কাজাখস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের গোল উদযাপন
এএইচএফ কাপ হকির নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। স্বাগতিক দলটির কোচ কৃষ্ণমূর্তি। যিনি অতীতে ছিলেন বাংলাদেশের কোচ। বিকেএসপিতেও কাজ করেছেন।
কাজাখস্তানের বিপক্ষে ৫-১ গোলের জয়ের ম্যাচে ছক পরিকল্পনামাফিক কাজ করেছে বলে আরও আত্মবিশ্বাসী কোচ মামুনুর। বলেছেন, ‘প্রথম ম্যাচ বলে আমরা কাজাখস্তানের বিপক্ষে শুরুর দিকে ওদেরকে পরখ করে নিতে চেয়েছিলাম। ওরা ইউরোপের ধাঁচে খেলে, দেখতে চেয়েছিলাম ওরা আমাদের সঙ্গে কিভাবে খেলতে চায়। এ কারণে আমরা একটু ধীরে শুরু করেছিলাম।’
‘বৃষ্টির কারণে প্রথম ম্যাচে আমাদের খেলায় একটু ছন্দপতন হয়েছিল। পানির কারণে মাঠ ভারি হয়ে উঠেছিল, স্টিকের গ্রিপ রাখা যাচ্ছিল না। তবে বৃষ্টির থামার পর আমরা স্বাভাবিক খেলাটা খেলেছি এবং দ্রুত তিন গোল করতে পেরেছি। গোল ব্যবধান না বাড়লেও মোটামুটি পরিকল্পনা অনুযায়ী প্রথম ম্যাচে সবকিছু হয়েছে আমাদের।’
পুল ‘বি’তে থাইল্যান্ডের বিপক্ষে ইন্দোনেশিয়া ২-১ গোলে হেরে যায়। ঘুরে দাঁড়াতে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ কোচ গোবিনাথান অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন।
‘ইন্দোনেশিয়ার বিপক্ষে আমাদের চ্যালেঞ্জ দুটি। প্রথমত, ওরা স্বাগতিক। যদিও প্রথম ম্যাচে হেরেছে, কিন্তু নিজেদের টার্ফে খেলার বাড়তি সুবিধা ওরা পাবে, ঘুরে দাঁড়াতে চাইবে। দ্বিতীয়ত, ওদের কোচ গোবিনাথান, যে বাংলাদেশের কোচ ছিল, বিকেএসপির কোচ ছিল।’
‘ফলে, সে আমাদের খেলোয়াড়দের কৌশল, সামর্থ্য সম্পর্কে অনেক জানে। এই জানাটুকু সে আমাদের বিপক্ষেই কাজে লাগাতে চাইবে। এটা খুব বড় বিষয় নয়, তারপরও বিষয়টা মাথায় রেখেই পরিকল্পনা সাজাতে হবে আমাদের। শনিবার, ১৯ এপ্রিল রিকভারি করবে ছেলেরা, ভিডিও সেশনও আছে। সেখানেই পরিকল্পনা বুঝিয়ে দেব ছেলেদের।’
কাজাখস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের গোল উদযাপন
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
এএইচএফ কাপ হকির নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। স্বাগতিক দলটির কোচ কৃষ্ণমূর্তি। যিনি অতীতে ছিলেন বাংলাদেশের কোচ। বিকেএসপিতেও কাজ করেছেন।
কাজাখস্তানের বিপক্ষে ৫-১ গোলের জয়ের ম্যাচে ছক পরিকল্পনামাফিক কাজ করেছে বলে আরও আত্মবিশ্বাসী কোচ মামুনুর। বলেছেন, ‘প্রথম ম্যাচ বলে আমরা কাজাখস্তানের বিপক্ষে শুরুর দিকে ওদেরকে পরখ করে নিতে চেয়েছিলাম। ওরা ইউরোপের ধাঁচে খেলে, দেখতে চেয়েছিলাম ওরা আমাদের সঙ্গে কিভাবে খেলতে চায়। এ কারণে আমরা একটু ধীরে শুরু করেছিলাম।’
‘বৃষ্টির কারণে প্রথম ম্যাচে আমাদের খেলায় একটু ছন্দপতন হয়েছিল। পানির কারণে মাঠ ভারি হয়ে উঠেছিল, স্টিকের গ্রিপ রাখা যাচ্ছিল না। তবে বৃষ্টির থামার পর আমরা স্বাভাবিক খেলাটা খেলেছি এবং দ্রুত তিন গোল করতে পেরেছি। গোল ব্যবধান না বাড়লেও মোটামুটি পরিকল্পনা অনুযায়ী প্রথম ম্যাচে সবকিছু হয়েছে আমাদের।’
পুল ‘বি’তে থাইল্যান্ডের বিপক্ষে ইন্দোনেশিয়া ২-১ গোলে হেরে যায়। ঘুরে দাঁড়াতে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ কোচ গোবিনাথান অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন।
‘ইন্দোনেশিয়ার বিপক্ষে আমাদের চ্যালেঞ্জ দুটি। প্রথমত, ওরা স্বাগতিক। যদিও প্রথম ম্যাচে হেরেছে, কিন্তু নিজেদের টার্ফে খেলার বাড়তি সুবিধা ওরা পাবে, ঘুরে দাঁড়াতে চাইবে। দ্বিতীয়ত, ওদের কোচ গোবিনাথান, যে বাংলাদেশের কোচ ছিল, বিকেএসপির কোচ ছিল।’
‘ফলে, সে আমাদের খেলোয়াড়দের কৌশল, সামর্থ্য সম্পর্কে অনেক জানে। এই জানাটুকু সে আমাদের বিপক্ষেই কাজে লাগাতে চাইবে। এটা খুব বড় বিষয় নয়, তারপরও বিষয়টা মাথায় রেখেই পরিকল্পনা সাজাতে হবে আমাদের। শনিবার, ১৯ এপ্রিল রিকভারি করবে ছেলেরা, ভিডিও সেশনও আছে। সেখানেই পরিকল্পনা বুঝিয়ে দেব ছেলেদের।’