মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গিয়েছে ভারত। এই নিয়ে টানা তিন বার ফাইনালে উঠেছে ভারত।
ভারত প্রথম দল হিসাবে পর পর চারটি আলাদা আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। তারা ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে। সে বছরই এক দিনের বিশ্বকাপ ফাইনাল খেলেছে। ২০২৪-এ টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছে।
পর পর তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলো ভারত। ২০১৩ সালে ইংল্যান্ডকে হারালেও ২০১৭ সালে পাকিস্তানের কাছে হারে তারা। ২০২১ সালে প্রতিযোগিতা হয়নি। এর আগে অস্ট্রেলিয়া পর পর দু’বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছে।
এর আগে পর পর চারটি বিশ্বকাপের ফাইনালে উঠার নজির রয়েছে অস্ট্রেলিয়ার। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত প্রতিটি এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। ওয়েস্ট ইন্ডিজ পর পর তিনবার একদিনের বিশ্বকাপ ফাইনাল খেলেছে।
এই নিয়ে ভারত পাঁচ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলো। ২০০০, ২০০২, ২০১৩, ২০১৭ সালেও ফাইনাল খেলেছিল তারা। এ ছাড়া সব মিলিয়ে ১৪ বার আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। বাকি দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গিয়েছে ভারত। এই নিয়ে টানা তিন বার ফাইনালে উঠেছে ভারত।
ভারত প্রথম দল হিসাবে পর পর চারটি আলাদা আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। তারা ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে। সে বছরই এক দিনের বিশ্বকাপ ফাইনাল খেলেছে। ২০২৪-এ টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছে।
পর পর তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলো ভারত। ২০১৩ সালে ইংল্যান্ডকে হারালেও ২০১৭ সালে পাকিস্তানের কাছে হারে তারা। ২০২১ সালে প্রতিযোগিতা হয়নি। এর আগে অস্ট্রেলিয়া পর পর দু’বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছে।
এর আগে পর পর চারটি বিশ্বকাপের ফাইনালে উঠার নজির রয়েছে অস্ট্রেলিয়ার। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত প্রতিটি এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। ওয়েস্ট ইন্ডিজ পর পর তিনবার একদিনের বিশ্বকাপ ফাইনাল খেলেছে।
এই নিয়ে ভারত পাঁচ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলো। ২০০০, ২০০২, ২০১৩, ২০১৭ সালেও ফাইনাল খেলেছিল তারা। এ ছাড়া সব মিলিয়ে ১৪ বার আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। বাকি দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।