কলম্বো শহরে অনুষ্ঠিত বিশ্বকাপ দাবা ও বিশ্বমহিলা কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা উভয় বিভাগেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুন্ন রেখেছে। ওপেন গ্রুপে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ উভয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগের শিরোপা এবং মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে মহিলা বিভাগের শিরেপা জয় করেন। মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও শ্রীলঙ্কার মহিলা আন্তর্জাতিক মাস্টার গুনাবর্ধানা দিভিনদিয়া ওশিনি উভয়েই ৭ পয়েন্ট করে অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে তাদের স্থান নির্ধারিত করা হয়। মিহলা ফিদে মাস্টার ওয়াদিফার প্রতিপক্ষে খেলোয়াড়দের গড় রেটিং বেশি থাকায় সে চ্যাম্পিয়ন হন। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হওয়ায় তিনি সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাবেন এবং একই সঙ্গে আগামী জুলাই মাসে জর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠেয় মহিলা বিশ^ কাপে অংশগ্রহণের সুযোগ পাবেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আগামী ৩১ অক্টোবর হতে শুরু হওয়া বিশ^ কাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ওপেন বিভাগ সাড়ে ছয় পয়েন্ট করেন চারজন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রানার-আপ, শ্রীলঙ্কার লিয়ানাগে রানিনদু দিলশান তৃতীয়, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চুতর্থ ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান পঞ্চম স্থান লাভ করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এ ইভেন্ট হতে একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন, এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক মাস্টারের নর্ম।
আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান ও সাড়ে চার পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম দ্বাদশ স্থান লাভ করেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ওপেন বিভাগে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ২২তম কাজী আফনান রওনক আনান ২৪তম, সাড়ে তিন পয়েন্ট নিয়ে অমিত ব্রিকম রায় ৩২তম এবং ৩ পয়েন্ট নিয়ে তানভীর আলম ৩৭তম হন। আছিয়া সূলতানা ৩ পয়েন্ট নিয়ে মহিলা বিভাগে ২২তম হন।
ওপোন বিভাগে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৬ জন ফিদে মাস্টারসহ ৪০ জন।
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
কলম্বো শহরে অনুষ্ঠিত বিশ্বকাপ দাবা ও বিশ্বমহিলা কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা উভয় বিভাগেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুন্ন রেখেছে। ওপেন গ্রুপে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ উভয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগের শিরোপা এবং মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে মহিলা বিভাগের শিরেপা জয় করেন। মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও শ্রীলঙ্কার মহিলা আন্তর্জাতিক মাস্টার গুনাবর্ধানা দিভিনদিয়া ওশিনি উভয়েই ৭ পয়েন্ট করে অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে তাদের স্থান নির্ধারিত করা হয়। মিহলা ফিদে মাস্টার ওয়াদিফার প্রতিপক্ষে খেলোয়াড়দের গড় রেটিং বেশি থাকায় সে চ্যাম্পিয়ন হন। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হওয়ায় তিনি সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাবেন এবং একই সঙ্গে আগামী জুলাই মাসে জর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠেয় মহিলা বিশ^ কাপে অংশগ্রহণের সুযোগ পাবেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আগামী ৩১ অক্টোবর হতে শুরু হওয়া বিশ^ কাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ওপেন বিভাগ সাড়ে ছয় পয়েন্ট করেন চারজন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রানার-আপ, শ্রীলঙ্কার লিয়ানাগে রানিনদু দিলশান তৃতীয়, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চুতর্থ ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান পঞ্চম স্থান লাভ করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এ ইভেন্ট হতে একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন, এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক মাস্টারের নর্ম।
আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান ও সাড়ে চার পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম দ্বাদশ স্থান লাভ করেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ওপেন বিভাগে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ২২তম কাজী আফনান রওনক আনান ২৪তম, সাড়ে তিন পয়েন্ট নিয়ে অমিত ব্রিকম রায় ৩২তম এবং ৩ পয়েন্ট নিয়ে তানভীর আলম ৩৭তম হন। আছিয়া সূলতানা ৩ পয়েন্ট নিয়ে মহিলা বিভাগে ২২তম হন।
ওপোন বিভাগে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৬ জন ফিদে মাস্টারসহ ৪০ জন।