কোচ সালাউদ্দিনের সঙ্গে অধিনায়ক লিটন দাস
লম্বা সময়ের জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সফর লম্বা হয় নাকি সংক্ষিপ্ত, তা এখনও অজানা। কারণ ভারত-পাকিস্তান সংঘাত। আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকট দলের। সেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচি ছিল। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও পাকিস্তান সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বোর্ড। তবে দল পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত আছে জানিয়েছে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাকিটা বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ মে শারজায় আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা।
ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়া হবে জানান বোর্ড সভাপতি ফারুক।
এই ব্যাপারে আলোচনা করতে গতকাল শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড ডিরেক্টররা বৈঠক করেন। পাকিস্তান সফর প্রসঙ্গে বিসিবি বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সক্রিয় ও চলমান আলোচনার মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি আবারও জোর দিয়ে বলতে চায় যে, তারা এর খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানে বর্তমান পরিস্থিতি সতর্কভাবে বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্ত নেয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করেই।’
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেয়ায় আশার আলো দেখা যাচ্ছে বাংলাদেশের পাকিস্তান সফরের। আগামী কয়েক দিনের মধ্যে পিসিবির সঙ্গে আলোচনা করে সিরিজের ভবিষ্যত ঠিক করবে বিসিবি। তবে বাংলাদেশ প্রস্তুত। সালাউদ্দিন বলেন, ‘বোর্ড সিদ্ধান্ত নেবে পাকিস্তান সফরের ব্যাপারে। আমরা নিজেদের প্রস্তুতি নিয়েছি। বাকিটা বোর্ড জানে।’
সম্প্রতি টি-টোয়েন্টির নেতৃত্ব দেয়া হয়েছে লিটন দাসকে। অধিনায়ক হিসেবে তাকে সমর্থন করছেন সালাউদ্দিন, ‘বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরো দেশেরই অধিনায়ক, এটা মানতে হবে। খুবই কঠিন কাজ। ওকে সমর্থন করতে হবে সবার। অধিনায়কই দলকে চালাবে। তাই পূর্ণ সমর্থন দিতে হবে। স্বাধীনতা দিলে সে ভালো করবে। বাইরে থেকে মনে হতে পারে অধিনায়কত্ব করা সহজ। আসলে তা নয়।’
লিটনকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘লিটন খুব ভালো ট্যাকটিশিয়ান। প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে। দুর্বলতা বলা যায়, সাম্প্রতিক অফফর্ম। লিটনকে আমরা সব সময় অন্যভাবে দেখি। আমরা মনে করি সে কথা কম বলে। তবে কাছ থেকে যারা মিশে, তাদের সঙ্গে সবকিছুই করে। অধিনায়কের যা কিছু করা উচিত, সবই করে।’
কোচ সালাউদ্দিনের সঙ্গে অধিনায়ক লিটন দাস
রোববার, ১১ মে ২০২৫
লম্বা সময়ের জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সফর লম্বা হয় নাকি সংক্ষিপ্ত, তা এখনও অজানা। কারণ ভারত-পাকিস্তান সংঘাত। আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকট দলের। সেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচি ছিল। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও পাকিস্তান সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বোর্ড। তবে দল পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত আছে জানিয়েছে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাকিটা বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ মে শারজায় আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা।
ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়া হবে জানান বোর্ড সভাপতি ফারুক।
এই ব্যাপারে আলোচনা করতে গতকাল শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড ডিরেক্টররা বৈঠক করেন। পাকিস্তান সফর প্রসঙ্গে বিসিবি বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সক্রিয় ও চলমান আলোচনার মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি আবারও জোর দিয়ে বলতে চায় যে, তারা এর খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানে বর্তমান পরিস্থিতি সতর্কভাবে বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্ত নেয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করেই।’
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেয়ায় আশার আলো দেখা যাচ্ছে বাংলাদেশের পাকিস্তান সফরের। আগামী কয়েক দিনের মধ্যে পিসিবির সঙ্গে আলোচনা করে সিরিজের ভবিষ্যত ঠিক করবে বিসিবি। তবে বাংলাদেশ প্রস্তুত। সালাউদ্দিন বলেন, ‘বোর্ড সিদ্ধান্ত নেবে পাকিস্তান সফরের ব্যাপারে। আমরা নিজেদের প্রস্তুতি নিয়েছি। বাকিটা বোর্ড জানে।’
সম্প্রতি টি-টোয়েন্টির নেতৃত্ব দেয়া হয়েছে লিটন দাসকে। অধিনায়ক হিসেবে তাকে সমর্থন করছেন সালাউদ্দিন, ‘বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরো দেশেরই অধিনায়ক, এটা মানতে হবে। খুবই কঠিন কাজ। ওকে সমর্থন করতে হবে সবার। অধিনায়কই দলকে চালাবে। তাই পূর্ণ সমর্থন দিতে হবে। স্বাধীনতা দিলে সে ভালো করবে। বাইরে থেকে মনে হতে পারে অধিনায়কত্ব করা সহজ। আসলে তা নয়।’
লিটনকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘লিটন খুব ভালো ট্যাকটিশিয়ান। প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে। দুর্বলতা বলা যায়, সাম্প্রতিক অফফর্ম। লিটনকে আমরা সব সময় অন্যভাবে দেখি। আমরা মনে করি সে কথা কম বলে। তবে কাছ থেকে যারা মিশে, তাদের সঙ্গে সবকিছুই করে। অধিনায়কের যা কিছু করা উচিত, সবই করে।’