কানাডা প্রবাসী শমিত সোম ফিফা থেকে সবুজ সংকেত পেয়েছেন। এর ফলে তার বাংলাদেশের হয়ে খেলার জন্য আর কোনো বাধা থাকলো না। এখন শুধু বাংলাদেশে ফিরে ম্যাচ খেলার অপেক্ষা। সেটি হতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষেই।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে একটি ফিফা প্রীতি ম্যাচও হবে। আগামী ৫ জুনের সেই ম্যাচে শমিত সোমের কথা ভাবা হলেও তা সম্ভব হচ্ছে না। আগামী ১ জুন কানাডা প্রিমিয়ার লীগে ফোর্জের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশের বিমান ধরবেন শমিত সোম।
ঢাকায় ৫ জুনের আগে এসে শুরুতে দলের সঙ্গে খাপ খাইয়ে নেয়া তার জন্য কঠিন। তাই ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে ২৭ বছর বয়সী মিডফিল্ডারের।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘৫ জুনের প্রীতি ম্যাচে শমিতের সম্ভাবনা কম। সে ১ জুন ম্যাচ খেলে কানাডা থেকে রওনা হবে। আমরা চাইছি শমিত ১০ জুন হামজার সঙ্গে ঢাকার মাঠে খেলুক।’
বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী যুক্তরাষ্ট্রের ‘সুলিভান ব্রাদার্স’
এবার বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। তাদের পরিবারের কাছ থেকে সম্মতি পাওয়ার পর প্রাথমিক কাজও শুরু করেছে বাফুফে।
সুলিভান ভাইদের চার জনই ফুটবলার। তাদের মধ্যে কুইন ও কাভান সুলিভান দুজন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলে। রোনান ও ডেকলান যমজ দুই ভাই খেলছেন একই ক্লাবের বয়সভিত্তিক দলে।
বাফুফে আপাতত এই যমজ দুই ভাইয়ের গায়ে তুলে দিতে চাইছে বয়সভিত্তিক দলের জার্সি। এর প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
‘সুলিভানের পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে। ওদের ছোট দুই যমজ ভাই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে। ওদের পরিবারও রাজি। আমরাও কাজ শুরু করেছি। আজই বাফুফে একটা আনুষ্ঠানিক মেইল পাঠাবে এবং এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে কাজ শুরু করব।’
‘ওদের দুই বড় ভাইয়ের (কুইন ও কাভান) সামনে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ আছে, ফলে ওরা এখনই বিষয়গুলো নিয়ে ভাবছে না। আমরাও তাই চাইছি ছোট দুই ভাইকে বয়সভিত্তিক দলে খেলাতে।’
আগামী সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই রয়েছে। মূলত এই বাছাইয়ে ১৬ বছর বয়সী রোনান ও ডেনলানকে খেলাতে চায় বাফুফে।
সুলিভানের মা হেইকে সুলিভান যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি। সেই সুবাদে ফিফার নিয়ম অনুযায়ী, সুলিভান ভাইদের বাংলাদেশের জার্সিতে খেলার পথ খোলা আছে। বাফুফেও সুযোগটি কাজে লাগাতে চাইছে।
বুধবার, ০৭ মে ২০২৫
কানাডা প্রবাসী শমিত সোম ফিফা থেকে সবুজ সংকেত পেয়েছেন। এর ফলে তার বাংলাদেশের হয়ে খেলার জন্য আর কোনো বাধা থাকলো না। এখন শুধু বাংলাদেশে ফিরে ম্যাচ খেলার অপেক্ষা। সেটি হতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষেই।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে একটি ফিফা প্রীতি ম্যাচও হবে। আগামী ৫ জুনের সেই ম্যাচে শমিত সোমের কথা ভাবা হলেও তা সম্ভব হচ্ছে না। আগামী ১ জুন কানাডা প্রিমিয়ার লীগে ফোর্জের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশের বিমান ধরবেন শমিত সোম।
ঢাকায় ৫ জুনের আগে এসে শুরুতে দলের সঙ্গে খাপ খাইয়ে নেয়া তার জন্য কঠিন। তাই ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে ২৭ বছর বয়সী মিডফিল্ডারের।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘৫ জুনের প্রীতি ম্যাচে শমিতের সম্ভাবনা কম। সে ১ জুন ম্যাচ খেলে কানাডা থেকে রওনা হবে। আমরা চাইছি শমিত ১০ জুন হামজার সঙ্গে ঢাকার মাঠে খেলুক।’
বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী যুক্তরাষ্ট্রের ‘সুলিভান ব্রাদার্স’
এবার বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। তাদের পরিবারের কাছ থেকে সম্মতি পাওয়ার পর প্রাথমিক কাজও শুরু করেছে বাফুফে।
সুলিভান ভাইদের চার জনই ফুটবলার। তাদের মধ্যে কুইন ও কাভান সুলিভান দুজন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলে। রোনান ও ডেকলান যমজ দুই ভাই খেলছেন একই ক্লাবের বয়সভিত্তিক দলে।
বাফুফে আপাতত এই যমজ দুই ভাইয়ের গায়ে তুলে দিতে চাইছে বয়সভিত্তিক দলের জার্সি। এর প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
‘সুলিভানের পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে। ওদের ছোট দুই যমজ ভাই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে। ওদের পরিবারও রাজি। আমরাও কাজ শুরু করেছি। আজই বাফুফে একটা আনুষ্ঠানিক মেইল পাঠাবে এবং এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে কাজ শুরু করব।’
‘ওদের দুই বড় ভাইয়ের (কুইন ও কাভান) সামনে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ আছে, ফলে ওরা এখনই বিষয়গুলো নিয়ে ভাবছে না। আমরাও তাই চাইছি ছোট দুই ভাইকে বয়সভিত্তিক দলে খেলাতে।’
আগামী সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই রয়েছে। মূলত এই বাছাইয়ে ১৬ বছর বয়সী রোনান ও ডেনলানকে খেলাতে চায় বাফুফে।
সুলিভানের মা হেইকে সুলিভান যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি। সেই সুবাদে ফিফার নিয়ম অনুযায়ী, সুলিভান ভাইদের বাংলাদেশের জার্সিতে খেলার পথ খোলা আছে। বাফুফেও সুযোগটি কাজে লাগাতে চাইছে।