাকিস্তান ‘এ’) বিপক্ষে নামবে বাংলাদেশ। সেই ম্যাচটি দলের অবস্থা সম্পর্কে দিবে একটা স্পষ্ট ধারণা।
দুবাই পৌঁছে একদিন বিশ্রাম নেয়ার পর রবিবার অনুশীলন করে শান্তর দল। সেই অনুশীলন শেষ করে দলের হয়ে কথা বলেন পেসার তানজিম হাসান সাকিব। তিনি জানান তাদের লক্ষ্যের কথা, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। চেষ্টা থাকবে উইকেট সম্পর্কে যতো বেশি সম্ভব তথ্য নেয়া যায়। কোনো ধরনের বল এখানে ভালো কাজ করে, কোনো লেংথে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করবো।’
দুবাইতে আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর দল। তানজিম জানান সেশনটি ছিল খুবই কার্যকর, ‘প্রথম অনুশীলন সেশন খুব ভালো গিয়েছে। জিম করলাম, পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগই অনুশীলন করেছি। খুব ভালো লাগছে। কেমন অনুভূত হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ। সবমিলিয়ে আজকের অনুশীলনের পর অনুভূতি খুব ভালো।’
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে গত বছরের ১২ ডিসেম্বর। এরপর থেকে টি-২০ সংস্করণে ব্যস্ত ক্রিকেটাররা। দুই মাসের বেশি সময় ধরে পঞ্চাশ ওভারের ক্রিকেট না খেলার ঘাটতি মেটানোর একরকম সুযোগ অবশ্য পাচ্ছে বাংলাদেশ
২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপের বাকি দুই ম্যাচ খেলতে এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডি যাবে বাংলাদেশ দল।
অঘটনের জন্ম দিতে পারে
বাংলাদেশ : ভিলিয়ার্স
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া দলগুলোর মধ্যে আফগানিস্তানের থেকেও বাংলাদেশকে পিছিয়ে রেখেছিলেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। তার এমন এতো সুনির্দিষ্ট না হলেও নাজমুল হোসেন শান্তদের নিয়ে আশাবাদী কথা শোনালেন না দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স।
৮ দলের আসরে অংশ নিতে যাওয়ার আগে নিজেদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া বলে জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। তবে তার দলকে সেমিফাইনালে ওঠতে দেখলেই বেশ অবাক হবেন ভিলিয়ার্স, একটি ইউটিউব চ্যানেলে এমন মতই দেন তিনি, ‘আমি সত্যি করে যদি বলে তাহলে বাংলাদেশকে নকআউটে দেখছি না। বাংলাদেশি ভক্তরা হয়তো শুনতে পছন্দ করবে না। কিন্তু আমাকে সততার সঙ্গে বলতে হবে।’
ভিলিয়ার্স মনে করেন ‘কিছু অঘটনের জন্ম দিতে পারে বাংলাদেশ, তবে সেমিতে যাওয়া হবে তাদের জন্য ভীষণ কঠিন, ‘তাদের অবশ্যই কিছু দলকে চমকে দেয়ার সামর্থ্য আছে। হয়তো এমনকি কোনো বড় দলকেও (চমকে দিতে পারে)। কিন্তু সেমিফাইনালে যাওয়া দলটির জন্য বিশাল চ্যালেঞ্জ হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর হয়েছিল ২০১৭ সালে ইংল্যান্ডে। সেই আসরে সেমিফাইনালে ওঠে সবাইকে চমকে দেয় বাংলাদেশ। অবশ্য সেমি নিশ্চিত করতে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবিধা পেয়েছিল দলটি।
এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেমিতে যেতে হলে থাকতে হবে সেরা দুইয়ে। কাজটা নিশ্চিতভাবেই কঠিন।