চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র দল হিসেবে সবগুলো ম্যাচ জিতেছে ভারত। ফাইনালেও রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মাঠে নামবে গায়ে ফেভারিটের তকমা জড়িয়ে। তবে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করেন, শিরোপার লড়াইয়ে জয়ী হওয়ার সামর্থ্যের কোনো কমতি নেই নিউজিল্যান্ডের।
এবারের আসরের গ্রুপ পর্বে পরস্পরকে মোকাবিলা করেছিল দুই দল। দুবাইতেই হয়েছিল সেই ম্যাচ। ৪৪ রানের দারুণ জয় পেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দুইবারের শিরোপাজয়ী ভারত।
সেই সুখস্মৃতি সঙ্গী করে ফাইনালে নামবে ভারত। তার আগে দ্য আইসিসি রিভিউতে দেশটির বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার শাস্ত্রী বলেছেন, ফেভারিট না হলেও চমকে দেয়ার সব রসদ আছে নিউজিল্যান্ডের, ‘যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, সেটা হলো নিউজিল্যান্ড। অর্থাৎ ভারত ফেভারিট হিসেবে খেলা শুরু করবে, যদিও সেটা সামান্য ব্যবধানে।’ ‘ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার... আমি একজন অলরাউন্ডারের হাতে সেটা দেখছি। ভারতের দিক থেকে হতে পারে অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের দিক থেকে গ্লেন ফিলিপস কিছু একটা করতে পারে।’
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই পটু ফিলিপসকে নিয়ে বাড়তি প্রশংসা ঝরেছে তার কণ্ঠে, ‘সে হয়তো মাঠে প্রতিভার ঝলক দেখাবে। সে হয়তো ৪০, ৫০ রানের একটি ক্যামিও ইনিংস খেলবে। আর সম্ভবত একটি বা দুটি উইকেট নিয়ে আপনাকে অবাক করে দেবে।’
তিনি বলেন, ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ভারতের দিক থেকে কোহলি। আর নিউজিল্যান্ডের দিক থেকে আমি বলব উইলিয়ামসনের কথা। এক্ষেত্রে রাচিন রবীন্দ্রর কথাও বলা যায়। সে একজন অসাধারণ তরুণ খেলোয়াড়।’
শনিবার, ০৮ মার্চ ২০২৫
চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র দল হিসেবে সবগুলো ম্যাচ জিতেছে ভারত। ফাইনালেও রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মাঠে নামবে গায়ে ফেভারিটের তকমা জড়িয়ে। তবে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করেন, শিরোপার লড়াইয়ে জয়ী হওয়ার সামর্থ্যের কোনো কমতি নেই নিউজিল্যান্ডের।
এবারের আসরের গ্রুপ পর্বে পরস্পরকে মোকাবিলা করেছিল দুই দল। দুবাইতেই হয়েছিল সেই ম্যাচ। ৪৪ রানের দারুণ জয় পেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দুইবারের শিরোপাজয়ী ভারত।
সেই সুখস্মৃতি সঙ্গী করে ফাইনালে নামবে ভারত। তার আগে দ্য আইসিসি রিভিউতে দেশটির বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার শাস্ত্রী বলেছেন, ফেভারিট না হলেও চমকে দেয়ার সব রসদ আছে নিউজিল্যান্ডের, ‘যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, সেটা হলো নিউজিল্যান্ড। অর্থাৎ ভারত ফেভারিট হিসেবে খেলা শুরু করবে, যদিও সেটা সামান্য ব্যবধানে।’ ‘ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার... আমি একজন অলরাউন্ডারের হাতে সেটা দেখছি। ভারতের দিক থেকে হতে পারে অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের দিক থেকে গ্লেন ফিলিপস কিছু একটা করতে পারে।’
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই পটু ফিলিপসকে নিয়ে বাড়তি প্রশংসা ঝরেছে তার কণ্ঠে, ‘সে হয়তো মাঠে প্রতিভার ঝলক দেখাবে। সে হয়তো ৪০, ৫০ রানের একটি ক্যামিও ইনিংস খেলবে। আর সম্ভবত একটি বা দুটি উইকেট নিয়ে আপনাকে অবাক করে দেবে।’
তিনি বলেন, ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ভারতের দিক থেকে কোহলি। আর নিউজিল্যান্ডের দিক থেকে আমি বলব উইলিয়ামসনের কথা। এক্ষেত্রে রাচিন রবীন্দ্রর কথাও বলা যায়। সে একজন অসাধারণ তরুণ খেলোয়াড়।’