সেমিফাইনালের আগে এই প্রসঙ্গে কথা বলতে খুব আগ্রহী মনে হয়নি স্টিভেন স্মিথকে। সেমিফাইনাল হারার পরও তার ভাবনায় পরিবর্তন নেই।
দুবাইয়ে সব ম্যাচ খেলায় অতিরিক্ত সুবিধা পেয়েছে ভারত, এই আলোচনা উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। তার বরং অকপট স্বীকারোক্তি, পারফরম্যান্সেই তারা উড়ে গেছেন ভারতের কাছে।
সেমিফাইনাল ম্যাচটি দুবাইয়ে ছিল এই আসরে ভারতের চতুর্থ ম্যাচ। অস্ট্রেলিয়ার এখানে ছিল এটি প্রথম ম্যাচ। গ্রুপ পর্বে তারা খেলেছে পাকিস্তানে।
একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে সব ম্যাচ খেলার সুযোগ এই আসরে কেবল ভারতই পাচ্ছে। এমনকি স্বাগতিক পাকিস্তানকেও দুবাইয়ে যেতে হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে। এটা নিয়ে টুর্নামেন্টজুড়ে চরম বিতর্ক চলছে। গত কয়েক দিনের প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ ছিল অবধারিত।
তবে ম্যাচ হেরে গেলেও ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়কের মনোভাব বদলায়নি। ‘দেখুন, আমি এই আলোচনার ফায়দা নিতে যাব না। এখানে যা হয়েছে তো হয়েছেই। ভারত অবশ্যই এখানে ভালো ক্রিকেট খেলেছে। যে স্পিনারগুলো তাদের আছে এবং যে পেসাররা আছে তাদের রসদে, এই উইকেটে তাদের ধরনের সঙ্গে খুব মানিয়ে যায়।’
‘তারা ভালো খেলেছে, আমাদেরকে স্রেফ উড়িয়ে দিয়েছে এবং জয় তাদের প্রাপ্য।’
বুধবার, ০৫ মার্চ ২০২৫
সেমিফাইনালের আগে এই প্রসঙ্গে কথা বলতে খুব আগ্রহী মনে হয়নি স্টিভেন স্মিথকে। সেমিফাইনাল হারার পরও তার ভাবনায় পরিবর্তন নেই।
দুবাইয়ে সব ম্যাচ খেলায় অতিরিক্ত সুবিধা পেয়েছে ভারত, এই আলোচনা উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। তার বরং অকপট স্বীকারোক্তি, পারফরম্যান্সেই তারা উড়ে গেছেন ভারতের কাছে।
সেমিফাইনাল ম্যাচটি দুবাইয়ে ছিল এই আসরে ভারতের চতুর্থ ম্যাচ। অস্ট্রেলিয়ার এখানে ছিল এটি প্রথম ম্যাচ। গ্রুপ পর্বে তারা খেলেছে পাকিস্তানে।
একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে সব ম্যাচ খেলার সুযোগ এই আসরে কেবল ভারতই পাচ্ছে। এমনকি স্বাগতিক পাকিস্তানকেও দুবাইয়ে যেতে হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে। এটা নিয়ে টুর্নামেন্টজুড়ে চরম বিতর্ক চলছে। গত কয়েক দিনের প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ ছিল অবধারিত।
তবে ম্যাচ হেরে গেলেও ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়কের মনোভাব বদলায়নি। ‘দেখুন, আমি এই আলোচনার ফায়দা নিতে যাব না। এখানে যা হয়েছে তো হয়েছেই। ভারত অবশ্যই এখানে ভালো ক্রিকেট খেলেছে। যে স্পিনারগুলো তাদের আছে এবং যে পেসাররা আছে তাদের রসদে, এই উইকেটে তাদের ধরনের সঙ্গে খুব মানিয়ে যায়।’
‘তারা ভালো খেলেছে, আমাদেরকে স্রেফ উড়িয়ে দিয়েছে এবং জয় তাদের প্রাপ্য।’