সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আগামী ৩-৫ মে ভারতের ঝাড়খন্ডের রাঁচিতে হবে। প্রতিযোগিতায় বাংলাদেশও অংশ নেবে। অ্যাথলেটিকস দলের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আজ থেকে আর্মি স্টেডিয়াম আবাসিক প্রস্তুতি শুরু হতে যাচ্ছে।
আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড ট্র্যাক, জিমনেসিয়াম ও প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় ক্রীড়া সরঞ্জামাদি দিয়ে সহায়তা করবে। অ্যাথলেট ও কোচদের থাকা-খাওয়ার ব্যবস্থা আর্মি স্টেডিয়ামের আবাসিক হোস্টেলে করা হয়েছে।
সর্বশেষ ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা থেকে প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ১৪ জন অ্যাথলেটকে বাছাই করা হয়েছে। এছাড়া ৩ জন কোচ থাকবেন।
১৪ জনের মধ্যে নেই এবার জাতীয় প্রতিযোগিতায় রেকর্ডধারী শটপুট অ্যাথলেট গোলাম সারওয়ার, পোলভোল্টে বর্ষা খাতুন ও সৌরভ মিয়া।
ক্যাম্পে ডাক পাওয়া অ্যাথলেটরা
১০০ মিটার- ইসমাইল, রাকিবুল হাসান, জুবাইল ইসলাম, শিরিন আক্তার ও সুমাইয়া দেওয়ান।
৪০০ মিটার- জহির রায়হান।
৪০০ মিটার হার্ডেলস- নাজমুল হোসেন রনি ও মাসুদ রানা।
১১০ মিটার হার্ডেলস- তানভীর ফয়সাল।
ম্যারাথন- আল আমিন।
হাই জাম্প- রিতু আক্তার, মাহফিজুর রহমান।
লং জাম্প- সোনিয়া আক্তার, মাসুদ রানা।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আগামী ৩-৫ মে ভারতের ঝাড়খন্ডের রাঁচিতে হবে। প্রতিযোগিতায় বাংলাদেশও অংশ নেবে। অ্যাথলেটিকস দলের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আজ থেকে আর্মি স্টেডিয়াম আবাসিক প্রস্তুতি শুরু হতে যাচ্ছে।
আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড ট্র্যাক, জিমনেসিয়াম ও প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় ক্রীড়া সরঞ্জামাদি দিয়ে সহায়তা করবে। অ্যাথলেট ও কোচদের থাকা-খাওয়ার ব্যবস্থা আর্মি স্টেডিয়ামের আবাসিক হোস্টেলে করা হয়েছে।
সর্বশেষ ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা থেকে প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ১৪ জন অ্যাথলেটকে বাছাই করা হয়েছে। এছাড়া ৩ জন কোচ থাকবেন।
১৪ জনের মধ্যে নেই এবার জাতীয় প্রতিযোগিতায় রেকর্ডধারী শটপুট অ্যাথলেট গোলাম সারওয়ার, পোলভোল্টে বর্ষা খাতুন ও সৌরভ মিয়া।
ক্যাম্পে ডাক পাওয়া অ্যাথলেটরা
১০০ মিটার- ইসমাইল, রাকিবুল হাসান, জুবাইল ইসলাম, শিরিন আক্তার ও সুমাইয়া দেওয়ান।
৪০০ মিটার- জহির রায়হান।
৪০০ মিটার হার্ডেলস- নাজমুল হোসেন রনি ও মাসুদ রানা।
১১০ মিটার হার্ডেলস- তানভীর ফয়সাল।
ম্যারাথন- আল আমিন।
হাই জাম্প- রিতু আক্তার, মাহফিজুর রহমান।
লং জাম্প- সোনিয়া আক্তার, মাসুদ রানা।